BGMI এর প্রত্যাবর্তন সম্পর্কে মুখ খুলল ক্রাফটন, এই বছরেই পাওয়া যেতে পারে সুখবর

Highlights

  • ভারতে সাত মাস আগে ব্যানড করা হয়েছে Battlegrounds Mobile India (BGMI)।
  • BGMI এর সার্ভার এখনও লাইভ রয়েছে, ফলে ভারতে গেমটি এখনও খেলা যায়।
  • BGMI এর ডেভেলপার ক্রাফটন জানিয়েছে নতুন তথ্য।

ভারতে গত বছর অর্থাৎ 2022 সালের জুলাই মাসে Battlegrounds Mobile India (BGMI) ব্যানড করা হয়েছিল। এটি PUBG Mobile এর ভারতীয় ভেরিয়েন্ট হিসাবে পেশ করা হয়েছিল। ইউজারদের ডেটা প্রাইভেসি এবং সিকিউরিটির কথা ভেবে ভারত সরকারের পক্ষ থেকে এই গেমটি ব্যানড করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যানড হওয়ার পর থেকেই এই গেমের প্লেয়ার এবং ফ্যানরা অধীর আগ্রহে গেমটির প্রত্যাবর্তনের অপেক্ষা করে চলেছে। PUBG Mobile এর ভারতীয় ফ্যানদের জন্যই ক্রাফটন ভারতে Battlegrounds Mobile India পেশ করেছিল। লঞ্চের কিছু দিনের মধ্যেই গেমটি দেশের নাম্বার ওয়ান ব্যাটেল রয়্যাল মোবাইল গেমে পরিণত হয়। ক্রাফটন আরও একবার এই গেমটির ফিরে আসা সম্পর্কে নতুন তথ্য জানিয়েছে। আরও পড়ুন: মাত্র 11,999 টাকায় এই স্মার্টফোনে পাবেন 9GB RAM সহ একাধিক দুর্দান্ত ফিচার, জেনে নিন ডিটেইলস

BGMI এর প্রত্যাবর্তন সম্পর্কে ক্রাফটনের CEO-এর বক্তব্য

Gemwire.GG সোশ্যাল মিডিয়া সাইট Instagram এ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে Krafton Q4 2022 এর রিপোর্ট পেশ করে BGMI এর ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফিরে আসা সম্পর্কে মুখ খুলেছে। Krafton এর সিইও Changhan Kim তাদের BGMI গেমটির বর্তমান পরিস্থিতি এবং ফিরে আসা সম্পর্কে জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by GemWire (@gemwire.gg)

কিম জানিয়েছেন গেমের ডেভেলপার কোম্পানির পক্ষ থেকে ভারতে BGMI এর ওপর ব্যানড তুলে নেওয়ার জন্য যা যা করনীয় তা সবই করে চলেছে। তিনি আরও জানান টীম মনে করছে খুব তাড়াতাড়ি পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে উঠবে এবং অনিশ্চয়তা কেটে যাবে। 2023 সালে ক্রাফটন এবং BGMI প্লেয়ারদের জন্য পজিটিভ খবর পাওয়া যাবে। টাই এবার অপেক্ষা ক্রাফটনের পরবর্তী পদক্ষেপ দেখার। BGMI ফ্যানরা দীর্ঘদিন ধরেই এই গেমের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। আরও পড়ুন: TikTok থেকে বরখাস্ত হল সমস্ত ভারতীয় কর্মচারীরা, এভাবেই কি প্রতিশোধ নিল চীন?

লাইভ রয়েছে BGMI সার্ভার

আশার আলো এই যে এখনও পর্যন্ত BGMI গেমের সার্ভার ভারতে চালু রয়েছে। ব্যানড হওয়ার কারণে ভারতে Google Play Store এবং Apple App Store থেকে গেমটি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ব্যানডের পর থেকে কোম্পানির পক্ষ থেকে ক্রাফটন গেমটির জন্য কোনো ইন গেম আপডেট রিলিজ করেনি। অথচ অন্যদিকে PUBG Mobile এর জন্য এখনও পর্যন্ত দুবার আপডেট রিলিজ করা হয়েছে। আর BGMI সেই পুরনো সিজনেই পড়ে রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here