Amazon Great Indian Festival Finale Days সেল: 5 হাজার টাকার কম দামে কিনুন এই বেস্ট গ‍্যাজেট

ভারতের অন‍্যতম শপিং সাইট Amazon এ বর্তমানে Amazon Great Indian Festival Finale Days Sale চলছে। এই সেল চলবে আগামী 2 নভেম্বর পর্যন্ত। এই সেল চলাকালীন আমাজনের সমস্ত ক‍্যাটাগরির প্রোডাক্টে অসাধারণ ডিল ও ব‍্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই লিস্টে বাদ নেই বিভিন্ন ইলেকট্রনিক গ‍্যাজেট‌ও। তাই আপনাদের কথা মাথায় রেখে আজ আমরা নিয়ে এসেছি Amazon Great Indian Festival Finale Days সেলের ইলেকট্রনিক গ‍্যাজেটের বেস্ট ডিলের তথ্য।

Best Gadget Deals Under Rs 5000

Redmi 2c

যদি বাজেটের মধ্যে ওয়ারলেস ইয়ারবাডস আপনার পছন্দের লিস্টে থেকে থাকে তাহলে Amazon Great Indian Festival Finale Days সেলে Redmi 2C এর দামে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। সেলে Redmi 2C ইয়ারবাডস মাত্র 849 টাকা দামে কেনা যাচ্ছে। একবার ফুল চার্জ করলে শাওমির এই ইয়ারবাডস 12 ঘন্টা ব‍্যাক‌আপ দিতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে এটি IPX4 রেটিং করা হয়েছে যার ফলে এটি ব‍্যবহার করে রানিং বা অন্য কোনো এক্সারসাইজ করলেও ঘামের থেকে হ‌ওয়া ক্ষতি নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

  • দাম : 2,990 টাকা
  • অফারে দাম : 849 টাকা

JBL C115 TWS

আমাজন সেলে প্রিমিয়াম সাউন্ড সম্পন্ন JBL C115 TWS এও ভালো ডিল চলছে। JBL এর এই ইয়ারবাডস 8,999 টাকা দামে লিস্টেড, কিন্তু সেলে এটি 3,499 টাকা দামে বেচা হচ্ছে। এতে 5.8mm ড্রাইভার আছে। একবারের চার্জে এই ইয়ারবাডস 15 ঘন্টা ব‍্যাক‌আপ দিতে সক্ষম। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.0 দেওয়া হয়েছে।

  • দাম : 8,999 টাকা
  • অফারে দাম : 3,499 টাকা

Blaupunkt SBW100 साइंडबार

আমাজন সেলের আরেকটি উল্লেখযোগ্য ডিল পাওয়া যাচ্ছে Blaupunkt এর Blaupunkt SBW100 এর দামে। সেলে সুন্দর সাউন্ড কোয়ালিটির এই সাউন্ডবার মাত্র  4,999 টাকার বিনিময়ে কেনা যাবে। Blaupunkt SBW100 সাউন্ডবারের আউটপুট 120W এবং এতে ওয়‍্যার্ড বুফার দেওয়া হয়েছে। অডিও ও অন‍্যান‍্য কন্ট্রোলের জন্য এতে রিমোট ব‍্যবহার করা যায়।

  • দাম – 12,999 টাকা
  • অফারে দাম – 4,999 টাকা

Itel XE SB505

আমাজন সেলে আইটেলের লেটেস্ট সাউন্ডবার Itel XE SB505 এর দামে সুন্দর অফার চলছে। সেলে Itel XE SB505 সাউন্ডবারটি 3,699 টাকা দামে বেচা হচ্ছে। এই সাউন্ডবারে 4.1 চ‍্যানেল, এফ‌এম রেডিওর মতো সুন্দর ফিচার আছে এবং এর আউটপুট 35W। এর সঙ্গে বুফার‌ও দেওয়া হয় এবং এতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধাও আছে।

  • দাম – 7,999 টাকা
  • অফারে দাম – 3,699 টাকা

Echo Dot 3rd + Wipro 9W LED Bulb

যদি স্মার্ট স্পীকার কেনার কথা কখনও ভেবে থাকেন তবে আমাজন সেলে আমাজনের‌ই Echo Dot 3rd জেনারেশন কেনার সুবর্ণ সুযোগ। সবচেয়ে বড় কথা এই স্মার্ট স্পীকার কম্বো অফারের সঙ্গে বেচা হচ্ছে। সেলে Echo Dot 3rd জেনারেশন স্মার্ট স্পীকার 9W উইপ্রো স্মার্ট বাল্ব কম্বো অফারে মাত্র 2,199 টাকার বিনিময়ে কেনা যাবে।

  • দাম – 6,598 টাকা
  • অফারে দাম – 2,199 টাকা

Honor Band 6

আমাজন সেলে ফিটনেস ব‍্যান্ড কিনতে চাইলে Honor Band 6 বেস্ট অপশন। অনারের লেটেস্ট ফিটনেস ব‍্যান্ড Honor Band 6 আমাজন গ্ৰেট ইন্ডিয়ান ফেস্টিভ‍্যাল ফিনালে ডেজ সেলে মাত্র 2,499 টাকা দামে বেচা হচ্ছে। ভারতে এই ফিটনেস ব‍্যান্ডটি অত‍্যন্ত আকর্ষণীয় লুকের সঙ্গে সেল করা হয়।

  • দাম – 5999 টাকা
  • অফারে দাম – 2499 টাকা

Noise ColorFit Pluse

Amazon India এর সেলে মাত্র 1,999 টাকার বিনিময়ে Noise ColorFit Pluse কেনা যাচ্ছে। Noise ColorFit Pulse এর অন‍্যতম ফিচার হলো Spo2 এবং হার্টরেট সেন্সর। এই স্মার্ট ওয়াচে 1.4 ইঞ্চির Full Touch HD ডিসপ্লে আছে। একবার ফুল চার্জ করলে এই ওয়াচ প্রায় দশ দিন ব‍্যাক‌আপ দিতে পারে।

  • দাম – 4999 টাকা
  • অফারে দাম – 1999 টাকা

TP-Link Archer C64 Wi-Fi Router

আমাজন সেলে TP-Link Archer C64 Wi-Fi Router কম দামে পাওয়া যাচ্ছে। ফেস্টিভ‍্যাল সেলে ডুয়েল ব‍্যান্ড TP-Link Archer C64 Wi-Fi Router মাত্র 1,999 টাকা দামে কেনা যাচ্ছে। টিপি-লিঙ্কের এই রাউটারের স্পীড 1200MBPS পর্যন্ত পৌঁছাতে পারে এবং এতে 4×LAN পোর্ট আছে।

  • দাম – 4,799 টাকা
  • অফারে দাম – 1,999 টাকা

Mi 360° Home Security Camera 2K Pro

Xiaomi এর সিকিউরিটি ক‍্যামেরা Mi 360° Home Security Camera 2K Pro আমাজন সেল থেকে মাত্র 4,399 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। Mi 360° Home Security Camera 2K Pro সিকিউরিটি ক‍্যামেরাটি 2K সুপার কোয়ালিটি ইমেজ ক‍্যাপচার করতে পারে। এতে হিউম্যান ডিটেক্ট টেকনোলজি আছে।

  • দাম – 5,999 টাকা
  • অফারে দাম – 4,399 টাকা

Mi Power Bank 3i 20000mAh

আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন সামান্য একটি গ‍্যাজেট থেকে বেড়ে আমাদের জীবনের অন‍্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিসে পরিণত হয়েছে। তাই বাড়ির বাইরে বেরিয়ে স্মার্টফোন চার্জ করার জন্য একটি ভালো পাওয়ার ব‍্যাঙ্ক আমাদের প্রত‍্যেকের‌ই দরকার। আমাজন সেলে শাওমির 20000mAh ব‍্যাটারিওয়ালা পাওয়ার ব‍্যাঙ্ক মাত্র 1499 টাকা দামে সেল করা হচ্ছে।

  • দাম : 2,100 টাকা
  • অফারে দাম : 1,499 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here