দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অধীর আগ্রহে Amazon Great Indian Festival Sale 2024 সেলের জন্য অপেক্ষা করছিলেন। এবার অপেক্ষার অবসান ঘটেছে। আজ অর্থাৎ 27 েপ্টেম্বর, 2024 থেকে সেল শুরু হয়েছে। তবে প্রাইস মেম্বারদের জন্য গতকাল থেকেই সেল লাইভ রয়েছে। এই সেলে স্মার্টফোন, ট্যাবলেট, হেডফোন, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্স প্রভৃতি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টে অসাধারণ ডিল পাওয়া যাবে। এছাড়াও SBI Credit এবং Debit Cards এর মাধ্যমে পেমেন্ট করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। যারা একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সেলের কিছু বেস্ট ডিল সম্পর্কে আলোচনা করা হল।
Apple iPhone 13
Apple iPhone 13 ফোনে 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 12MP ওয়াইড অ্যাঙ্গেল এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে স্মার্ট HDR 4, নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার রয়েছে। একইভাবে হাই কোয়ালিটি সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার সহ 12MP ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। A15 Bionic প্রসেসর সহ এই ফোনটি স্মুথ মাল্টি টাস্কিং এবং হেভি প্রসেসিং করতে সক্ষম।
- সেলিং প্রাইস: 49,990 টাকা
- ডিল প্রাইস: 37,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Samsung Galaxy S23 Ultra 5G
সেলে Samsung Galaxy S23 Ultra 5G ফোনটি অত্যন্ত কম দামে সেল করা হচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.8-ইঞ্চির QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 200MP হাই রেজোলিউশন নাইটোগ্রাফি প্রো গ্রেড রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 12MP AI-বুস্টেড নাইট সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনের সঙ্গে বিল্ট ইন এস পেন রয়েছে, যার সাহায্যে স্কেচ বা কোনো নোট নেওয়া যায়।
- সেলিং প্রাইস: 74,999 টাকা
- ডিল প্রাইস: 69,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
OnePlus Nord CE4 Lite 5G
মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE4 Lite 5G ফোনের দামে এই সেলে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফটোগ্রাফির জন্য 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 3.5mm অডিও জ্যাক এবং মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর রয়েছে।
- সেলিং প্রাইস: 20,999 টাকা
- ডিল প্রাইস: 16,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
OnePlus 12R 5G
কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ OnePlus 12R 5G ফোনটি এই সেলে অত্যন্ত কম দামে কেনা যাবে। এই ফোনে LPDDR5X RAM এবং অ্যাডভান্সড ডুয়েল কুলিং সিস্টেম রয়েছে। এতে ডলবি ভিশন ও 4,500 নিট ব্রাইটনেস সহ 1.5K LTPO Pro XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony IMX890 ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 42,999 টাকা
- ডিল প্রাইস: 34,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
iQOO Z9x 5G
iQOO Z9x 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর রয়েছে। এতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 6.72-ইঞ্চির ডিসপ্লে, 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, 2,408 x 1,080 পিক্সেল রেজোলিউশন, 1,000 নিট ব্রাইটনেস রয়েছে। এতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। iQOO Z9x 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
- সেলিং প্রাইস: 17,999 টাকা
- ডিল প্রাইস: 10,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
realme NARZO 70x 5G
Realme NARZO 70x 5G ফোনে 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট দেওয়া হয়েছে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর রয়েছে। এই ফোনটি TÜV SÜD সার্টিফাইড। এই ফোনের 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দারুণ ছবি ক্লিক করতে সক্ষম। ফোনের ডুয়েল স্টেরিও স্পিকার দারুণ সাউন্ড কোয়ালিটি দিতে পারে। এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
- সেলিং প্রাইস: 17,999 টাকা
- ডিল প্রাইস: 11,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Samsung Galaxy M35 5G
Samsung Galaxy M35 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস+ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP OIS সেন্সর রয়েছে এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করেছে। এই ফোনে স্যামসাঙ ওয়ালেট এবং স্যামসাঙ নক্স সিকিউরিটি ফিচার রয়েছে। এই ফোনে 4 বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
- সেলিং প্রাইস: 17,999 টাকা
- ডিল প্রাইস: 11,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Redmi 13C 5G
Redmi 13C 5G ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ 5G প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের, এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 0.612μm পিক্সেল সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে।
- সেলিং প্রাইস: 13,999 টাকা
- ডিল প্রাইস: 8,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Redmi Note 13 Pro
Redmi Note 13 Pro ফোনে 6.67-ইঞ্চির এমোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে। এতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে OIS ও EIS ফিচার সহ 200MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 67W টার্বো চার্জ সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে।
- সেলিং প্রাইস: 28,999 টাকা
- ডিল প্রাইস: 24,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Samsung Galaxy S21 FE 5G
Samsung Galaxy S21 FE 5G ফোনটিও এই সেলে আকর্ষণীয় দামে কেনা যাবে। এতে 120Hz রিফ্রেশরেট সহ 6.4-ইঞ্চির FHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে এআই সিঙ্গেল টেক, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং 30X স্পেস জুম সহ প্রো-গ্রেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনে ডুয়েল পিক্সেল AF সহ 12MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার সহ 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে স্যামসাঙ ডিএক্স কানেক্টিভিটি, স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস ফিচার রয়েছে।
- সেলিং প্রাইস: 74,999 টাকা
- ডিল প্রাইস: 25,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)