Reliance Jio এর 129 টাকা, Airtel এর 148 টাকা নাকি Vodafone এর 149 টাকা, জেনে নিন কোন প্ল‍্যানে পাওয়া যাবে 28 দিনের জন্য সবচেয়ে বেশি বেনিফিট

এই মাসের 1 তারিখ ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যতম দুটি কোম্পানি Airtel ও Vodafone Idea তাদের নতুন প্ল‍্যান সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। এই প্ল‍্যানের লিস্ট ঘোষণা করায় সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এবার সস্তা ইন্টারনেট ও ফ্রি কলিঙের দিন শেষ। এই দুটি বড় কোম্পানির প্ল‍্যান ঘোষণার পর দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম কোম্পানি Reliance Jio এর পক্ষ থেকে প্ল‍্যান ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছিল। Reliance Jio সেই টেলিকম কোম্পানি যেটি মার্কেটে আসার পর থেকে ভারতীয় টেলিকম মার্কেটের রূপ বদলে গেছে। কোম্পানি জানিয়েছিল তাদের প্ল‍্যান অন‍্যান‍্য কোম্পানির চেয়ে অন্তত 20 শতাংশ সস্তা হবে এবং Reliance Jio তাদের প্ল‍্যান পেশ করার পর এই কথার সত‍্যতা প্রমাণ হয়ে গেছে।

আরও পড়ুন : জেনে নিন কোন কোম্পানি সবচেয়ে কম দামে দিচ্ছে প্রতিদিন 2 জিবি 4G ডেটা, Jio, Airtel নাকি Vodafone?

Reliance Jio গত পরশু রাতে তাদের সমস্ত নতুন All-In-One প্ল‍্যান লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত সময়কালের মধ্যে সব বাজেটে প্ল‍্যান পেশ করা হয়েছে। আজকের এই আর্টিকলে আমরা Reliance Jio, Airtel ও Vodafone Idea এর সবচেয়ে সস্তা প্ল‍্যানের তুলনামূলক আলোচনা করব যার দাম 125 টাকা থেকে 150 টাকার মধ্যে। যদি আপনিও এই বাজেটের মধ্যে রিচার্জ করতে চান তবে এই আর্টিকলটি আপনাকে যথার্থ প্ল‍্যান বাছতে সাহায্য করবে।

Reliance Jio

দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম কোম্পানি Reliance Jio এই রেঞ্জে 129 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছে। এই প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে গ্ৰাহকদের পুরো এক মাসের জন্য 2 জিবি 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। অর্থাৎ এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিনের হিসেবে ডেটা দেওয়া হবে না। এছাড়া এই প্ল‍্যানে পুরো মাসের জন্য মোট 300 ফ্রি এস‌‌এম‌এস পাওয়া যাবে।

আরও পড়ুন : লঞ্চ হল Motorola এর প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper, দাম মাত্র 28,000 টাকা

ভয়েস কলের দিক থেকেও Reliance Jio তাদের পরিষেবার পরিধি কিছুটা গুটিয়ে নিয়েছে। 129 টাকা দামের এই প্রিপেইড প্ল‍্যানে অন নেট কল অর্থাৎ জিও টু জিও কল সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে কিন্তু অন‍্য কোম্পানির নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ অফ নেট কলের জন্য গ্ৰাহকদের মাত্র 1,000 মিনিট টকটাইম দেওয়া হবে। এর সঙ্গে জিও অ্যাপগুলির ফ্রি অ্যাকসেস তো আছেই।

Airtel

দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখা কোম্পানি Airtel এই রেঞ্জে বজায় থাকার জন্য তাদের পুরোনো প্ল‍্যান আপডেট করেছে। কোম্পানি 1 ডিসেম্বরের আগে পর্যন্ত 128 টাকা দামে যে প্রিপেইড প্ল‍্যান গ্ৰাহকদের অফার করত সেটার‌ই দাম বাড়িয়ে এখন 148 টাকা করে দেওয়া হয়েছে। কোম্পানির এই প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে Airtel পুরো ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য 2 জিবি 4জি ইন্টারনেট ডেটা দিচ্ছে।

আরও পড়ুন : Exclusive : চলে এল Samsung Galaxy A91 এর রেন্ডার, এতে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরা

কোম্পানির পক্ষ থেকে এই 148 টাকা দামের প্ল‍্যানে 28 দিনের জন্য মোট 300টি এস‌এম‌এস দেওয়া হচ্ছে। ভয়েস কলের ক্ষেত্রে Airtel তাদের গ্ৰাহকদের আনলিমিটেড কলিঙের সুবিধা দিচ্ছে। জানিয়ে রাখি কোম্পানি ভয়েস কল পরিষেবা সম্পূর্ণভাবে ফ্রি রেখেছে এবং দেশের অন নেট ও অফ নেট যে কোনো নাম্বারে যত ইচ্ছা কল করা যাবে, এর জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হবে না। এছাড়াও এয়ারটেল এক্সট্রিম, উইংক ও হ‍্যালো টিউনস উপভোগ করা যাবে।

Vodafone

Vodafone

বর্তমানে দুটি কোম্পানি মার্জ হ‌ওয়ার পর Vodafone Idea দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। এই রেঞ্জে কোম্পানি 149 টাকার একটি প্ল‍্যান পেশ করেছে। এই প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 28 দিন। এই প্ল‍্যানের বিভিন্ন বেনিফিট অনেকটা Jio এর 129 টাকার প্ল‍্যানের মতোই। Vodafone এর পক্ষ থেকে এই প্ল‍্যানে 28 দিনের জন্য 2 জিবি 4জি ডেটা এবং 300 এস‌এম‌এস দেওয়া হচ্ছে। এছাড়া আনলিমিটেড অন নেট কলের সঙ্গে এই প্ল‍্যানে অফ নেট কলের জন্য 1,000 মিনিট টকটাইম পাওয়া যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here