4 অক্টোবর থেকে শুরু হতে চলেছে Amazon Great Indian Festival 2021 সেল, পাওয়া যাবে অসাধারণ ডিল আর অফার

অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon India নিজের অ্যানুয়াল ফেস্টিবেল সেল Amazon Great Indian Festival 2021 এর ঘোষণা করে দিয়েছে। আমাজনে এই সেল 4 অক্টোবর থেকে শুরু হবে। আমাজন ইন্ডিয়া‌র প্রাইস ইউজাররা এই সেলের আর্লি অ্যাক্সেসে পেয়ে যাবে। আমাজন জানিয়েছে যে তাদের প্ল‍্যাটফর্মে দীপাবলির আগে হতে চলা এই অ্যানুয়াল সেলে ভারতের 75,000 এর‌ও বেশি সংখ্যক দোকানদার‌ও অংশগ্রহণ করবে। আমাজন শুক্রবার একটি বয়ানে এটি জানিয়েছে। আমাজনের ওয়েবসাইটে Amazon Great Indian Festival 2021 সেলের জন্য মাইক্রোসাইট‌ও লঞ্চ করে দিয়েছে।

পাওয়া যাবে বহু অসাধারণ ডিল ও অফার

Amazon Great Indian Festival 2021 সেল চলাকালীন বায়ার্স বহু অসাধারণ ডিসকাউন্ট এবং ডিল পাবে। এর সাথেই আমাজনের অ্যানুয়াল সেল চলাকালীন HDFC Bank এর ক্রেডিট এবং ডেভিড কার্ড দিয়ে EMI পেমেন্ট করলে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ইউজাররা নো-কস্ট ইএম‌আই এর‌ও বেনিফিট নিতে পারবে। আমাজনের সেলের সময় কোম্পানির নিজের প্রোডাক্ট যেমন Echo, Fire TV এবং Kindle এর মতো প্রোডাক্ট গুলি অত‍্যাধিক ডিসকাউন্ট সহ কেনা যাবে। এর সাথেই আমাজন জানিয়েছে যে সেল চলাকালীন 1000 এর বেশি প্রোডাক্ট যেমন Samsung, OnePlus, Xiaomi, Sony, Boat, Lenovo, HP, Asus, Fossil এর মতো প্রোডাক্ট ডিসকাউন্ট সহ কেনা যাবে।

Amazon Great Indian Festival 2021 সেল চলাকালীন Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ইউজারদের 5 শতাংশ রিওয়ার্ড পয়েন্ট সহ 750 টাকার জয়েনিং বোনাস অফার করা হবে। বলে দিই যে ফ্লিপকার্টে অ্যানুয়াল ফেস্টিবেল সেল Flipkart Big Billion Days সেল 7 অক্টোবর থেকে শুরু হবে।

মোবাইল এবং ইলেকট্রনিক‌সে অত‍্যাধিক ডিসকাউন্ট

Amazon Great Indian Festival 2021 সেলের সময় বায়ার্স শুধুমাত্র 6,999 টাকা দামে স্মার্টফোন এবং 49 টাকায় অ্যাক্সেসারিজ কিনতে পারবেন। এর সাথেই সেল চলাকালীন 17,990 টাকা শুরুর দামে এসি এবং ল‍্যাপটপে 40,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার টিভি এবং ওয়াশিং মেশিন নো-কস্ট ইএম‌আই এ কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here