দেখে নিন OTT-এর বাদশা Amit Sadh এর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা

Amit Sadh বিনোদন জগতের এমন এক নাম যিনি খুব অল্প সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আলাদা পরিচিতি তৈরি করেছেন। যদিও তিনি এখনো সলমন খান বা অক্ষয় কুমারের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, তবে বর্তমানে Amit Sadh OTT প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয়তা অভিনেতা। OTT -তে তার অভিনীত সিনেমা এবং সিরিজ গুলো দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে। তিনি তার প্রতিটি সিরিজে অভিনয়ের মাধ্যমে ভক্তদের হৃদয়ে এমন ছাপ রেখে যান যে তার ভক্তরা এখন তাকে ডিজিটাল প্ল্যাটফর্মের বাদশা হিসাবে গণ্য করেছে। আপনিও যদি Amit Sadh এর একজন বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে আমরা তার কিছু সিনেমা এবং সিরিজ এর তালিকা নিয়ে এসেছি। এই সিরিজ এবং সিনেমা গুলো OTT তে দেখা যাবে।

Amit Sadh অভিনীত সেরা সিনেমা এবং ওয়েব সিরিজ

  • Jeet Ki Zid
  • Yaara
  • Operation Parindey
  • Breathe: Into the Shadows
  • Super 30
  • Avrodh: The Siege Within
  • Sultan
  • Kai Po Che

Jeet ki Zid

Jeet ki Zid সিনেমায় Amit Sadh একজন সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। আসলে Zee5-এর এই ওয়েব সিরিজটি মেজর দীপ সিং সেঙ্গারের জীবন থেকে অনুপ্রাণিত। কার্গিলে তার বীরত্বের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। এই সিরিজে দেখানো সেনা ও সৈনিকদের জীবনের কাহিনি আপনাদের বেশ ভালো লাগবে।

Yaara

কিছু কিছু সিনেমা পরিচালকের নামেও চলে আর এমনই কয়েকজন পরিচালকের তালিকায় আছেন তিগমাংশু, যিনি তার দুর্দান্ত সিনেমার পাশাপাশি শক্তিশালী অভিনয়ের জন্যও পরিচিত। এই সিনেমায় অমিত সাধের পাশাপাশি বিদ্যুৎ জাম্মওয়াল, শ্রুতি হাসান, বিজয় ভার্মা, সঞ্জয় মিশ্র এবং কেনি বসুমাতারি প্রমুখ রয়েছেন। বন্ধুত্বের সম্পর্কের উপর আধারিত এই সিনেমায় অ্যাকশন, ইমোশন ও ড্রামা রয়েছে। এই সিনেমাটি Zee5 এ দেখা যাবে।

Operation Parindey

গত বছর, সবার আগে Amit sadh এর Operation Parindey ZEE5 এ মুক্তি পেয়েছিল, যেখানে তাকে পুলিশ অফিসার অভিনব মাথুরের ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবিটিতে অমিত সাধের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।

Breath : Into the Shadows

গত বছর, অ্যামাজন প্রাইম ভিডিওতে Breath এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন Amit Sadh। কবির সাওয়ান্তের ভূমিকায় তিনি তার সিরিয়াস অভিনয়ের জন্য বেশ কিছু জায়গায় অভিষেক বচ্চনকে ছাপিয়ে গেছিলেন। প্রাইম ভিডিওতে Breath এর উভয় সিজনই দেখা যাবে।

Super 30

অভিনেতা Amit Sadh যিনি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন, তিনি বলিউডের অনেক ছবিতেও উপস্থিত হয়েছেন। কয়েক বছর আগে মুক্তি পাওয়া Super 30 তে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এই সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই প্রধান ভূমিকা
ছিলেন হৃতিক রোশন। যদিও পার্শ্ব চরিত্রে থেকেও অমিত দারুণ অভিনয় করেছেন। এই ছবিটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

Avrodh : The Siege Within

Amit Sadh এর ওয়েব সিরিজ Avrodh এ সেনা অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল অমিতকে। আপনাদের জানিয়ে রাখি যে 2016 সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিরিজটি। এই সিরিজটি Sony Liv-এ দেখা যাবে।

Sultan

টিভি ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার শুরু করা অভিনেতা Amit Sadh অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছেন। Amit sadh ‘Sultan’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিটি আপনারা ইউটিউবে দেখতে পাবেন।

Kai Po Che

এই সিনেমায় Amit Sadh সম্পূর্ণ সততার সাথে তার অমি চরিত্রে অভিনয় করেছেন। Amit Sadh ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার যাদব এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। Kai Po Che তে প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমাটি Netflix, Youtube, Apple TV এবং Google Play Movies এবং Tv-তে দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here