Highlights
- ভারতে অনেক হোয়াটসঅ্যাপ ইউজাররা কাছে আন্তর্জাতিক নম্বর থেকে স্ক্যাম কল পাচ্ছেন।
- এর মধ্যে বেশিরভাগই রোবোকল, তবে তাদের মধ্যে কিছু আসলে স্ক্যামার।
- ইউজারদের এই ধরনের কল না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বর্তমানে WhatsApp এর এর অনেক ইউজাররা আন্তর্জাতিক নম্বর থেকে হঠাৎ স্প্যাম কলের কারণে সমস্যায় পড়েছেন। এই কলগুলি ইথিওপিয়া (+251), মালয়েশিয়া (+60), ইন্দোনেশিয়া (+62), কেনিয়া (+254), ভিয়েতনাম (+84) এর মতো বিভিন্ন দেশের নম্বর থেকে আসছে। আসলে স্ক্যামাররা WhatsApp ব্যবহার করে ভারত এবং অন্যান্য দেশের লোকেদের উপর নজরে রাখছে। সেইজন্য এই ধরনের নম্বরগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আরও পড়ুন: ডিজাইন এবং স্পেসিফিকেশনসহ TENAA-তে তালিকাভুক্ত হয়েছে Vivo X90S স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
তবে স্ক্যামাররা ইউজারদের ফোন নম্বর কোথা থেকে পাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। তবে এটাও পরিষ্কার নয় স্ক্যামাররা bots ব্যবহার করছে নাকি ম্যানুয়ালি ইউজারদের লক্ষ্য করছে কিনা। তবে সামগ্রিকভাবে এইসব নম্বর থেকে আসা কল এবং মেসেজগুলি একটি বড় বিপদের আভাস বলে মনে করা হচ্ছে।
ফোন ধরবেন না আর মেসেজেরও রিপ্লাই দেবেন না
বর্তমান সময়ে WhatsApp ইউজাররা সাইবার অপরাধীদের টার্গেটে রয়েছে। সেইজন্য আমরা আপনাকে এই ধরনের নম্বর থেকে আসা কল না নেওয়ার পরামর্শ দেব। এই জাতীয় নম্বরগুলি থেকে আসা মেসেজগুলির কোনও উত্তর দেওয়ারও দরকার নেই। এক্সট্রা সিকিউরিটির জন্য নম্বরটি ব্লক করে দেওয়া ভালো। আরও পড়ুন: Nokia লঞ্চ করল তিনটি নতুন ফিচার ফোন, সিঙ্গেল চার্জে ব্যাটারি চলবে কয়েক সপ্তাহ
WhatsApp এ কেন আন্তর্জাতিক কল আসছে?
রিপোর্ট অনুযায়ী WhatsApp এ আসা এই সব ফোন গুলির বেশিরভাগ রোবোকল। এই কলগুলি WhatsApp এ VOIP নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।এই স্ক্যামারদের উদ্দেশ্য আপনার ব্যক্তিগত তথ্য পাওয়ার চেষ্টা থেকে শুরু করে আপনার টাকা চুরি পর্যন্ত হতে পারে। সেই কারণেই তারা আপনাকে হোয়াটসঅ্যাপে কল এবং মেসেজ করছে।
এছাড়াও কিছু প্রতারক নিজেদের HR হিসাবে জানাচ্ছে এবং চাকরির প্রতিশ্রুতি দিয়ে লোকেদের প্রলুব্ধ করছে। একজন টুইটার ইউজার শ্রেয়াংশ জৈন একজন স্ক্যামারের কাছ থেকে প্রাপ্ত একটি WhatsApp মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। আরও পড়ুন: UAE-তে প্রথমবার প্রকাশ্যে এল Poco F5 এবং Poco F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
WhatsApp scam msgs have escalated to an alarmingly high frequency. #WhatsApp #ScamAlert #scams pic.twitter.com/9t1CZ9Vy2A
— Shreyansh Jain (@shreyjayy) May 3, 2023
এই মেসেজে স্ক্যামার “HR Priscilla Barret” নামে নিজের পরিচয় জানিয়েছে এবং একটি চাকরির প্রস্তাব দিয়েছেন। মেসেজে লেখা আছে যে আপনি YouTube ভিডিওতে প্রতি লাইকের জন্য 50 টাকা এবং প্রতিদিন 10000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। এটি যে একটি স্ক্যাম সেটা বোঝাই যাচ্ছে।
WhatsApp এর তরফে ক্রমাগত এই স্ক্যাম বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। WhatsApp এর মাসিক ইন্ডিয়া রিপোর্ট অনুসারে 1 মার্চ, 2023 থেকে 31 মার্চ, 2023 পর্যন্ত, 47,15,906টি ফেক কল সম্পর্কিত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও Truecaller-এর রিপোর্ট অনুসারে, ভারতে একজন ইউজার প্রতিদিন গড়ে 17 টি স্প্যাম কল পান। আরও পড়ুন: সিনেমাহলে এবং OTT-তে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন