মোবাইল ফোনের সিমের জন্য আধার কার্ড জরুরী নয় : টেলিকম সচিব

ভারতীয় নাগরিকদের ডিজিটাল পরিচয়পত্র আধার কার্ডকে এখন প্রায় সব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রাথমিক পরিচয়পত্ররূপে গণ‍্য করা হয়। স্কুল-কলেজ, হাসপাতাল থেকে শুরু করে মোবাইল ফোনের সিম কেনা পর্যন্ত সব জায়গায় আধার কার্ড বাধ‍্যতামূলক করে তোলা হয়েছে। কিন্তু অনেক উপভোক্তা এখনো তাদের আধার কার্ড জনিত সমস্যার সমাধান না হ‌ওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু যারা এখনো তাদের ফোন নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাননি তাদের জন্য সুখবর। ভারতের টেলিকম সচিব জানিয়েছেন মোবাইল সিমের জন্য আধার কার্ড আর বাধ‍্যতামূলক নয়।

টেলিকম সচিব অরুণ সুন্দরাজন বলেছেন এখন থেকে আর সিম কার্ড কেনার সময় আধার কার্ড প্রয়োজন হবে না। দেশের সমস্ত টেলিকম কোম্পানিকে জরুরি ভিত্তিতে জানানো হয়েছে যাতে এই আদেশ মেনে চলা হয়। এবং আধার লিঙ্ক করাও এখন আর আবশ্যক নয়।

সমস্ত মোবাইল অপারেটর কোম্পানিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে নতুন সিম কেনার সময় কোনো কাস্টমারের থেকে আধার না চাওয়া হয়। আধারের পরিবর্তে কাস্টমার ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা এই প্রকার যে কোনো ডকুমেন্ট ব‍্যবহার করা যাবে এবং তা বৈধ বলে গণ‍্য হবে।

শোনা যাচ্ছে সুপ্রিম কোর্ট মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করানো নিয়ে প্রশ্ন তুলেছে। লোকনীতি ফাউন্ডেশন দ্বারা জনস্বার্থে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যতদিন না সাধারণ মানুষের জন্য কোন সদুত্তর পাওয়া যাবে ততদিন মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক নয়।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর টেলিকম সচিবের নেওয়া সিদ্ধান্তের কারণে দেশের নাগরিকদের সঙ্গে ভারতে আসা এন‌আর‌আই এবং বিদেশীরাও উপকৃত হবেন। কারণ আধার না থাকার জন্য এরা কোনো সিম কিনতে পারতেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here