16 ফেব্রুয়ারি লঞ্চের আগেই প্রকাশ্যে iQOO Neo 7 5G স্মার্টফোনের RAM ভেরিয়েন্ট এবং দাম

Highlights

  • iQOO Neo 7 ভারতে 16 ফেব্রুয়ারি লঞ্চ হবে।
  • এই ফোনটি 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে।
  • এই দুটি ভেরিয়েন্টের দাম লিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে।

iQOO Neo 7 5G স্মার্টফোনটি 16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। কয়েকদিন আগে এই ফোন সংক্রান্ত একটি লিক রিপোর্ট সামনে এসেছিল যেখানে এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং দাম প্রকাশ করা হয়েছিল। এবার একটি নতুন লিকে iQOO Neo 7 5G স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের ডিটেইলস সামনে এসেছে। এই পোস্টে আপনাদের এই ভেরিয়েন্টের দাম সম্পর্কে জানানো হল। iQOO Neo 7 5G স্মার্টফোনটি IQOO Neo সিরিজের দ্বিতীয় স্মার্টফোন যা ভারতীয় মার্কেটে পাওয়া যাবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Nokia X30 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার

ভারতে iQOO Neo 7 5G স্মার্টফোনের দাম

  • 8GB RAM + 128GB স্টোরেজ = 26,999 টাকা (অফার প্রাইস)
  • 12GB RAM+ 256GB স্টোরেজ = 30,999 টাকা (অফার প্রাইস)

টিপস্টার অভিষেক যাদব iQOO Neo 7 5G ফোনটির সাথে সম্পর্কিত লিক রিপোর্টে দাবি করেছেন যে এর বেস ভেরিয়েন্টে 8 GB RAM মেমরি সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং এই মডেলটি 26,999 টাকা দামে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এই দামটি অফারের অধীনে উল্লেখ করা হয়েছে, মানে আসল দাম এর থেকে বেশি হবে বলে মনে করা হচ্ছে ।

সম্প্রতি অন্য একজন টিপস্টার Paras Guglani জানিয়েছিলেন যে iQOO Neo 7 5G ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজের দাম হবে 34,999 টাকা। এই ভেরিয়েন্টের অফারে দাম হবে প্রায় 30,999 টাকা। লিক রিপোর্ট অনুসারে, এই iQoo ফোনটি Interstellar Black এবং Frost Blue কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে। ফোনটির সেল 19 বা 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আরও পড়ুন: BGMI India Return Update : BGMI এর প্রত্যাবর্তন সম্পর্কে মুখ খুলল ক্রাফটন, এই বছরেই পাওয়া যেতে পারে সুখবর

iQOO Neo 7 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

iQOO Neo 7 5G ফোনটি চীনে উপলব্ধ iQOO Neo 7 SE-এর একটি রিব্র‍্যান্ডেড ভার্সন যা একই ধরনের স্পেসিফিকেশনের সাথে পেশ করা হবে। চীনে Neo 7SE স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে যা 6.78 ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই পাঞ্চ-হোল স্টাইলযুক্ত স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত এবং এটি 120Hz রিফ্রেশরেটে কাজ করে।

iQOO Neo 7 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসরে লঞ্চ হতে পারে। এই প্রসেসরটি চীনে উপস্থিত iQOO Neo 7 SE তেও দেওয়া হয়েছে। iQOO Neo 7SE চীনে 16GB RAM সাপোর্ট করে। এই RAM ভেরিয়েন্ট Neo 7 5G তে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। লিক রিপোর্টে 12 GB RAM এবং 8 GB RAM ভেরিয়েন্টটির লঞ্চ নিশ্চিত বলে জানানো হয়েছে। আরও পড়ুন: মাত্র 11,999 টাকায় এই স্মার্টফোনে পাবেন 9GB RAM সহ একাধিক দুর্দান্ত ফিচার, জেনে নিন ডিটেইলস

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে যা 120 W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here