আগামী 17 ডিসেম্বর ভারতে POCO M7 Pro এবং POCO C75 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে শপিং সাইটে এই ফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করা হয়েছে। এই ফোনগুলি লঞ্চ হতে আর বেশি দিন বাকি নেই, অথচ তার আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে একটি নতুন শাওমি স্মার্টফোন লিস্টেড হয়ে গেছে। ভারতের বাজারে এই ফোনটি POCO M7 5G নামে পেশ করা হতে পারে। নিচে এই লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
সম্ভাব্য POCO M7 5G ফোনের গীকবেঞ্চ লিস্টিং
- টেক ওয়েবসাইট মাই স্মার্ট প্রাইসের দেখানো গীকবেঞ্চ লিস্টিঙে শুধুমাত্র ফোনটির মডেল নাম্বার 24108PCE2I উল্লেখ করা হয়েছে। শেষের ‘I’ অক্ষরটি সাধারণত ভারতীয় মডেলের জন্য ব্যাবহার করা হয়।
- লিস্টিঙে ফোনটির মার্কেটিং নাম সম্পর্কে কিছু বলা হয়নি, তবে মনে করা হচ্ছে এটি POCO M7 5G স্মার্টফোন হতে পারে এবং ফোনটির দাম প্রো ভেরিয়েন্টের চেয়ে কম হতে পারে।
- এই আপকামিং ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্টে 919 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 2,171 স্কোর পেয়েছে।
- লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে এবং এতে 6GB RAM যোগ করা হতে পারে।
- এই ফোনের মাদারবোর্ড সেকশনে ‘প্যারট’ লেখা রয়েছে। এই অক্টাকোর প্রসেসরে 1.96GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 2.21GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর থাকবে। একইভাবে ফোনের সোর্স কোডে অ্যাড্রিনো 613 GPU উল্লেখ করা হয়েছে।
- উপরোক্ত ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর হতে পারে।
এই গীকবেঞ্চ লিস্টিং ছাড়া এখনও পর্যন্ত POCO M7 5G ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। বর্তমানে কোম্পানি শুধুমাত্র POCO M7 Pro ফোনটি সম্পর্কে জানিয়েছে, তাই সিরিজের ভ্যানিলা মডেলটি কিছু দিন পরে লঞ্চ করা হতে পারে এবং ফোনটি ভারতেও সেল করা হবে। আবার বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে POCO M7 ফোনটি আসলে Redmi 13R 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। তবে এই ফোনটি 2023 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। তাই এত পুরনো ফোনের রিব্র্যান্ড করার বদলে কোম্পানি আপগ্রেড করবে বলেই আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি আগামী 17 ডিসেম্বর আসন্ন POCO M7 Pro এবং POCO C75 5G ফোনে 6.67-ইঞ্চির FHD+ GOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OIS সহ 50MP Sony LYT-600 রেয়ার ক্যামেরা, 20MP ফ্রন্ট ক্যামেরা, ডলবি অ্যাটমস ও ভলিউম বুস্ট টেকনোলজি দেওয়া হবে বলে জানা গেছে।