iPhone 14 লাইনআপে থাকতে চলেছে এইসব দারুণ ফিচার, অ্যাপেল ভক্তরা অনেকদিন ধরেই আছেঅপেক্ষায় আছে

Apple কনফার্ম করেছে যে তারা 7 সেপ্টেম্বর লেটেস্ট iPhone 14 সিরিজ, Apple Watch 8 সিরিজ লঞ্চ করবে। করোনা মহামারীর পরে এটি অ্যাপলের প্রথম অফলাইন ইভেন্ট। করোনা কালের দ্বারা কোম্পানি ভার্চুয়াল ইভেন্টে আইফোন লঞ্চ করেছিল। অ্যাপেল তাদের লঞ্চ ইভেন্টের প্রোমোতে স্পেস সেন্ট্রিক টিজার ইমেজ শেয়ার করে যেখানে অ্যাপেল লোগো কসমিক ডিজাইন দেখতে পাওয়া যাবে। অ্যাপেল ফ্যানরা কোম্পানির টিজার থেকে আপকামিং iPhone 14 লাইনআপ নিয়ে আর্টিকেল বানাচ্ছে। iPhone লঞ্চ ইভেন্ট নিয়ে লোকের মধ্যে অনেক উৎসাহ রয়েছে। কারণ হলো অ্যাপেল কোম্পানি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের আপকামিং প্রোডাক্ট গোপন রাখে।

iPhone 14 লঞ্চ ইভেন্ট : কি বলছে টিজার পোস্টার?

Apple তাদের টিজার পোস্টারে লিখেছে ‘Far Out’ লিখেছে, যেখানে আপকামিং iPhone 14 এর ফিচার নিয়ে তথ্য পাওয়া যায়। আপকামিং আইফোনে কোম্পানি অলোয়েস অন ডিসপ্লে, এস্ট্রোফটোগ্রাফি, স্যাটেলাইট কানেক্টিভিটি এবং প্রো মডেলে নতুন কালার ভেরিয়েন্ট হতে পারে। এই আর্টিকেলে আমরা আপনাকে আপকামিং iPhone 14 এর সম্পর্কে ডিটেইলসে বলব।

অলওয়েজ অন ডিসপ্লে

অ্যাপেলের টিজার পোস্টার দেখে জানা যায় যে আপকামিং iPhone 14 লাইনআপে ‘অলোয়েস অন ডিসপ্লে’ দেওয়া যেতে পারে। খবর অনুযায়ী অলোয়েস অন ডিসপ্লে iPhone 14 Pro এবং Pro Max দুটি মডেলেই দেওয়া যেতে পারে। এই ফিচার আসার পর OLED ডিসপ্লের ওই অংশ লাইনআপ হবে যেখানে নোটিফিকেশন, টাইম, ব্যাটারি, এবং অ্যানিমেশন দেখা যাবে। সম্ভব আছে যে অন্ধকার আকাশ থেকে ঝিকিমিকি তারার মতো কোম্পানি এই ফিচার বলছে।

এস্ট্রোফটোগ্রাফি

Google, রিয়েলমি, ভিভো, এবং শাওমির মত ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এস্ট্রোফটোগ্রাফি রয়েছে। এই ফিচারে আপনি রাতের আকাশের ছবি তুলতে পারবেন। এটি মোট অটোমেটিক মাল্টিপল এক্সপরেজ যুক্ত ফোটো ক্লিক করে এবং তারসাথে একসাথে ফটো থেকে নোয়েস রিমুভ করে। গত বছর iPhone 13 এর রুমার্স ছিল তখন এই ফিচার দেওয়া যেত। কোম্পানির ট্যাগ লাইন ‘Far Out’ এবং গ্যালাক্সির ফোটো হিন্ট পাওয়া যায় iPhone 14 এ কোম্পানি এস্ট্রোফটোগ্রাফি মোড দিতে পারে।

iPhone 14 লাইভের ক্যামেরা সেটআপের কথা বললে এখানে 48MP এর নতুন এবং বড়ো ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে। এই ক্যামেরা সেন্সর প্রথম থেকেই ভালো ইমেজ ক্লিক করবে। এরসাথে নতুন ক্যামেরা লো লাইট এ হাই কোয়ালিটির ফোটো তুলবে।

স্যাটেলাইট কানেক্টিভিটি

iPhone 13 এর লাইনআপ নিয়ে বললে এটিতে স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়া যেতে পারে। তখন স্যাটেলাইট কানেক্টিভিটি অফার করা হয় নি কিন্তু এখন iPhone 14 লাইনআপে এই ফিচার দেওয়া যেতে পারে। সেলুলোর কভারেজ না থাকার সময়ে ইউজার এই ফিচারের সাহায্যে স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে মেসেজ পাঠানো যাবে। লঞ্চ টিজারে কসমিক থেকে স্যাটেলাইট কানেক্টিভিটি হিন্ট পাওয়া যায়।

নতুন কালার

আপকামিং iPhone 14 সিরিজ নিয়ে খবর আছে যে কোম্পানি নতুন কালার অপশন পেশ করতে পারে নতুন আইফোন 14 সিরিজের মডেল স্পেস গ্রে কালার অপশনে পেশ করতে পারে।

iPhone 14 Pro লাইনআপ স্পেসিফিকেশন

আপকামিং iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এর নিয়ে খবর আছে যে Apple প্রথম বার পিল শেপ ক্যামেরা কাটআউট ডিসপ্লে অফার করতে পারে। iPhone 14 Pro সিরিজের ডিসপ্লের রিফ্রেশরেট 1Hz-120Hz এবং এখানে OLED ডিসপ্লে প্যানেল দেওয়া যেতে পারে। এরসাথে আপকামিং আইফোন মডেলে 48MP এর প্রাইমারি সেন্সর দেওয়া যেতে পারে যেটি আগের তুলনায় বড়ো হবে। প্রসেসরের কথা বললে কোম্পানি নতুন Apple A16 Bionic চিপসেট অফার করতে পারে। এরসাথে বলা হয়েছে যে এটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে।।

iPhone 14 এর সমন্ধে বলা হয়েছে যে এখানে iPhone 13 Pro যুক্ত A15 Bionic প্রসেসর এবং পুরোনো নচ যুক্ত 90Hz ডিসপ্লে দেওয়া যেতে পারে। iPhone 14 এ 30W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে। Apple কে নিয়ে খবর আছে কোম্পানি এই বছর iPhone Mini মডেল লঞ্চ করবে না। কোম্পানি মিনি মডেলের বদলে iPhone 14 Max লঞ্চ করতে পারে যেটির ফিচার iPhone 14 এর মতন হবে কিন্তু এখানে বড়ো ডিসপ্লে এবং বেশি ক্যাপাসিটি যুক্ত ডিসপ্লে পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here