ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M11, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung এই মাসেই তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের প্রসার ঘটিয়ে Samsung Galaxy M21 নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এদিকে এই সিরিজের Samsung Galaxy M11 ফোনটি সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমালোচনা চলছিল। অবশেষে এই সবের সমাপ্তি ঘটানো হল। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ করা হল।

আরও পড়ুন: 48 MP ক‍্যামেরা, 4160 mAh ব‍্যাটারী এবং 5G সাপোর্টের সঙ্গে লঞ্চ হল Mi 10 Lite, জেনে নিন দাম

কোম্পানি চুপিসারে তাদের Samsung Galaxy M11 ফোনটি লঞ্চ করে দিয়েছে। আসলে কোম্পানি কোনোরকম প্রেস রিলিজ জারি না করেই UAE এর ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে দিয়েছে। এই ওয়েবসাইটে ফোনটির সমস্ত ডিটেইলস দেওয়া আছে। কোম্পানি তাদের Samsung Galaxy M11 ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও ভায়লেট কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

ডিজাইন

অফিসিয়াল লিস্টিং অনুযায়ী ফোনটির ব‍্যাক প‍্যানেল পলিকার্বনেট দিয়ে তৈরি করা হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে তিনটি রেয়ার ক‍্যামেরা সেন্সরের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের ওপরের বাঁদিকে একটি পাঞ্চ হোল দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটনের সঙ্গে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এক‌ইভাবে ফোনটির বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। Samsung Galaxy M11 এর নিচের প‍্যানেলে চার্জিং পোর্ট ও স্পীকার গ্ৰিল অবস্থিত।

আরও পড়ুন: লকডাউনের ফলে 70 শতাংশ বেড়ে গেল ইন্টারনেটের ব‍্যবহার, স্পীডের ক্ষেত্রে 30 শতাংশ পর্যন্ত হ্রাস

স্পেসিফিকেশন

Samsung Galaxy M11 এ 6.4 ইঞ্চির এইচডি+ রেজলিউশনযুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই ফোনে দেওয়া চিপসেট সম্পর্কে কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। তবে এটুকু জানা গেছে যে এই ফোনে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর জিপিইউ আছে। Samsung Galaxy M11 3 জিবি ও 4 জিবি র‍্যামযুক্ত 32 জিবি ও 64 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। 

লিক অনুযায়ী এই ফোনে স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট থাকার কথা। ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। 

আরও পড়ুন: বাজার কাঁপাবে Huawei, লঞ্চ করল 8 জিবি র‍্যাম ও 8টি ক‍্যামেরাওয়ালা P40 Pro+ এবং P40 Pro

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy M11 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত ওয়ান ইউআই 2.0 তে কাজ করে। এতে 3.5 এম‌এম অডিও জ‍্যাক, জিপিএস, ব্লুটুথ ও ফেস আনলক ফিচার আছে। ফোনটির সেল ও দাম সম্পর্কে এখন‌ও পর্যন্ত কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here