Airtel এর ঘোষণা, 17 এপ্রিল পর্যন্ত বাড়বে প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং 8 কোটি ইউজার বিনামূল্যে পাবেন 10 টাকার টকটাইম

করোনা ভাইরাসের প্রভাবে গোটা ভারত এখন লকডাউন। এই লকডাউন 21 দিনের জন্য জারি করা হয়েছে এবং এটি আগামী 14 এপ্রিল শেষ হবে। এই পরিস্থিতিতে সমস্ত টেলিকম অপারেটর কোম্পানিগুলি তাদের গ্ৰাহকদের সমস‍্যার কথা চিন্তা করে কোনো না কোনো নতুন প্ল‍্যান পেশ করছে অথবা উপস্থিত প্ল‍্যানেই কিছু পরিবর্তন করে অতিরিক্ত বেনিফিট দিচ্ছে। Reliance Jio, Airtel, Vodafone Idea থেকে শুরু করে দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL পর্যন্ত প্রত‍্যেকটি কোম্পানি এবিষয়ে কোনো না কোনো সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ারটেল ঘোষণা করেছে তারা তাদের 8 কোটি ইউজারদের 17 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে অতিরিক্ত প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং 10 টাকা করে টকটাইম দেবে।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে 14 এপ্রিল লঞ্চ হবে OnePlus 8 সিরিজ, জেনে নিন কীভাবে দেখবেন লাইভ ইভেন্ট

এয়ারটেল জানিয়েছে কোম্পানি তাদের গ্ৰাহকদের বর্তমান প্ল‍্যানের ভ‍্যালিডিটি কোনোরকম অতিরিক্ত খরচা ছাড়াই বাড়িয়ে দিতে চলেছে। সমস্ত প্রিপেইড ইউজারদের বর্তমান প্ল‍্যানের ভ‍্যালিডিটি বাড়িয়ে 17 এপ্রিল করে দেওয়া হয়েছে। যেইসব ইউজারদের উপস্থিত প্ল‍্যান আগামী কয়েক দিনের মধ্যে শেষ হতে চলেছে তারা কোম্পানির এই নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন। অর্থাৎ ইউজাররা প্রায় আড়াই সপ্তাহের অতিরিক্ত ডেটা পাবেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

কোম্পানির কথায় সবচেয়ে বেশি লাভবান হবেন সেইসব গ্ৰাহকরা যারা শুধুমাত্র ইনকামিং কল উপভোগ করার জন্য বা নিজের নাম্বার চালু রাখার জন্য ফোনে রিচার্জ করেন। কোম্পানির বক্তব্য থেকে জানা গেছে এয়ারটেল নেটওয়ার্কের সঙ্গে জড়িত 8 কোটি ভারতীয় এই স্কীমের ফলে লাভবান হবেন। 17 এপ্রিল পর্যন্ত ভ‍্যালিডিটি বেড়ে যাওয়ায় বর্তমান প্ল‍্যান শেষ হয়ে গেলেও ইউজারদের ইনকামিং কল পরিষেবা বন্ধ হবে না।

আরও পড়ুন: Jio ইউজারদের জন্য এল নতুন সারপ্রাইজ প‍্যাক, প্রতিদিন পাওয়া যাবে 2 জিবি ডেটা ফ্রি

কোম্পানি আরও জানিয়েছে তাদের 8 কোটি গ্ৰাহকদের নাম্বারে নি‍ঃশর্তে 10 টাকার টকটাইম ক্রেডিট করে দেওয়া হবে। ইউজারদের প্ল‍্যানের ভ‍্যালিডিটি শেষ হ‌ওয়ার পরেও তাদের ইনকামিং কল আসতে থাকায় একদিকে যেমন উপকৃত হবেন তেমনই আবার 10 টাকা টকটাইমের মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় কল করতে পারবেন। 

আর কোন কোম্পানি দিচ্ছে ফ্রি বেনিফিট?

BSNL এর প্রিপেইড সিম আগামী 20 এপ্রিল পর্যন্ত বন্ধ করা হবে না। এছাড়া প্রত‍্যেক ইউজারের ফোনে 10 টাকার টকটাইম ক্রেডিট করা হবে। যাতে কোনো সমস‍্যা ছাড়া প্রয়োজনের সময় কল করা যায়।

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M11, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে

কিছু দিন আগে ভোডাফোন তাদের 95 টাকা দামের প‍্যাকের ভ‍্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। কোম্পানির এই 95 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি বেড়ে এখন 56 দিন হয়ে গেছে। এর আগে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি ছিল 28 দিন অর্থাৎ প্ল‍্যানটির ভ‍্যালিডিটি দ্বিগুণ হয়ে গেছে।

এছাড়া রিলায়েন্স জিও তাদের কিছু গ্ৰাহকদের ফোনে ‘জিও ডেটা প‍্যাক’ এর অন্তর্গত প্রতিদিন 2 জিবি করে ডেটা দিচ্ছে। এছাড়াও কোম্পানির জিওফোন ইউজারদের বর্তমান প্ল‍্যানের ভ‍্যালিডিটি বাড়ানো হয়েছে এবং তাদের 100 মিনিট করে টকটাইম দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here