Motorola ঘোষণা করে দিয়েছে যে আগামী 18 জানুয়ারি ভারতে নিজের নতুন ট্যাবলেট Moto Tab G70 লঞ্চ করতে চলেছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ট্যাবলেটের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, যেখানে ডিভাইসটির ফোটো সহ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। মোটোরোলার এই ট্যাবলেটটিকে ভারতে লঞ্চ করার আগে ইন্টারন্যাশনাল মার্কেটে পেশ করা হয়েছে। কোম্পানি Motorola Tab G70 টিকে ব্রাজিলে লঞ্চ করেছে, এই ট্যাবটিকে BRL 2,159 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 29,000 টাকা দামে পেশ করা হয়েছে।
Moto Tab G70 ট্যাবের ইন্ডিয়া লঞ্চ
মোটোরোলা নিজের নতুন ট্যাবটিকে ভারতে লঞ্চ করার আগে ব্রাজিলে লঞ্চ করে দিয়েছে। ব্রাজিলে মোটো ট্যাব জি70 কে একটি মডেলেই পেশ করা হয়েছে এবং এই মডেলটির দাম ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 29,000 টাকা। এই ডিভাইসটিকে ভারতে 18 জানুয়ারি লঞ্চ করা হবে এবং সেইদিনই ট্যাবটির ভারতীয় দাম সম্পর্কে জানা যাবে। আশা করা হচ্ছে যে ভারতে মোটো ট্যাব জি70 এর দাম ইন্টারন্যাশনাল মার্কেটের তুলনায় কমই হতে চলেছে।
Moto Tab G70 এর স্পেসিফিকেশন
মোটোরোলা মোটো ট্যাব জি70 টিকে অ্যালুমিনিয়াম অ্যালয় বডিতে তৈরি করা হয়েছে এবং এই ট্যাবটি 2000 × 1200 পিক্সেল রেজল্যুশনের 11 ইঞ্চির বড়ো এইচডি 2কে ডিসপ্লে সাপোর্ট করে। মোটোরোলার এই ট্যাবের স্ক্রিনটি আইপিএস এলসিডি প্যানেলে তৈরি, এর সাথেই স্ক্রিনটি 400 নিটসব্রাইটনেস এবং টিইউভি সার্টিফাইড আই প্রোটেকশন সাপোর্ট করে। আইপি52 রেটিঙের মাধ্যমে জল এবং ধূলোর থেকে ট্যাবটিকে সুরক্ষিত করে।
Moto Tab G70 ট্যাবটিকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ করা হয়েছে এবং ট্যাবটি 2.05 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক হেলিয়ো জি90টি চিপসেটে রান করে। এর সাথেই ডিভাইসটিতে গ্রাফিক্সের জন্য মালি জি76 জিপিইউ দেওয়া হয়েছে। ব্রাজিলে এই ট্যাবটি 4জিবি র্যামের সাথে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই মেমোরিটিকে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে। কানাঘুষোয় শোনা যাচ্ছে যে ফ্লিপকার্টে এই ট্যাবটিকে এই র্যাম এবং স্টোরেজের সাথেই লিস্টেড করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Motorola Moto Tab G70 এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ডিভাইসটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। মোটোরোলার এই ট্যাবটি ডুয়াল মাইক এবং কোয়াড স্পীকার সাপোর্ট করে। ওয়াই-ফাই, এলটিঈ এবং ব্লুটুথ সহ পাওয়ার ব্যাকআপের জন্য Moto Tab G70 তে 20 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 7,700 এমএএইচের বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন