গুগল এই বছর মে মাসে আয়োজিত বার্ষিক বৈঠক Google I/O 2019 এ অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম পেশ করেছিল। যার নাম Android 10 দেওয়া হয়। এবার এই Android 10 সমস্ত পিক্সেল ফোনের জন্য রিলিজ করে দেওয়া হয়েছে।
Exclusive: দীপাবলির আগেই ভারতে লঞ্চ হবে Vivo Nex, প্রতিযোগিতায় পড়বে OnePlus 7T
পিক্সেল সিরিজে Pixel 3, Pixel 3 XL, Pixel 3a, Pixel 3a XL, Pixel 2, Pixel 2 XL, Pixel ও Pixel XL ফোন আছে। তবে ইউজাররা চাইলে ওভার দি এয়ার আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন। এছাড়া ওটিএ আপডেট ফাইল সাইডলোড করার অপশনও থাকবে।
জানিয়ে রাখি এর আগে অ্যান্ড্রয়েড 10 এবছরের মার্চ মাসে Android 10 বেটা প্রোগ্রাম নামে পেশ করা হয়েছিল। কোম্পানি নেক্সট জেনারেশন মোবাইল অপারেটিং সিস্টেমের নাম Android Q এর বদলে Android 10 রেখেছিল। এর মাধ্যমে গুগল তাদের 10 বছরের পরম্পরা নিজেই ভেঙে দেয়। এর সঙ্গে কোম্পানি তাদের এই নতুন অপারেটিং সিস্টেমকে ইউজারদের বোঝার সুবিধার জন্য যথেষ্ট সহজ বানানোর চেষ্টা করেছে।
কিভাবে ডাউনলোড করবেন?
যদি আপনার কাছে পিক্সেল ডিভাইস আছে তাহলে আপনি Android 10 ওটিএ আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন, অথবা নতুন আপডেট সেটিংস > সিস্টেম > সিস্টেম আপডেটে গিয়ে জানতে পারবেন। পিক্সেল সিরিজ ছাড়া অন্যান্য স্মার্টফোনের জন্যও খুব তাড়াতাড়ি Android 10 এর আপডেট পেশ করে দেওয়া হবে।
ফিচার
Android 10 এ ওয়াইড ডার্ক থীম দেওয়া হয়েছে। এর ফলে চোখে কম চাপ পড়ে এবং ব্যাটারী লাইফও বাড়ে। ইউজাররা সেটিংস > ডিসপ্লেতে গিয়ে ওয়াইড ডার্ক থীম অ্যাক্টিভেট করতে পারবেন। এটি নতুন কুইক সেটিংস টাইল বা ব্যাটারী সেভার অন করেও অ্যাক্টিভ করা যেতে পারে। এছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আরও উন্নত প্রাইভেসি কন্ট্রোল দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ওএসে লোকেশন, কন্ট্রোল, ফোকাস মোড, লাইভ ক্যাপশন এবং বাবল নোটিফিকেশনের মতো ফিচার আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন