আবার Airtel-এর শক্তি প্রদর্শন, মুম্বাইতে হল 5G ট্রায়াল, পাওয়া যাবে রকেটের চেয়ে দ্রুত গতির ইন্টারনেট

বর্তমানে ভারতে 5জি নেটওয়ার্কের প্রস্তুতির জন্য অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে। একদিকে স্মার্টফোন কোম্পানিগুলি যেমন লো বাজেটে 5জি স্মার্টফোন পেশ করছে তেমনই অন‍্যদিকে দেশের টেলিকম কোম্পানিগুলি 5জি ট্রায়ালে ব‍্যাস্ত। ইতিমধ্যে দেশের সর্বপ্রথম 5জি টেস্টিং শুরু করা কোম্পানি এয়ারটেল এবার মহানগরী মুম্বাইতে 5জি নেট‌ওয়ার্কের ট্রায়াল শুরু করেছে। আগের বারের মতোই এবারও একটি ভিডিওর মাধ্যমে এয়ারটেলের 5জি নেট‌ওয়ার্কের স্পীড দেখানো হয়েছে। মনে করিয়ে দিই কোম্পানি গত মাসে গুরগাঁওতে সফলতার সঙ্গে 5জি নেট‌ওয়ার্কের টেস্টিং করেছিল এবং আমাদের এক সোর্স মারফত আমরা এই খবর পাই।

দূরসঞ্চার বিভাগের নিয়ম নির্দেশিকা মেনে এয়ারটেল নোকিয়ার 5জি গিয়ার ব‍্যবহার করে 3500 গিগাহার্টস ব‍্যান্ডে এই ট্রায়াল করছে। জানিয়ে রাখি 5জি পরিষেবা প্রদানের জন্য এখনও পর্যন্ত স্পেকট্রাম নিলাম করা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি সেটি করা হবে। বিগত মাসে দূরসঞ্চার বিভাগ অর্থাৎ DoT টেলিকম কোম্পানিগুলিকে 5জি পরীক্ষার জন্য কিছু ব‍্যান্ড‌উইথ বন্টন করে রেখেছে। এয়ারটেল দিল্লি / এনসিআর, মুম্বাই, কোলকাতা ও ব‍্যাঙ্গালুরুতে ট্রায়ালের জন্য যথাক্রমে 3500 গিগাহার্টস, 28 গিগাহার্টস এবং 700 গিগাহার্টস ব‍্যান্ড পেয়েছে। আমরা আশা করছি আগামী কয়েক সপ্তাহে এইসব এলাকায় আরও বেশি পরিমাণে টেস্টিং হতে দেখা যাবে। জানা গেছে আগামী কিছু দিনের মধ্যে এয়ারটেল কোলকাতায় ট্রায়াল করবে।

Tata Group এর সঙ্গে হাত মিলিয়েছে Airtel

মনে করিয়ে দিই এয়ারটেল গত মাসে ঘোষণা করেছিল তারা টাটা গ্ৰুপের সঙ্গে হাত মিলিয়ে ভারতের জন্য 5জি নেটওয়ার্ক সলিউশন দেশেই তৈরি করবে। অর্থাৎ এয়ারটেল ভারতে ‘মেড ইন ইন্ডিয়া’ 5জি টেকনোলজি ব‍্যবহার করতে চলেছে। জানিয়ে রাখি বেশিরভাগ টেলিকম কোম্পানি অন‍্যান‍্য হার্ডওয়্যার ও টেকনোলজি কোম্পানির সাহায্যে তাদের নেটওয়ার্ক স্থাপন করে।


View this post on Instagram

A post shared by 91mobiles Hindi (@91mobiles.hindi)

জানিয়ে রাখি রিলায়েন্স জিও 5জি ট্রায়ালের জন্য Samsung, Ericson এবং Nokia এর সঙ্গে হাত মিলিয়েছে। তবে জিওও তাদের নিজস্ব টেকনোলজি আনার কথা জানিয়েছে। তবে এয়ারটেলের কার্যকলাপ দেখে মনে করা হচ্ছে কোম্পানি ভারতে তাদের 5জি নেটওয়ার্ক ও এই সম্পর্কিত টেকনোলজি সম্পূর্ণভাবে স্বদেশী রাখতে চাইছে। টাটা গ্ৰুপ ও-আর‌এএন (O-RAN) টেনিকের ওপর ভিত্তি করে রেডিও এবং SA/NSA কোর তৈরি করেছে। আগামী বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসে এই টেকনোলজি কমার্শিয়াল ব‍্যবহারের জন্য উপলব্ধ হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here