Disney+ Hotstar কে অসুবিধায় ফেলে আগামী 1 জানুয়ারি 2022 থেকে শুরু হতে চলেছে Amazon Prime এর এই সার্ভিস

Amazon Prime Video এর পক্ষ থেকে বিগত দিনেই প্ল‍্যান গুলির দাম বাড়ানো হয়েছিল। আবার এখন জানতে পারা গেছে যে এই পপুলার এন্টারটেইনমেন্ট প্ল‍্যাটফর্ম‌টি নতুন বছরের শুরু থেকে লাইভ ক্রিকেট স্ট্রিমিং সেগ-মেন্টেও প্রবেশ করতে চলেছে। আসলে আমাজন প্রাইম নিজের ইউজারদের উপহার দিয়ে 1 জানুয়ারি 2022 থেকে লাইভ ক্রিকেট ম‍্যাচ দেখার সুযোগ দিচ্ছে। নতুন বছরে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মাঝে টেস্ট সিরিজের আয়োজন করা হয়েছে এবং নিউজিল্যান্ডে আয়োজিত হতে চলা অন্তরাষ্ট্রিয় পুরুষ এবং মহিলা ক্রিকেট ম‍্যাচ ― ওয়ান ডে, টি 20 এবং টেস্ট ম‍্যাচ প্রাইম ভিডিওতে ইউজাররা খুব সহজেই লাইভ দেখতে পারবে।

আরও পড়ুন: Facebook অ্যাপে প্রতিনিয়ত চলছে Banned Content, ডিলিট করতে দেরি হ‌ওয়ায় সরকার ফাইন করল 17 মিলিয়ন!

কানাঘুষো শোনা যাচ্ছে যে প্রাইম মেম্বাররা আগামী বছরে অর্থাৎ 2022 এর ফেব্রুয়ারিতে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেট টিমের মাঝে হতে চলা সিরিজটিকেও লাইভ দেখতে পারবে। এছাড়া ভারত এবং নিউজিল্যান্ডের পুরুষ টিমের ম‍্যাচটিকে 2022 এর নভেম্বরে‌র জন্য নির্ধারিত করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মাঝে হতে চলা টেস্ট সিরিজটিকে সর্বপ্রথম প্রাইম ভিডিওতে‌ই স্ট্রিম করা যাবে।

এই সিরিজের প্রথম ম‍্যাচ 1-5 জানুয়ারিতে হবে। এছাড়া ক্রিকেট প্রেমিরা ম‍্যাচের আডে বহু ক্রিকেট প্রোগ্রাম এবং হাইলাইট দেখতে পারবে এবং ম‍্যাচ শেষ হ‌ওয়ার পরেই ম‍্যাচের প্রধান হাইলাইট‌ও দেখতে পারবে।

আরও পড়ুন: BSNL এর এই প্ল‍্যানগুলিতে পাওয়া যাবে প্রচুর পরিমাণ ডেটার পাশাপাশি দারুণ স্পীড, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

Amazon Prime Membership New Price

ই-কমার্স ব্র‍্যান্ড মান্থলি মেম্বারশিপের দাম 129 টাকা থেকে বাড়িয়ে 179 টাকা, কোয়াটার্লি প্রাইম মেম্বারশিপকে 329 টাকা থেকে বাড়িয়ে 459 টাকা এবং বার্ষিক সদস‍্যতাটির দাম 999 টাকা থেকে বাড়িয়ে 1,499 টাকা করে দেওয়া হয়েছে। এই হিসাব অনুযায়ী কোম্পানি নিজের প্রাইম মেম্বারশিপে 500 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে।

এছাড়া 18-24 বছরের গ্রাহকদের জন্য প্ল‍্যান গুলিকে সংশোধন করা হয়েছে। ইউথরা মেম্বারশিপ গুলি কম দামেই পাবে। Prime Young Adult Monthly তে 179 টাকার মান্থলি প্ল‍্যানে Rs. 89 (Rs. 90 cashback) কম দিতে হবে। আবার Prime Young Adult এর Quarterly প্ল‍্যানে 459 টাকায় Rs. 229 (Rs. 230 cashback) কম দিতে হবে। এর সাথেই Prime Young Adult এর Yearly 1,499 টাকায় Rs. 499 (Rs. 500 cashback) কম দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here