লঞ্চ হল Vivo S1 Pro, এতে আছে 8 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে 48 মেগাপিক্সেল দুর্দান্ত ক‍্যামেরা

গত মাসে টেক কোম্পানি ভিভো চীনে তাদের “এস” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে তাদের নতুন স্মার্টফোন Vivo S1 লঞ্চ করে। এই ফোনটি পপ আপ সেলফি ক‍্যামেরা ও ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লঞ্চ হ‌ওয়া একটি মিড রেঞ্জ ফোন। কোম্পানি এবার এই সিরিজের আরও বিস্তার ঘটিয়ে একটি নতুন ডিভাইস Vivo S1 Pro লঞ্চ করেছে। ফোনটি আপাতত চীনে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

স‍্যামসাং আনতে চলেছে কাগজের মতো মুড়ে যাওয়া ফোন, ঘড়ির মতো পড়া যাবে হাতে

ডিজাইন
Vivo S1 Pro ডিজাইনের দিক থেকে অনেকটা ভারতে লঞ্চ করা Vivo V15 Pro এর মতোই। এই ফোনে ফুল ভিউ বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে কোনো নচ দেওয়া হয়নি। তবে Vivo S1 Pro তে ফোনের ওপর দিকে একটু ডানদিকে পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে।

ভিভোর এই নতুন ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ব‍্যাক প‍্যানেলের ডানদিক ঘেঁষে এই ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের ওপরে একটি ক‍্যামেরা সেন্সর ও নিচে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল স্ক‍্যানার দেওয়া হয়নি। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

স‍্যামসাঙের উপহার : Galaxy A20, Galaxy A30 এবং Galaxy M20 তে পাওয়া যাচ্ছে বড় ডিসকাউন্ট, জেনে নিন জেনে নিন পুরো ডিটেইলস

স্পেসিফিকেশন
কোম্পানি Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে স্ক্রিনের নিচের দিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসসহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। Vivo S1 Pro এর একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল মেমরি আছে। দ্বিতীয় ভেরিয়েন্টটিতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। দুটি ভেরিয়েন্টেই মেমরি কার্ড সাপোর্ট করে কি না তা সঠিকভাবে জানা যায়নি।

দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা সেলফির কম‍্যান্ড দেওয়ামাত্র ফোন বডির বাইরে বেরিয়ে আসে।

Vivo S1 Pro তে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে Vivo S1 Pro এর দুটি ভেরিয়েন্ট 2,698 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার এই দাম প্রায় 27,700 টাকার সমান। চীনে ফোনটি লাভ ব্লু ও কোরাল রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here