লঞ্চ হল Honor এর শক্তিশালী 5G স্মার্টফোন View 30 Pro, এতে আছে 4,100 এম‌এএইচের ব‍্যাটারী, ডুয়েল সেলফি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

টেক কোম্পানি অনার গতকাল আন্তর্জাতিক মঞ্চে তাদের দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল স্তরে Honor View 30 Pro এবং Honor 9X Pro লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি আগেই চীনের মার্কেটে সেল করা হত। এবার গ্লোবাল লঞ্চের পর বিশ্বের অন‍্যান‍্য মার্কেটেও এই ফোনদুটি বেচা হবে। একদিকে Honor 9X Pro যেমন মিড বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে তেমনই Honor View 30 Pro কোম্পানির ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক এই হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

আরও পড়ুন: Sony লঞ্চ করল একসঙ্গে দুটি 5G ফোন Xperia 1 II ও Xperia 10 II, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Honor View 30 Pro ফোনটিকে বিশ্বের প্রথম Aurora Nano Texture এ তৈরি স্মার্টফোন বলা হচ্ছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার নিচের দিকে চিন পার্ট লক্ষনীয়। ডিসপ্লের ওপরের বাঁদিকে ডুয়েল পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের সেন্সরগুলি এক‌ই লাইনে অবস্থিত এবং সাইডে ফ্ল‍্যাশ লাইট ও সেন্সর ডিটেইলস লেখা আছে। Honor View 30 Pro এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। এক‌ইভাবে ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে। Honor View 30 Pro এর ব‍্যাক প‍্যানেলে নিচেHonor এর ব্র‍্যান্ডিং আছে।

স্পেসিফিকেশন

Honor View 30 Pro এর আসপেক্ট রেশিও 20:8 এবং এর স্ক্রিন টু বডি রেশিও 91.46 শতাংশ। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.57 ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। অনার তাদের এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা Magic UI 3.0.1 এ কাজ করে। এই ফোনে 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি হাইসিলিকন কিরীন 990 চিপসেট দেওয়া হয়েছে এবং এটি বালোং 5000 মোডেমের সঙ্গে কাজ করে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই মোডেম Honor View 30 Pro কে 5জি কানেক্টিভিটি দেয়।

আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro, জেনে নিন এই দুর্দান্ত ফোনটির দাম ও স্পেসিফিকেশন

Honor View 30 Pro তে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য Honor View 30 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 40 মেগাপিক্সেলের Sony IMX600 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। 

এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor View 30 Pro তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক‍্যামেরা ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor View 30 Pro তে 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,100 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। Honor View 30 Pro ফোনটি Ocean Blue, Icelandic Frost ও Midnight Black কালার ভেরিয়েন্টে আগামী মাস থেকে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here