শুরু হয়ে গেছে Amazon Great Indian Festival Sale, স্মার্টফোনের দামে অসাধারণ অফার

ভারতের অন‍্যতম জনপ্রিয় শপিং সাইট Amazon তাদের অ্যানুয়াল ফেস্টিভ্যাল সেল Amazon Great Indian Festival Sale এর সূচনা করে দিয়েছে। আপাতত এই সেল শুধুমাত্র আমাজন প্রাইম গ্ৰাহকদের জন্য চালু করা হয়েছে যা আগামীকাল অর্থাৎ রবিবার 3 অক্টোবর থেকে সাধারণ ইউজারদের জন‍্য‌ও কার্যকর হয়ে যাবে। এই Amazon Great Indian Festival Sale চলাকালীন শপিং প্ল‍্যাটফর্মের সমস্ত ক‍্যাটাগরির প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট এবং অফার দেওয়া হচ্ছে। যদি আপনার কাছে আমাজনের প্রাইম মেম্বারশিপ থাকে তবে আপনি আজ থেকেই এই সেলের সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন। Amazon Great Indian Festival Sale চলাকালীন বিভিন্ন স্মার্টফোনের দামে প্রযোজ্য অতুলনীয় অফার সম্পর্কে আমরা এই পোস্টে আলোচনা করব।

Amazon Great Indian Festival Best Smartphone Deals

1. Apple iPhone 11

1. Apple iPhone 11

Deal Price

Apple iPhone 11 (64GB) – Black

₹ 38,999
₹ 49900 (100% off)

Buy on Amazon

যে কোনো সেলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে iPhone এর অফার সম্পর্কে জানার জন্য। Amazon Great Indian Festival Sale এ iPhone 11 এর দামে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই সেলে iPhone 11 ফোনটি মাত্র 40,000 টাকারও কম দামে কেনা যাবে। সেলের আগে ফোনটি 50,900 টাকা দামে লিস্টেড করা ছিল। অথচ সেলে ফোনটির দামে 10,000 টাকার‌ও বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। iPhone 11 অ্যাপেলের অন‍্যতম হিট একটি স্মার্টফোন। এতে A13 Bionic চিপসেট, Liquid Retina ডিসপ্লে এবং ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। সেলে যদি আরও কম দামে আইফোন কিনতে চান তবে মাত্র 32,999 টাকা দামে iPhone XR ফোনটিও একটি উল্লেখযোগ্য অপশন।

  • দাম: 50,900 টাকা
  • সেলে দাম: 38,999 টাকা

2. Samsung Galaxy S20 FE

Samsung হাইএন্ড ফিচারের সঙ্গে কম দামে Galaxy S20 Fan Edition ফোনটি লঞ্চ করেছিল। Amazon Great Indian Festival Sale এ এই ফোনটির দামে এখনও পর্যন্ত সবচেয়ে বড় অফার পাওয়া যাচ্ছে। স‍্যামসাঙের এই দুর্দান্ত স্মার্টফোনটি সেলে মাত্র 35,000 টাকারও কম দামে বিক্রি করা হচ্ছে। Galaxy S20 FE ফোনটির আসল দাম 50,999 টাকা লেখা হলেও সেল উপলক্ষে ফোনটি ব‍্যাঙ্ক অফারের সঙ্গে 33,999 টাকা দামে কেনা যাবে। স‍্যামসাঙের এই অসাধারণ ফোনে Qualcomm Snapdragon 865 ও 120Hz রিফ্রেশরেটযুক্ত Super AMOLED ডিসপ্লের মতো দুর্দান্ত ফিচার আছে। এছাড়াও এতে 12MP এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। তাই এই সেলে স‍্যামসাঙের এই ফোনটি অন‍্যতম একটি ডিল বলা যেতেই পারে।

  • দাম: 50,999 টাকা
  • সেলে দাম: 33,999 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

3. OnePlus 9 Pro और OnePlus 9 5G

Deal Price

OnePlus 9 series বর্তমানে কোম্পানির লেটেস্ট প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ ডিভাইস। আপনি যদি কম দামে এই ফোনটি কিনতে চান তবে Amazon এ ওয়ানপ্লাসের এই ফোনে অসাধারণ ডিল পাওয়া যাচ্ছে। ভারতে OnePlus 9 5G ফোনটি 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, কিন্তু Great Indian Festival সেলে এই ফোনটি 39,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 888 চিপসেট, 48MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.55-ইঞ্চির ফ্লুইড AMOLED ডিসপ্লে রয়েছে। সেলে 64,999 টাকা দামের OnePlus 9 Pro ফোনটি 57,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

    দাম: 49,999 টাকা
    সেলে দাম: 39,999 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

4. Redmi Note 10 Pro

আমাজন ফেস্টিভ্যাল সেল উপলক্ষে Xiaomi স্মার্টফোনেও অফার পাওয়া যাচ্ছে। সেল চলাকালীন Redmi Note 10 Pro এর দামে অসাধারণ ডিসকাউন্ট দেওয়া হবে। আমাজনের সেলে জনপ্রিয় 14,999 টাকা দামের Redmi Note 10 Pro ফোনটি 10 শতাংশ ইনস্ট‍্যান্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছে। Redmi Note 10 Pro ফোনটিতে প্রিমিয়াম ডিজাইন ও বড় ব‍্যাটারির সঙ্গে 120Hz রিফ্রেশরেটযুক্ত Super AMOLED ডিসপ্লে ও 64MP কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

    দাম: 17,999 টাকা
    সেলে দাম: 14,999 (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

5. Samsung Galaxy Note 20 Ultra

Samsung Note সিরিজের স্মার্টফোন‌ও Amazon Great Indian Festival সেলে অসাধারণ ডিসকাউন্টের বিনিময়ে বেচা হচ্ছে। Galaxy Note 20 Ultra ফোনটির দাম লক্ষাধিক টাকার‌ও বেশি। এত দামের ফ্ল‍্যাগশিপ ফোনটি সেলে মাত্র 69,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এই ফোনে Exynos 990 চিপসেট আছে। Galaxy Note 20 Ultra ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং S Pen আছে। এছাড়াও WQHD+ ডায়নামিক Amoled ডিসপ্লে এই ফোনের অন‍্যতম ফিচার।

  • দাম: 1,16,000 টাকা
  • সেলে দাম: 68,499 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

6. OnePlus Nord 2

ফ্ল‍্যাগশিপ কিলার OnePlus কয়েক মাস আগে Nord 2 লঞ্চ করেছিল। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে আমাজন সেলে আকর্ষণীয় ডিসকাউন্টের সঙ্গে বিক্রি করা হচ্ছে। সেলের আগে ফোনটির দাম লেখা ছিল 29,999 টাকা। সেল চলাকালীন ফোনটি 28,499 টাকার বিনিময়ে কেনা যাবে। ফোনটির 12GB RAM ভেরিয়েন্টে 1,000 টাকা অ্যাডিশনাল কুপন ডিসকাউন্ট‌ও পাওয়া যাচ্ছে। OnePlus Nord 2 ফোনটি MediaTek Dimensity 1200-AI চিপসেটে রান করে এবং এতে 50MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের পাশাপাশি 65W ফাস্ট চার্জিং টেকনোলজি আছে।

  • দাম: 29,999 টাকা
  • সেলে দাম: 28,499 টাকা (ব‍্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে)

7. iQOO 7

Great Indian Festival চলাকালীন iQOO 7 ফোনটি বেস্ট অফারে কেনা যাবে। iQOO এর এই 5G ফোনটি 66W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এটি 28,000 টাকা প্রাথমিক দামে লিস্টেড করা হয়। এতে Snapdragon 870G 5G চিপসেট, 44MP OIS ক‍্যামেরা, 66W ফাস্ট চার্জিং টেকনোলজি এবং এক্সপ‍্যান্ডেবল RAM এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে। সাধারণত iQOO 7 ফোনটি 31,990 দামে সেল করা হয়, কিন্তু সেল উপলক্ষে এই ফোনটি 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে সেল করা হচ্ছে। এছাড়া ব‍্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে ফোনটির দাম পড়বে মাত্র 26,990 টাকা।

  • দাম: 31,990 টাকা
  • সেলে দাম: 26,990 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

8. Samsung Galaxy M32 5G

যদি আপনিও অ্যাফোর্ডেবল 5G স্মার্টফোন পছন্দ করেন তবে Samsung Galaxy M32 5G নিঃসন্দেহে একটি অসাধারণ অপশন। স‍্যামসাঙের এই 5G ফোনটি 20,999 টাকা প্রাথমিক দামে সেল করা হয়, কিন্তু Great Indian Festival সেলে এই ফোনটি 15,499 টাকা দামে কেনা যাবে। জানিয়ে রাখি এই ফোনটি MediaTek Dimensity 720 চিপসেটে রান করে। এছাড়াও এতে 48MP কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং 5,000mAh ব‍্যাটারি আছে।

  • দাম: 20,999 টাকা
  • সেলে দাম: 15,499 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

9. Xiaomi 11 Lite NE 5G

শাওমি কিছু দিন আগেই Xiaomi 11 Lite NE 5G ফোনটি লঞ্চ করেছে। অথচ Amazon Great Indian Festival সেলে এই লেটেস্ট ফোনটি মাত্র 23,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি কোম্পানি সুপার স্লিম ডিজাইনের সঙ্গে পেশ করেছে এবং এর ওজন মাত্র 158 গ্ৰাম। এতে 90Hz রিফ্রেশরেট সাপোর্টেড 10-বিট AMOLED ডিসপ্লে, 64MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং Snapdragon 778G 5G চিপসেট আছে।

  • দাম: 28,999 টাকা
  • সেলে দাম: 23,499 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

10. Mi 11X

Amazon Great Indian Festival সেলে শাওমির আরেকটি জনপ্রিয় স্মার্টফোন Mi 11X ফোনটি অসাধারণ অফারে বেচা হচ্ছে। Mi 11X ফোনটি সেলে মাত্র 20,999 টাকা দামে বেচা হচ্ছে। জানিয়ে রাখি আমাজনে এই ফোনটি 26,999 টাকা দামে লিস্টেড করা আছে। Mi 11X 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে Snapdragon 870G চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়াও এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং বড় ব‍্যাটারি আছে।

  • দাম: 26,999 টাকা
  • সেলে দাম: 20,999 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

11. Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G ফোনটিও Amazon Great Indian Festival সেলে আকর্ষণীয় অফারের সঙ্গে বেচা হচ্ছে। স‍্যামসাঙের এই নতুন ফোনটি 25,999 টাকার বিনিময়ে কেনা যাবে। সেলে ফোনটির দামে 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। স‍্যামসাঙের এই ফোনে FHD+ Super AMOLED ডিসপ্লে, Snapdragon 778G চিপসেট এবং 5,000mAh ব‍্যাটারি আছে।

  • আসল দাম: 26,999 টাকা
  • সেলে দাম: 25,999 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

12. Tecno Spark 7T

আপনি যদি কম বাজেটে সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন চাইছেন তবে আমাজন সেলে আপনি মাত্র 7,650 টাকার বিনিময়ে পেয়ে যাবেন Tecno Spark 7T স্মার্টফোন। টেকনোর এই লো বাজেট স্মার্টফোনের দামে 1,500 টাকা ব‍্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটি 8,499 টাকা দামে লিস্টেড করা আছে। ফোনটির আসল দাম 10,999 টাকা। Tecno Spark 7T ফোনটিতে MediaTek Helio G35 গেমিং চিপসেট, 6.52-ইঞ্চির IPS ডিসপ্লে এবং 6,000mAh ব‍্যাটারি আছে।

  • দাম: 8,499 টাকা
  • সেলে দাম: 7,650 টাকা (ব‍্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট দিয়ে)

এইসব অফার ছাড়াও আপনার যদি আমাজন প্রাইম মেম্বারশিপ নেওয়া থাকে তবে আপনি আরও বেনিফিট পেতে পারেন। প্রাইম মেম্বারদের দীর্ঘ নো কস্ট EMI অপশন, ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের মতো বেনিফিট দেওয়া হবে। এছাড়াও যদি কেউ তাঁর স্মার্টফোন আপগ্ৰেডের কথা ভেবে থাকেন তবে তাদের জন্য Amazon Great Indian Festival সেলে আছে অসাধারণ আকর্ষণীয় অফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here