Airtel আপডেট করল তাদের পোস্টপেইড প্ল‍্যান, এখন পাওয়া যাবে আনলিমিটেড ডেটা ও ফ্রি ভয়েস কলের সুবিধা

Airtel ভারতে তাদের পুরোনো ও নতুন সাবস্ক্রাইবারদের আকর্ষণ করার জন্য দীর্ঘদিন ধরে তাদের পোস্টপেইড প্ল‍্যানে পরিবর্তন করে চলেছে। বর্তমানে কোম্পানি তাদের নতুন ও পুরোনো প্ল‍্যানের দৌলতে ক্রমাগত জিওকে টক্কর দেওয়ার চেষ্টা করে চলেছে। এবার কোম্পানি তাদের 1,599 টাকার পোস্টপেইড প্ল‍্যানে পরিবর্তন ঘটিয়েছে। এতে এখন আনলিমিটেড ডেটা ও ফ্রি ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যাবে।

লঞ্চ হল Vivo S1 Pro, এতে আছে 8 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে 48 মেগাপিক্সেল দুর্দান্ত ক‍্যামেরা

এই প্ল‍্যানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের 399 টাকার প্ল‍্যান বন্ধ করে 499 টাকার প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানগুলি কোম্পানি তাদের ওয়েবসাইটে লিস্টেড করেছে। এখন এই 499 টাকার প্ল‍্যানটিই কোম্পানির সবচেয়ে সস্তা প্ল‍্যান। এতে ইউজারদের ডেটা রোল ওভার অপশনসহ 5 জিবি 3জি/4জি ডেটা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড লোকাল/এসটিডি কলের সঙ্গে গ্ৰাহকরা প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাবেন।

কোম্পানির 1,599 টাকার প্ল‍্যানে অন‍্যান‍্য সুবিধার সঙ্গে আনলিমিটেড ডেটা ও আনলিমিটেড কল করার সুবিধাও দেওয়া হচ্ছে। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে।

স‍্যামসাং আনতে চলেছে কাগজের মতো মুড়ে যাওয়া ফোন, ঘড়ির মতো পড়া যাবে হাতে

এছাড়া 749 টাকার একটি প্ল‍্যান আছে। এই প্ল‍্যানে ইউজারদের তিনটি কানেকশন পাওয়া যায়। এতে দুটি রেগুলার ও একটি ডেটা অ্যাড অন কানেকশন পাওয়া যায়। এই প্ল‍্যানে ইউজারদের 125 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল দেওয়া হয় ।এছারাও এই প্ল‍্যানে প্রতিদিন 109টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়।

কোম্পানি 999 টাকার‌ও একটি প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানে চারটি রেগুলার ও একটি ডেটা অ্যাড অন কানেকশন ইউজারদের দেওয়া হয়। এতে ইউজাররা 150 জিবি ডেটা পান। এতেও আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 100টি করে এস‌এম‌এস দেওয়া হয়।

স‍্যামসাঙের উপহার : Galaxy A20, Galaxy A30 এবং Galaxy M20 তে পাওয়া যাচ্ছে বড় ডিসকাউন্ট, জেনে নিন জেনে নিন পুরো ডিটেইলস

কোম্পানির এই সমস্ত প্ল‍্যানে ইউজারদের এয়ারটেল থ‍্যাঙ্কস বেনিফিট দেওয়া হচ্ছে। এতে তিন মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এক বছরের আমাজন প্রাইম, ZEE5 ও Airtel TV এর সাবস্ক্রিপশন ফ্রিতে দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here