Airtel Digital TV ইউজারদের খুশি করার জন্য দুটি নতুন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানদুটি Hindi Ultimate এবং Amazon Prime Lite plan ক্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে। প্ল্যানের নাম দেখেই বোঝা যাচ্ছে কোম্পানি আমাজন প্রাইমের সঙ্গে মেম্বারশিপ পার্টনারশিপ করেছে। কোম্পানির এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে 521 টাকা এবং 2288 টাকা রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা এই প্ল্যানের সঙ্গে 350টিরও বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানদুটি সম্পর্কে।
প্ল্যানের ডিটেইলস
দাম | প্যাকের নাম | ভ্যালিডিটি |
521 টাকা | Hindi Ultimate & Amazon Prime Lite 1M | 30 দিন |
2,288 টাকা | Hindi Ultimate & Amazon Prime Lite 6M | 180 দিন |
কোম্পানির নতুন 521 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। একইভাবে 2288 টাকা দামের প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্ল্যানের সঙ্গে কোম্পানি তাদের ইউজারদের হোম এন্টারটেইনমেন্টের বেস্ট এক্সপেরিয়েন্স দিতে চাইছে।
প্ল্যানের বেনিফিট
- কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই প্ল্যানের মাধ্যমে 2টি ডিভাইসে HD কোয়ালিটি প্রাইম কন্টেন্ট দেখা যাবে।
- এছাড়া প্ল্যানের সঙ্গে প্রাইম লাইট সাবস্ক্রিপশনের ফলে ইউজাররা 10 লক্ষেরও বেশি প্রোডাক্টের আনলিমিটেড সেম ডে ডেলিভারি বেনিফিট পাবেন।
- আমাজনের সমস্ত সেলে প্রাইম মেম্বাররা আর্লি অ্যাক্সেস এবং লাইটনিং ডিল ও 5% ক্যাশব্যাক পাবেন।
- ক্যাশবাঁকের জন্য ইউজারদের আমাজন পে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
নতুন প্ল্যান লঞ্চের পর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে মোবাইল এন্টারটেইনমেন্টের ক্রমবর্ধমান চাহিদা কোম্পানিকে তাদের টিভি অফার বাড়াতে উৎসাহিত করেছে। এর ফলে ইউজাররা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন। আমাজন প্রাইমের সঙ্গে কোম্পানির এই পার্টনারশিপ তাদের কন্টেন্ট লাইনআপকেও বাড়িয়ে তুলেছে।
অন্যদিকে প্রাইম ভিডিও ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী এয়ারটেল ডিজিটাল টিভির সঙ্গে পার্টনারশিপ প্রাইম ভিডিওর কন্টেন্টের ফুল সিলেকশন যথেষ্ট সহজ ও সুলভ করে তোলে। কোম্পানি আরও জানিয়েছে প্রাইম লাইটের অ্যাক্সেসের মাধ্যমে ইউজারদের শপিং ও শিপিঙের সুবিধা দেওয়া হবে। এর ফলে ইউজাররা লক্ষাধিক প্রোডাক্ট অর্ডারের দিনই বা তার পরের দিন ডেলিভারি পেয়ে যাবেন।