দুর্দান্ত ফিচারের সঙ্গে 14 এপ্রিল লঞ্চ হবে OnePlus 8 সিরিজ, জেনে নিন কীভাবে দেখবেন লাইভ ইভেন্ট

ফ্ল‍্যাগশিপ কিলার OnePlus অবশেষে তাদের বহু প্রতিক্ষিত OnePlus 8 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানি একটি প্রেস নোট জারি করে জানিয়ে দিয়েছে তারা আগামী 14 এপ্রিল, 2020 একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে তাদের লেটেস্ট OnePlus 8 সিরিজ পেশ করা হবে। এই সিরিজে কোন কোন ফোন লঞ্চ করা হবে সেবিষয়ে এখনও পর্যন্ত একাধিক তথ্য জানা গেছে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে এই সিরিজের ফোনগুলি ফাস্ট পারফরম‍্যান্সের সঙ্গে সঙ্গে 5জি কানেক্টিভিটিযুক্ত হবে। এছাড়াও এই ফোনগুলিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে থাকবে।

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M11, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে

কীভাবে দেখবেন লাইভ লঞ্চ ইভেন্ট?

গোটা বিশ্বে করোনা ভাইরাসের এই চরম সংকটজনক পরিস্থিতিতে কোম্পানি তাদের ফোন লঞ্চ করার জন্য অনলাইন ইভেন্টের আয়োজন করেছে। আগামী 14 এপ্রিল বাড়িতে বসেই এই গ্লোবাল লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রীমিঙের মাধ্যমে দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 8:30 এর সময় এই ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ‍্যানেলে এটি দেখা যাবে। এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এটি লাইভ দেখানো হবে। 

লঞ্চ ডেট ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওয়ানপ্লাসের ফাউন্ডার এবং সিইও পীট লাউ আরও জানিয়েছেন যে OnePlus 8 সিরিজের মধ্য দিয়ে কোম্পানি তাদের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর স্মার্টফোন সিরিজ আনতে চলেছে। তবে এখনও পর্যন্ত এই সিরিজে কোন কোন ফোন লঞ্চ করা হবে সেবিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি। পীটের বক্তব্য অনুযায়ী এই সিরিজের ফোনগুলিতে সুপার ফাস্ট 5জি ক‍্যাপাবিলিটি, বিশেষভাবে প্রস্তুত করা হাই রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ও ওয়ানপ্লাসের সিগনেচার শক্তিশালী পারফরম্যান্স দেওয়া হবে। তিনি আরও বলেন এই OnePlus 8 সিরিজ সমস্ত ইউজারদের ট্রুলি বার্ডেনলেস এক্সপেরিয়েন্স দেবে।

আরও পড়ুন: Xiaomi আনতে চলেছে 5টি রেয়ার ক‍্যামেরা ও 5260 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Mi Note 10 Lite, লিক হল স্পেসিফিকেশন

জানিয়ে রাখি এখনও পর্যন্ত আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি তাদের OnePlus 8 সিরিজে তিনটি ফোন পেশ করবে। এই সিরিজে OnePlus 8, OnePlus 8 Pro এবং OnePlus Z (OnePlus 8 Lite) পেশ করবে। প্রসঙ্গত কিছু দিন আগেই OnePlus 8 এবং OnePlus 8 Pro এর স্পেসিফিকেশন লিক হয়েছে।

OnePlus 8 এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী OnePlus 8 ফোনটিতে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ফ্লুইড এমোলেড ডিসপ্লে দেওয়া হবে এবং এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম হবে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় এই ফোনটি 5জি সাপোর্টেড হবে।

আরও পড়ুন: 48 MP ক‍্যামেরা, 4160 mAh ব‍্যাটারী এবং 5G সাপোর্টের সঙ্গে লঞ্চ হল Mi 10 Lite, জেনে নিন দাম

শোনা যাচ্ছে OnePlus 8 এর ফোটোগ্ৰাফি সেগমেন্ট শক্তিশালী করার জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। 

OnePlus 8 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানির আগামী OnePlus 8 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে যা 12 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে। এছাড়া প্রসেসিঙের জন্য এই ফোনে 5জি কানেক্টিভিটিযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে। লিক থেকে জানা গেছে এই ফোনটি 8 জিবি ও 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি UFS 3.0 স্টোরেজ দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30W Warp চার্জিং এবং 30W ফাস্ট ওয়ারলেস চার্জিংযুক্ত 4,510 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনের ফোটোগ্ৰাফি সেগমেন্টে 48 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের চারটি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে বলে জানা গেছে। এছাড়া OnePlus 8 Pro 3 ওয়াট রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে। টিপস্টারদের বক্তব্য অনুযায়ী এই ফোনটি Black, Blue এবং Green কালার ভেরিয়েন্টে আইপি68 রেটিঙের সঙ্গে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here