Akshay Kumar-এর ফিল্ম Samrat Prithviraj বড়ো পর্দার পরে এখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ (Akshay Kumar Samrat Prithviraj On OTT Release) হওয়ার জন্য প্রস্তুত। বলিউড অ্যাক্টার অক্ষয় কুমারের ফিল্ম পৃথ্বীরাজ সিনেমা হলে দর্শকদের মনোরঞ্জন করতে ব্যর্থ হওয়ার কারনে সময়ের আগেই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। ইয়াশ রাজ ফিল্মস অক্ষয় কুমারের এই ফিল্মটিকে ওটিটি (Samrat Prithviraj On OTT) প্ল্যাটফর্মে খুব শীঘ্রই রিলিজ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই ফিল্মটিকে আমাজন প্রাইম ভিডিওতে সময়ের আগেই স্ট্রিম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফিল্মটির ওটিটি রিলিজ ডেটেরও ঘোষণা করে দেওয়া হয়েছে।
Akshay Kumar Samrat Prithviraj On OTT
হ্যা, এটা সত্যি, এখন ‘সম্রাট পৃথ্বীরাজ’ ফিল্মটিকে ঘরে বসেই দেখা যাবে। এই ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ হতে চলেছে। আপনিও যদি এই ফিল্মটি সিনেমা হলে না দেখে থাকেন, তাহলে প্রাইম ভিডিওতে এই ফিল্মটি দেখতে পারবেন। ইন্সটাগ্রাম একাউন্টে একটি পোস্ট শেয়ার করার মাধ্যমে জানানো হয়েছে, যে এই ফিল্মটি আগামী মাসের 1 জুলাই আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ হতে চলেছে।
Akshay Kumar Samrat Prithviraj Box Office Collection
ফিল্মের কালেকশনের কথা বলা হলে, ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ ফিল্মটি বক্স আফিসে লাইফটাইম কালেকশন প্রায় 65 কোটি টাকা আয় করতে পেরেছে। কিন্তু 200 কোটি টাকা বাজেটে তৈরি অক্ষয় কুমারের এই ফিল্মটি বিনিয়োগের টাকা বড়ো পর্দায় সম্পূর্ণ আয় করতে পারেনি।
রিপোর্ট অনুযায়ী ফিল্মটির সমস্ত শো খালি যাচ্ছিলো, এই কারনেই এই ফিল্মের বহু শো ক্যান্সেল করে দেওয়া হয় অন্যান্য ফিল্ম গুলি সুযোগ করে দেওয়ার জন্য। এই সব কিছুর মাঝেই খবর শোনা গেছে, যে মেকাররা নিজের টাকা উসুলের জন্য অন্য পদ্ধতি, অর্থাৎ ফিল্মটিকে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার প্ল্যানিং করেছে। আপনাদের বলে দিই যে অক্ষয় কুমারের কাছে এই মুহুর্তে দর্শকদের মন জয় করার জন্য ব্যাক টু ব্যাক বহু ফিল্ম আছে। এখন এটি আকর্ষণীয় হবে, যে অক্ষয় কুমারের আগামী কোন মুভিটি তার ক্যারিয়ারকে আবারও এগিয়ে নিয়ে যেতে চলেছে।
Samrat Prithviraj Star Cast
এই ফিল্মে অক্ষয় কুমার সম্রাট পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করেছে, আবার মানুষি চিল্লারকেও দেখা গেছে এই ফিল্মে। এই দুইজন ছাড়াও এই ফিল্মে সনু সুদ, সঞ্জয় দত্ত এবং আশুতোষ রানাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।