এয়ারটেলের নতুন ধামাকা : 199 টাকায় 42 জিবি 4জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ ফ্রি

কিছু দিন আগে ভারতীয় টেলিকম মার্কেট সম্পর্কে একটি রিপোর্টে বলা হয় আগামী দিনে টেলিকম কোম্পানি এয়ারটেল বিপুল সংখ্যক গ্ৰাহক হারাতে চলেছে যার ফলে তার প্রথম স্থান‌ও ছিটকে যাবে। ভোডাফোন আইডিয়ার যুগলবন্দির পর এটিই দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এবিষয়ে কারো কোনো সন্দেহ নেই, তবুও আজকের দিনে দাঁড়িয়ে এয়ারটেলের গ্ৰাহক সংখ্যা সবচেয়ে বেশি। এয়ারটেল রিপোর্টের ভবিষ‍্যৎবাণী মিথ্যা প্রমাণ করার জন্য কাজ শুরু করে দিয়েছে। কোম্পানি তাদের 199 টাকার প্ল‍্যানে আরও বেশি সুবিধার সঙ্গে আপডেট করেছে।

বিএস‌এন‌এল আপডেট করল পোস্টপেইড প্ল‍্যান, এখন পাওয়া যাবে ডবলের বেশি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল

এয়ারটেলে এই 199 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানটি গত বছর পেশ করা হয়েছিল, যা এখন আবার আপডেট করা হল। এতদিন এয়ারটেলের এই প্ল‍্যানে 28 দিন 1 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যেত। কিন্তু আপডেট হ‌ওয়ার পর এখন এতে প্রতিদিন 1.5 জিবি করে 28 দিন ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।

আগে যেখানে মোট 28 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যেত সেখানে এখন আপডেটের পর এয়ারটেল গ্ৰাহকরা সেই একই দামে মোট 42 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ এয়ারটেল গ্ৰাহকরা 14 জিবি ডেটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে। ইন্টারনেট ডেটার সঙ্গে এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধাও পাওয়া যাচ্ছে। এই ভয়েস কল লোকাল ও এসটিডির সঙ্গে রোমিঙেও ফ্রি থাকবে।

জিওফোন 3 এর তথ্য হল লিক, জেনে নিন কেমন হবে এই ফোন

এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। এই বিপুল পরিমাণ ইন্টারনেট ডেটা 4জির সঙ্গে সঙ্গে 3জি নেটওয়ার্কেও ব‍্যবহার করা যাবে। কোম্পানির পক্ষ থেকে দেওয়া আনলিমিটেড কল এফ‌ইউপি লিমিটের পাওয়া যাবে। এফ‌ইউপি লিমিটের দৌলতে একজন ইউজার এক দিনে সর্বাধিক 250 মিনিট কথা বলতে পারবেন এবং এক সপ্তাহে 1,000 মিনিটের বেশি কথা বলতে পারবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here