iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max এ থাকতে পারে 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

অ্যাপেলের আগামী আইফোন সিরিজ ‘আইফোন 13’ লঞ্চ হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও এই সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক ও রিপোর্ট আসতে শুরু করে দিয়েছে। কোম্পানির আগামী ‘আইফোন 13’ সিরিজ সম্পর্কে খবর পাওয়া গেছে এতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ব‍্যবহার করা হতে পারে। হাই রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লের জন্য অ্যাপেল দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি স‍্যামসাঙের সাহায্য নেবে বলেও শোনা যাচ্ছে। লিক রিপোর্টে বলা হয়েছে, অ্যাপেল তাদের iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max ফোনে নতুন 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত LTPO AMOLED স্ক্রিন যোগ করতে পারে। জানিয়ে রাখি এই ডিসপ্লে এক্সক্লুসিভলি স‍্যামসাং তৈরি করে। এছাড়া স‍্যামসাং অ্যাপেলকে Samsung Electro Mechanics এর তৈরি করা Rigged Flexible Printed Circuit Boards (RFPCB) ও পাঠাচ্ছে।

আরও পড়ুন: লো বাজেটে Realme এর নতুন অস্ত্র তৈরি, লঞ্চের আগে ওয়েবসাইটে লিস্টেড হল সস্তা রিয়েলমি C25s

জানিয়ে রাখি ফোনের মেইন বোর্ডের সঙ্গে OLED প‍্যানেল যোগ করার জন্য RFPCB ব‍্যবহার করা হয়। এই RFPCB রিগ্ড অর্থাৎ মজবুত হ‌ওয়ার পাশাপাশি যথেষ্ট ফ্লেক্সিবল। এই সার্কিট বোর্ড একদিকে যেমন কনভিনিয়েন্ট প্রোডাক্ট ডিজাইন সম্পন্ন তেমনই আবার দ্রুত ইলেকট্রনিক সিগন্যাল ট্রান্সমিশন করতে সক্ষম। RFPCB চিরাচরিত সার্কিট বোর্ড EPCB এর তুলনায় বেশ দামি।

গত বছর Samsung Electro Mechanics তাদের RFPCB এর ব‍্যবসা বন্ধ করার কথা চিন্তা ভাবনা করছিল। বিগত কয়েক বছরে খুব একটা রাভ না হ‌ওয়ায় কোম্পানি এই কথ জানায়। কোম্পানি এর আগে আইফোন 12 এর জন্য এই সার্কিট বোর্ড তৈরি করেছিল। আইফোন 13 সিরিজের জন্য RFPCB বোর্ড সাপ্লাই করার পর এই ব‍্যবসা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: Google Pixel 6 এ হবে iphone এর মতো শক্তিশালী ফিচার, বদলে যাবে ফোন ব‍্যবহার করার পদ্ধতি

শোনা যাচ্ছে অ্যাপেল আইফোনের জন্য এই বছর স‍্যামসাং 110 মিলিয়ন প‍্যানেল সাপ্লাই করবে। এরপর এলজির জন্য 50 মিলিয়ন এবং BOE এর জন্য আরও 9 মিলিয়ন সরবরাহ করা হবে বলে মনে করা হচ্ছে।

2023 সালে লঞ্চ হতে পারে Foldable iPhone

অ্যাপেল অ্যানালিস্ট Ming-Chi Kuo জানিয়েছেন অ্যাপেল দুই বছর পর অর্থাৎ 2023 সালে কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন।লঞ্চ করতে পারে। তিনি আরও জানিয়েছেন কোম্পানি 15 থেকে 20 মিলিয়ন ফোল্ডেবল আইফোন মার্কেটে আনবে। শোনা যাচ্ছে অ্যাপেলের ফোল্ডেবল আইফোনের জন্য স‍্যামসাং ডিসপ্লে সাপ্লাই করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here