আজ লঞ্চ হচ্ছে Realms 3 Pro, দেখুন লঞ্চ ইভেন্ট লাইভ

Oppo এর সাব ব্র‍্যান্ড হিসেবে যাত্রা শুরু করে আজ Realme তাদের নতুন স্মার্টফোন Realme 3 Pro লঞ্চ করতে চলেছে, যার জন্য কোম্পানি দিল্লি ইউনিভার্সিটিতে একটি ইভেন্টের আয়োজন করেছে। তবে 91মোবাইলস এক্সক্লুসিভ খবর পেয়েছে কোম্পানি আজ এক‌ই সঙ্গে Realme C2 ফোনটিও লঞ্চ করবে। লঞ্চের আগেই কোম্পানি Realme 3 Pro এর একাধিক টিজার পেশ করেছে। তবে কোম্পানি অফিসিয়ালি Realme C2 সম্পর্কে কিছু জানায়নি।

23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Lenovo Z6 Pro, এতে থাকছে 5G সাপোর্ট

আজ এই ইভেন্ট দিল্লিতে 12:30 টার সময় শুরু হবে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া চ‍্যানেল ও ওয়েবসাইটে এই ইভেন্ট লাইভ স্ট্রীম করবে। কিছু দিন আগে Realme 3 Pro ফ্লিপকার্টে টিজ করা হয়েছে। এমনকি গত 19 এপ্রিল থেকে ফ্লিপকার্টে ফোনটির প্রি-অর্ডার পর্যন্ত শুরু হয়ে গেছে।

স্পেসিফিকেশন
রিয়েলমি 3 প্রো সম্পর্কে একটি লিকে বলা হয়েছে ভারতে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। রিয়েলমি 3 প্রোর সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এক‌ই ভাবে রিয়েলমি 3 প্রোর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম থাকবে ও এতে 64 জিবি মেমরি দেওয়া হবে।

OnePlus 7 এর প্রথম টিজার এল সামনে, ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে হবে লঞ্চ

রিপোর্ট অনুযায়ী রিয়েলমি 3 প্রো কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এই চিপসেটটি 10 এন‌এম টেকনিকে বানানো হবে এবং অক্টাকোর প্রসেসরযুক্ত হবে। লিক অনুযায়ী রিয়েলমি 3 প্রো ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হবে। রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি 3 প্রোর একটি ব‍্যাক ক‍্যামেরা সেন্সর সোনী আইএম‌এক্স519 সেন্সরযুক্ত হবে। আরও বলা হয়েছে এই ফোনে বিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিক‌ও দেওয়া হবে।

তবে Realme C2 ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হবে, কোম্পানি যার নাম রেখেছে ডিউড্রপ। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত হবে যা কালার ওএস 6.0 তে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হতে পারে। কোম্পানি ফোনটির একাধিক র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here