যারা সস্তায় 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Xiaomi এর সাব ব্র্যান্ড POCO দারুণ অফার নিয়ে এসেছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে 14,499 টাকা দামে লঞ্চ করা Poco M6 Plus 5G ফোনটি মাত্র 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 750 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ 8GB RAM সহ এই 5G ফোনটি পাওয়া যাবে মাত্র 11,249 টাকার বিনিময়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের অফার এবং দাম সম্পর্কে।
Poco M6 Plus 5G ফোনের অফার
- ভারতের বাজারে Poco M6 Plus 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল।
- ফোনটির 6GB RAM का মডেল ₹13,499 এবং 8GB RAM মডেল ₹14,499 দামে পেশ করা হয়েছিল।
- বর্তমানে শপিং সাইট আমাজনে ফোনটির 8GB RAM মডেল মাত্র ₹11,999 দামে সেল করা হচ্ছে।
- সবচেয়ে বড় কথা এটি এই ফোনের সেলিং প্রাইস, এই ছাড়ের জন্য কোনো শর্ত নেই।
- এর সঙ্গে গ্রাহকরা ফোনটি কেনার সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ₹750 এক্সট্রা ডিসকাউন্ট পাবেন।
- এর ফলে 8GB RAM সহ এই 5G ফোনটি মাত্র 11,249 (₹11999-₹750) টাকার বিনিময়ে কেনা যাবে।
- জানিয়ে রাখি এই 750 ছাড় শুধুমাত্র ICICI এবং SBI Credit Card এর ক্ষেত্রেই প্রযোজ্য।
Poco M6 Plus 5G ফোনের এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে এবং এটি কোনো নোটিশ ছাড়াই বন্ধও করে দেওয়া হতে পারে। সস্তায় 8GB RAM সহ এই 5G ফোনটি কেনার জন্য এবং অফার স্মপ্রকেবিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Poco M6 Plus 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.79″ FHD+ 120Hz Display
- Qualcomm Snapdragon 4 Gen2 AE
- 8GB RAM + 128GB Storage
- 8GB Expendable RAM
- 108MP Back Camera
- 13MP Selfie Camera
- 33W 5,030mAh Battery
ডিসপ্লে: POCO M6 Plus 5G ফোনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 550নিটস ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লে সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে low blue light এবং L1 widevine সাপোর্ট যোগ করা হয়েছে।
প্রসেসর: নতুন POCO M6 Plus 5G ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 4 Gen2 AE চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেটে 8-কোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A78 কোর এবং 1.95GHz ক্লক স্পীডযুক্ত 6 Arm Cortex-A55 কোর রয়েছে। আমাদের করা টেস্টিঙে ফোনটি 433376 AnTuTu স্কোর পেয়েছে।
স্টোরেজ: POCO M6 Plus 5G স্মার্টফোনটি ভারতে 6জিবি RAM এবং 8জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8জিবি ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM সহযোগিতায় 16GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একইসঙ্গে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO M6+ 5G ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.75 অ্যাপারচারযুক্ত 108 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ 2 মেগাপিক্সেল Macro লেন্স এবং 3x ইন-সেন্সর জুম সহ Samsung ISOCELL HM6 সেন্সর সাপোর্ট করে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে এফ/2.45 অ্যাপারচারযুক্ত 13MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO M6 Plus 5G ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে নতুন ফোনটিতে 2 বছরের ওএস আপডেট সহ পেশ করা হয়েছে। ফলে ফোনটিকে Android 16 তৈরি করে তোলে। এই ফোনটিতে 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী POCO M6+ ফোনটি 36 মাসের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।