ভারতে লঞ্চ হল Apple Store অ্যাপ, এবার সরাসরি অ্যাপ থেকেই কেনা যাবে প্রোডাক্ট

Apple ভারতে তাদের রিটেইলস বাজার আরও মজবুত করার জন্য দুই বছর আগে দেশে তাদের প্রথম অফিসিয়াল রিটেইলস স্টোর লঞ্চ করেছিল। এই এপ্রিল মাস এলে মুম্বাই ও দিল্লিতে কোম্পানির রিটেইলস স্টোরের দুই বছর পূর্ণ হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে মেড ইন ইন্ডিয়া iPhone তৈরিতেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এবার আরও এক কদম এগিয়ে কোম্পানি ভারতে তাদের প্রভাব বাড়ানোর জন্য Apple Store অ্যাপ লঞ্চ করেছে। এতদিন গ্রাহকরা শুধুমাত্র অ্যাপেল ওয়েবসাইট বা অফলাইন চ্যানেলের মাধ্যমেই অ্যাপেল প্রোডাক্ট কিনে এসেছেন, এবার এই নতুন মাধ্যমের রমরমা দেখা যাবে। প্রসঙ্গত 2020 সালে Apple তাদের প্রথম অনলাইন স্টোর লঞ্চ করেছিল।

ভারতে লঞ্চ হল অ্যাপেল স্টোর অ্যাপ

  • ভারতে অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপেল স্টোর অ্যাপ ডাউনলোড করা যাবে।
  • এই অ্যাপের মাধ্যমে ইউজাররা সরাসরি অ্যাপেল প্রোডাক্ট কিনতে পারবেন। এতে iPhones, Macs, Apple অ্যাক্সেসরিজ থেকে শুরু করে Apple Care+ এর মতো সার্ভিসও রয়েছে।
  • ইউজাররা এই অ্যাপের মাধ্যমে তাদের Macs এর প্রোডাক্ট কনফিগারেশন কাস্টোমাইজ করতে পারবেন।
  • Apple Store অ্যাপের মাধ্যমে ক্রেতারা ট্রেড ইন অপশন, ফাইনান্সিয়াল প্ল্যান এবং কাস্টোম এনগ্রেভিঙের মতো বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
  • এছাড়াও গ্রাহকরা তাদের প্রোডাক্ট সরাসরি বাড়িতে ডেলিভারি করাতে পারবেন, বা অ্যাপেল স্টোর থেকে নিজে পিকআপ করার অপশন পাবেন।

  • Apple Store অ্যাপটি অত্যন্ত সিম্পেল এবং ইউজার ফ্রেন্ডলি।
  • এতে প্রোডাক্ট, পোস্ট পারচেজ সাপোর্ট এবং অন্যান্য বিভিন্ন সার্ভিসের জন্য আলাদা আলাদা ট্যাব রয়েছে।
  • এই অ্যাপের ‘For You’ ট্যাবের মাধ্যমে ইউজাররা তাদের iPhone অন্যান্য মডেলের সঙ্গে তুলনা করতে পারবেন। এতে ইউজাররা তাদের পছন্দের প্রোডাক্ট সেভ করে রাখতে পারবেন।
  • এই অ্যাপে ইউজারদের প্রায়োরিটির ওপর ভিত্তি করে প্রোডাক্ট দেখানো হয়।
  • অ্যাপের ‘Go Further’ ট্যাবের মাধ্যমে ইউজাররা Apple Specialist এর থেকে অনলাইন সাপোর্ট পাওয়া যায় এবং একই সঙ্গে ইন স্টোর ট্রেনিং সেশনেও যোগদান করতে পারবেন।

মূলত ইউজারদের সুন্দর শপিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য Apple Store অ্যাপ লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা অত্যন্ত সহজে Apple প্রোডাক্ট কিনতে পারবেন। Apple ভারতে তাদের রিটেইল মার্কেট আরও মজবুত করবে বলে আগেই জানিয়ে দিয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বেঙ্গালুরু, পুণে, দিল্লি এনসিআর এবং মুম্বাইতে নতুন স্টোর পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here