দাম কমল Redmi Note 8 Pro এর, মাত্র 13,999 টাকা দামে পাওয়া যাবে 6 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী

চীনের অন‍্যতম টেক কোম্পানি কম দামে Redmi 8A Dual স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম 6,499 টাকা দামে সেল করা হয়। এই দারুণ ফোনটি লঞ্চের পর কোম্পানি এবার ইউজারদের জন্য আরেকটি সুখবর নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের অন‍্যতম জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 8 Pro এর দাম কমানো হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটির দাম সরাসরি 1,000 টাকা কমিয়ে দিয়েছে এবং গতকাল থেকেই এই ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চে করা হয়েছে।

আরও পড়ুন: Apple iPhone 11 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, দাম মাত্র 5,499 টাকা

আমরা জানতে পেরেছি কোম্পানির পক্ষ থেকে Redmi Note 8 Pro এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। ভারতে Redmi Note 8 Pro ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। শাওমি এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়েছে। ফোনটির এই 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিযুক্ত ভেরিয়েন্টটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এই প্রাইস কাটের পর এই ফোনটি 13,999 টাকা দামে কেনা যাবে।

Redmi Note 8 Pro এর অন‍্যান‍্য ভেরিয়েন্টের মধ্যে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টটি 15,999 টাকা দামে সেল করা হয়। এক‌ইভাবে 8 জিবি র‍্যাম ও 128 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 17,999 টাকার বিনিময়ে কেনা যায়। Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মি ডট কমে নতুন দামে লিস্টেড করা হলেও এখনও পর্যন্ত ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আগের দামেই বেচা হচ্ছে।

আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার

Redmi Note 8 Pro

Redmi Note 8 Pro ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.4 শতাংশ। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এক‌ই লাইনে অবস্থিত, তবে ফ্ল‍্যাশ লাইট ও ম‍্যাক্রো সেন্সর মূল সেট‌আপের ডানদিকে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: 15,999 টাকা দামে লঞ্চ হবে 6 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

Redmi Note 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের নতুন চিপসেট হেলিও জি90টি দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Redmi Note 8 Pro তে মালী জি76 এমসি4 জিপিইউ দেওয়া হয়েছে। ফোনের প্রসেসিং স্মুথ করার জন্য এতে টার্বো মোড আছে এবং Redmi Note 8 Pro তে গেমিং পারফরম্যান্স ফাস্ট করার জন্য গেম টার্বো 2.0 টেকনিক যোগ করা হয়েছে।

Redmi Note 8 Pro একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে আইআর ব্লাস্টার, ব্লুটুথ, ডুয়েল সিম, ডুয়েল 4জি, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro এর অন‍্যতম বিশেষত্ব হল এই ফোনে Alexa সাপোর্ট করে যার সাহায্যে এই ফোনের মাধ‍্যমেই স্মার্ট ডিভাইস কন্ট্রোল করা যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here