স‍্যামসাং আনতে চলেছে কাগজের মতো মুড়ে যাওয়া ফোন, ঘড়ির মতো পড়া যাবে হাতে

স‍্যামসাং গত মাসে ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিনের প্রতিক্ষার পর ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Fold পেশ করেছিল। স‍্যামসাঙের এই ফোল্ডেবল ফোন একটি ডায়েরির মতো ভাঁজ করা যায়। এই ফোনটি টেক মঞ্চে আসামাত্র অনেকগুলি রেকর্ড গড়ে ফেলে। Galaxy Fold এর ব‍্যাপারে টেক এক্সপার্টরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এই অসাধারণ ডিভাইসটি পেশ করার পর কোম্পানি থেমে থাকবে না। শোনা যাচ্ছে কোম্পানি এমনই একটি বিশেষ ফোনের ওপর কাজ করছে যা কোনো ডায়েরির মতো নয় বরং হাতে বাঁধা ঘড়ির মতো ভাঁজ করা যাবে।

স‍্যামসাঙের উপহার : Galaxy A20, Galaxy A30 এবং Galaxy M20 তে পাওয়া যাচ্ছে বড় ডিসকাউন্ট, জেনে নিন জেনে নিন পুরো ডিটেইলস

91মোবাইলস স‍্যামসাঙের এই বিশেষ ডিভাইস সম্পর্কে কিছু তথ্য যোগাড় করেছে। আমরা স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোনের পেটেন্ট ফাইল পেয়েছি, যার থেকে এর ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। এই পেটেন্ট ফাইল ইউনাইটেড স্টেট পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস অর্থাৎ USPTO এর ডেটাবেস থেকে পাওয়া গেছে। এই পেটেন্টে স‍্যামসাং কিছু ডিজাইন ফাইল যোগ করেছে। পেটেন্টের সঙ্গে কোম্পানির এই আগামী স্মার্টফোনের ফোটোও সামনে এসে গেছে।

জানা গেল পেটেন্ট
যে পেটেন্ট ফাইল পাওয়া গেছে সেখানে স‍্যামসাঙের রোলেবল ডিজাইন দেখানো হয়েছে। এই ডিভাইসটির ডিজাইন এমনভাবে বানানো হচ্ছে যাতে এটি মুড়লে কোনো ব‍্যান্ড বা ঘড়ির মতো গোলাকার হয়ে যাবে। পেটেন্ট ফাইলে ডিভাইসের একাধিক ফোটো আছে। ফোটো দেখে বোঝা যাচ্ছে এই ফোনে 20টির‌ও বেশি কবজার মতো যন্ত্রাংশ দেওয়া হবে। প্রসঙ্গত এই ধরনের টেকনোলজি ব‍্যবহার করেই যে কোনো ফোন ভাঁজ করা বা মোড়া যায়।

দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম

স‍্যামসাঙের এই আগামী ফোনটিও এই যন্ত্রাংশের সাহায‍্যেই রোল হবে। যেভাবে একটি কাগজ মুড়িয়ে গোল করা যায় ঠিক সেভাবেই এই স‍্যামসাং ডিভাইস‌ও রোল করা যাবে। এই ফোনটি যথেষ্ট ফ্লেক্সিবল হবে এবং এই বিশেষ টেকনোলজির দৌলতে এটি মুড়ে কোনো ঘড়ি বা ব‍্যান্ডের মতো হাতে পড়াও যাবে। ফোটো থেকে জানা গেছে স‍্যামসাঙের এই ডিভাইসের ডিসপ্লে বড় হবে, যা যে কোনো সাধারণ ঘড়ির তুলনায় অনেক বেশি চ‌ওড়া হবে।


ফোটো থেকে জানা গেছে ফোনটি ভাঁজ করলে এর ডিসপ্লের একটি অংশ অন্য অংশকে কভার করে নেবে, আবার ফোনটি সোজা করলে এটি একটি সিঙ্গেল বড় স্ক্রিনে পরিণত হবে। স‍্যামসাং ফোল্ডেবল ফোনে যেখানে দুটি ডিসপ্লে দেখা গিয়েছিল সেখানে এই আগামী রোলেবল ফোনে একটিই ডিসপ্লে দেখা যাবে। আপনাদের বলে রাখি USPTO তে এই পেটেন্ট 2017 সালের আগস্ট মাসে ফাইল করা হয় যা এখন আপডেট করা হচ্ছে। নতুন আপডেটে এই ডিভাইসের স্কেচ ফোটো পাওয়া গেছে।

Google Pixel 3a ও Google Pixel 3a XL লিস্টেড হল ফ্লিপকার্টে, 8 মে ভারতে হবে লঞ্চ

স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ড
স‍্যামসাঙের ফোল্ডেবল ফোনে 7.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। একে ভাঁজ করে একটি ছোট ট‍্যাবলেটে পরিণত করা যাবে যার বাইরের স্ক্রিনের সাইজ 4.6 ইঞ্চি হয়ে যায়। স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ড অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত স‍্যামসাঙের নতুন ওয়ান ইউআই ইন্টারফেসের সঙ্গে পেশ করা হয়েছে যা 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে কাজ করে।

এই ফোনে মোট 6টি ক‍্যামেরা সেন্সর আছে। এর ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে তিনটি করে ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। রেয়ার ক‍্যামেরা সেট‌আপের প্রাইমারি সেন্সরটি 16 মেগাপিক্সেলের যা একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং এটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত। দ্বিতীয় সেন্সরটি 12 মেগাপিক্সেলের যা ডুয়েল পিক্সেল অটোফোকাস, ওআইএস সাপোর্ট করে। কোম্পানি একে ভেরিয়েবল অ্যাপার্চারের সঙ্গে পেশ করেছে। এটি এফ/1.5 থেকে এফ/2.4 অ্যাপার্চার পর্যন্ত শুট করতে পারে। তৃতীয় সেন্সরটি টেলিফোটো লেন্স। এটি 2এক্স অপ্টিক‍্যাল জুম সাপোর্ট করে।

শাওমি ফোন অর্ডার করেছেন? ডেলিভারি ধরে নিন ভগবানের কৃপা!

ফোল্ডের ভেতরেও 10 মেগাপিক্সেলের একটি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এফ/2.2 অ্যাপার্চারযুক্ত। এছাড়া সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের। দ্বিতীয় সেন্সরটি ডেপ্থ সেন্সিঙের জন্য দেওয়া হয়েছে, এটি এফ/1.9 অ্যাপার্চারযুক্ত আরজিবি সেন্সর। এই ফোনে 12 জিবি র‍্যাম ও 512 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ডে দুটি আলাদা ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই দুটি ব‍্যাটারী ফোনের দুটি ডিসপ্লেকে পাওয়ার দেয়। দুটি ব‍্যাটারীর মোট ক‍্যাপাসিটি 4,380 এম‌এএইচ। গ‍্যালাক্সি ফোল্ডের দাম 1,980 ডলার (প্রায় 1,40,639;টাকা) রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here