জেনে নিন Airtel-এর ডেটা, ব্যালান্স এবং এসএমএস চেক করার সহজ পদ্ধতি

একটা সময় ছিল যখন নিজের মোবাইলের অবশিষ্ট ব্যালান্স, ডেটা এবং এসএমএসের তথ্য জানতে অনেক সমস্যায় পড়তে হতো। কিন্তু এখন সেরকম কিছু‌ই হয় না। আপনি যদি এয়ারটেল সিম ইউজার (Airtel Sim) হয়ে থাকেন, তাহলে আপনাকে এই আর্টিকেলের মাধম্যে সেই সম্পর্কিত ডিটেইল দেওয়া হবে। Airtel mobile number ইউজারদের জন্য এই আর্টিকেলটি অনেক সুবিধার হতে চলেছে, কারণ এই আর্টিকেলে Airtel balance check করার সবথেকে সহজ পদ্ধতি জানানো হবে। নিচে জানানো স্টেপ গুলি ফলো করে prepaid এবং postpaid গ্রাহকরা মোবাইল ফোনের অবশিষ্ট টকটাইম, ডেটা এবং এসএমএস ব‍্যালেন্স (talktime, data or SMS) যখন খুশি চেক করে জেনে নেওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক (how to check Airtel net balance) এই তথ‍্য গুলির সম্পর্কে।

কিভাবে চেক করবেন Airtel-এর ব্যালান্স?

  • USSD codes-এর মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স চেক করা যেতে পারে।
  • Airtel Thanks app-এর সাহায্যে এয়ারটেল ব্যালেন্স চেক করা যেতে পারে।
  • Airtel official website থেকেও এয়ারটেল ব্যালেন্স চেক করা যেতে পারে।
  • সবথেকে সহজ পদ্ধতি হলো Airtel customer care number-এ কল করে ব্যালেন্সের তথ্য জানা যাবে।

1. Airtel ডেটা ব্যালেন্স চেক

USSD কোড ব‍্যবহার করে এয়ারটেলের ডেটা/ইন্টারনেট ব্যালেন্স চেক করা যেতে পারে। এর জন্য এয়ারটেল ইউজারকে *123*10# ডায়েল করতে হবে। এটি শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য।

2. Airtel SMS ব্যালেন্স চেক

USSD নাম্বার কোড ব‍্যবহার করে এয়ারটেলের এসএমএস ব্যালেন্স চেক করার জন্য গ্রাহককে নিজের ফোনে *121*7# ডায়াল করতে হবে।

3. এই পদ্ধতিতে চেক করুন Airtel plan validity

এয়ারটেল নাম্বারের প্ল্যান এবং ভ‍্যালিডিটি জানার জন্য প্রিপেড গ্রাহকদের ফোন থেকে *121*2# ডায়াল করতে হবে।

4. এই পদ্ধতিতে চেক করুন Airtel talktime ব্যালান্স

এয়ারটেলের মেইন ব্যালেন্স এবং টকটাইম চেক করার জন্য গ্রাহকদের নিজের ফোন থেকে *123# ডায়াল করতে হবে।

5. এই পদ্ধতিতে চেক করুন Airtel postpaid সম্পর্কিত তথ্য

এয়ারটেল থ্যাংকস অ্যাপ ছাড়া, গ্রাহক এয়ারটেল পোস্টপেইড গ্রাহকরা ডেটা ব্যালেন্স জানার জন্য *121# ডায়াল করে জানতে পারবেন।

দেখে নিন প্রয়োজনীয় USSD CODE

PURPOSE AIRTEL USSD CODE
Airtel main balance check *123#
Airtel number check *282#
Airtel offers *121#
Airtel talk time loan *141# or call 52141
Airtel data loan code *141# or call 52141
Airtel Miss call alert service *888#
Check Airtel Unlimited Packs *121*1#
Airtel voice or roaming packs *222#
Airtel Postpaid Current Bill Plan Check SMS “BP” To 121
Airtel Postpaid Due/Pending Amount Check SMS “OT” To 121
Airtel Postpaid Bill Payment Check SMS “PMT” To 121
Airtel Postpaid Current Plan Usage Check SMS “UNB” To 121
Airtel data balance check for 2G users *121*9#

 

ব‍্যালেন্স চেক করুন Airtel থ্যাংকস অ্যাপের মাধ্যমে

এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড ব্যালেন্সের মেইন ব্যালেন্স, ডেইলি ডেটা, এসএমএস এবং আরও অনেক তথ্য Airtel Thanks-এর মাধ্যমে‌ও জানা যাবে।

  • সর্বপ্রথম আপনার ফোনে Airtel Thanks অ্যাপটিকে Google Play Store বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
  • অ্যাপটি খুলে নিজের এয়ারটেল নাম্বারটিকে রেজিস্টার করতে হবে।
  • এবার অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে যান (এটি একদম নীচে বাঁদিকে পাওয়া যাবে)
  • এইখানে আপনার সক্রিয় রিচার্জ, ডেটা ব‍্যবহার, এসএমএস ব্যালেন্স এবং আর‌ও তথ্য ডিটেইলে জানা যাবে।
  • এই অ্যাপে এয়ারটেল রিচার্জের ভ‍্যালিডিটি‌ও দেখা যাবে।

Airtel-এর ওয়েবসাইটের মাধ্যমে চেক করুন ব্যালান্স

  • সর্বপ্রথম লিংকে ক্লিক করে অথবা Google-এ এয়ারটেল সেল্ফকেয়ার সার্চ করে এয়ারটেল সেল্ফকেয়ারে (ওয়েবসাইট) যেতে হবে।
  • এইখানে অ্যাকাউন্ট বানানোর প্রয়োজন নেই। ইউজার নিজের ফোনের ওটিপি নাম্বারের সাহায্যে লগ-ইন করতে পারবে।
  • লগ-ইন করার পর একটি ড‍্যাশবোর্ড দেখা যাবে এবং এইখানে ইউজারের এয়ারটেল নাম্বারের ব্যালেন্স দেখা যাবে। ইউজার নিজের মেইন ব্যালেন্স, এসএমএস ব‍্যালেন্স, এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স এবং আরও তথ্য দেখতে পারবেন।

Airtel কাস্টমার কেয়ারের সাথে কথা বলে জেনে নিন ব্যালেন্স

ইউজার এয়ারটেলের টোল ফ্রি নাম্বারে ফোন করে এয়ারটেলের ডেইলি ডেটা ব্যালান্স, টকটাইম এবং আরও অনেক তথ্য জানতে পারবেন।

  • এর জন্য নিজের ফোন থেকে 121 এয়ারটেল কাস্টমার কেয়ারে সাপোর্টে কল করতে হবে।
  • ইউজার নিজের এয়ারটেল নেটওয়ার্ক সম্পর্কিত কোনো অভিযোগ জানানোর জন্য 198-এ কল করতে হবে।
  • DND সার্ভিস চালু করার জন্য 1909 ডায়াল করতে হবে।
  • এয়ারটেল রিচার্জের জন্য 123 ডায়াল করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here