এপ্রিল মাসে লঞ্চ হতে পারে Apple iPhone SE 4 এবং iPad, জেনে নিন বিস্তারিত

গত বেশ কয়েক মাস ধরে Apple 2025 ইভেন্টের মাধ্যমে কোম্পানি তাদের নতুন iPhone SE মডেল লঞ্চ করবে বলে সমালোচনা চলছে। এই আপকামিং ফোনটি iPhone SE 4 নামে লঞ্চ করা হতে পারে। আগেও ফোনটির লঞ্চ টাইমলাইন অর্থাৎ ফোনটি মার্চ মাসে লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছিল। কারণ সাধারণত এই সময়েই Apple তাদের ওপেন প্রোডাক্ট লঞ্চ করে। নতুন রিপোর্টের মাধ্যমে এপ্রিল মাসে আপকামিং স্মার্টফোন এবং iPads লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

iPhone SE 4 এর লঞ্চ টাইমলাইন

  • ব্লুমবার্গের মার্ক গুরম্যান তাঁর এক্স প্ল্যাটফর্মে iPhone SE 4 ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে।
  • লিক অনুযায়ী “পরিকল্পনা মতো সব কাজ হলে” iPhone SE 4 এবং নতুন iPads আগামী এপ্রিল মাসে লঞ্চ করা হতে পারে।
  • আগে ফোনটি iOS 18.3 আপডেট সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছিল, কিন্তু এখনও ফোনটিতে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে বলে আশা করা হচ্ছে। অরথা Apple iOS 18.4 এর আগে নতুন ফোনটি লঞ্চ করা হতে পারে।
  • সাধারণত Apple মার্চ মাসে তাদের স্প্রিং ইভেন্টের মাধ্যমে নতুন ডিভাইস লঞ্চ করে। আগেও মার্চ-এপ্রিল মাসে iPhone SE মডেলটি লচ করা হয়েছে। তাই আপকামিং ডিভাইস এই মাসেই পেশ করা হতে পারে।

আগের মডেলের দুই বছর পর iPhone SE 4 ফোনটি একটি বড় আপগ্রেড সহ আসতে চলেছে। Apple নতুন 5G মোডেম সহ iPhone SE 4 ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এর পর iPhone 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ফেস আইডির জন্য iPhone 14 ফোনের মতো ডায়নেমিক আইল্যান্ড সহ 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

আগের মডেলের থেকে 2025 সালের iPhone SE ফোনটিতে লাইটিঙের পরিবর্তে USB টাইপ-C পোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। আরও একটি বড় আপগ্রেড iPhone SE 4 ফোনের 48MP রেয়ার ক্যামেরা এবং 24MP ফ্রন্ট ক্যামেরাতেও থাকতে পারে। আগের iPhone SE 3 মডেলে 12MP রেয়ার ক্যামেরা এবং 7MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল। iPhone SE 4 ফোনে Apple ইন্টেলিজেন্স থাকতে পারে, তবে যেহেতু AI স্যুইট হাতে গোনা কিছু আইফোন মডেলেই রয়েছে তাই এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। একইসঙ্গে iPhone SE 4 ফোনটি ভারতেও লঞ্চ করা উচিৎ। এই ফোনের দাম 50,000 টাকার কম রাখা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here