চলে এল নতুন টেকনোলজি, এখন পাঁচ দিন পর্যন্ত চলবে স্মার্টফোনের ব‍্যাটারী

আজকের দিনে দাঁড়িয়েও বহু মানুষ স্মার্টফোনের ব‍্যাটারী নিয়ে চিন্তিত থাকেন। যদিও বর্তমানে আগের মতো প্রতিদিন বারবার ফোন চার্জ করার ঝামেলা অনেকাংশে কমে গেছে। তবুও নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে থাকা কোম্পানিগুলি আরও অ্যাডভান্স টেকনোলজি আবিস্কারের চেষ্টায় সক্রিয় হয়ে রয়েছে। এতদিনের রিসার্চের ফলে একটি নতুন টেকনোলজি ডেভেলপ করা সম্ভব হয়েছে যার মাধ্যমে স্মার্টফোনের ব‍্যাটারী টানা পাঁচ দিন পর্যন্ত চলবে।

আরও পড়ুন: Vivo আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটযুক্ত 5জি ফোন, কড়া টক্কর পাবে Redmi K30 ও OPPO Reno 3

এই টেকনোলজির ব‍্যবহার স্মার্টফোনের বদলে গাড়িতে করা হবে। এর সাহায্যে গাড়ির ব‍্যাটারী দ্বিতীয় বার চার্জ না করেও 1,000 কিলোমিটারের থেকেও বেশি গাড়ি চালানো যাবে। নতুন ব‍্যাটারী সলিউশনে বর্তমানে প্রচলিত লিথিয়াম-আয়ন কম্বিনেশনের বদলে নতুন কম্বিনেশন ব‍্যবহার করা হবে। এতদিন লিথিয়াম-আয়ন ব‍্যাটারী স্মার্টফোন, স্মার্ট‌ওয়াচ ও পেসমেকারে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ব‍্যবহার করা হতো। মনে করা হচ্ছে এই ব‍্যাটারীর সাহায্যে কোনো ডিভাইস পাঁচ দিন পর্যন্ত চালানো যাবে।

এর বদলে গবেষকরা আল্ট্রা হাই ক‍্যাপাসিটি পাওয়ার জন্য লিথিয়াম-সালফার কম্বিনেশন ব‍্যবহার করেছে এবং এর পরিণতি হয়েছে একদম অন্য ধরনের। এই ঘটনার কৃতিত্ব সম্পূর্ণভাবে অষ্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির গবেষকদের প্রাপ্য। গবেষকদের বক্তব্য অনুযায়ী তাদের টীম সালফার ক‍্যাথোডের ডিজাইন রি-কনফিগার করে বর্তমান ব‍্যাটারীর কম্বিনেশনের জায়গায় সফলতার সঙ্গে ব‍্যবহার করে দেখেছেন।

আরও পড়ুন: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy S10 Lite, Snapdragon 855 প্রসেসরের সঙ্গে লিস্টেড হল ফ্লিপকার্টে

ডেভেলপারদের কথায় জানা গেছে, এই ব‍্যাটারী টেকনোলজি এই বছর গাড়ি ও অন‍্যান‍্য বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে ট্রায়াল করা হবে, মনে করা হচ্ছে এর ফলে অষ্ট্রেলিয়ার ইলেকট্রিক কার মার্কেট যথেষ্ট লাভবান হবে। তবে খুব তাড়াতাড়ি স্মার্টফোনেও এই ব‍্যাটারী ব‍্যবহার করা হতে পারে। কিন্তু এবিষয়ে পাকাপাকি ভাবে কোনো তথ্য জানানো হয়নি।

গত বছর টেক কোম্পানি Sharp তাদের Sharp 7 ফোনটি লঞ্চ করার কথা জানিয়েছিল। ফোনটি সম্পর্কে কোম্পানি দাবি করেছিল এই ফোনের ব‍্যাটারী এক সপ্তাহ পর্যন্ত চলবে। Sharp 7 ফোনটি আসলে কোম্পানির Aquos Sense 3 Lite স্মার্টফোন যা কোম্পানি রিব্র‍্যান্ড করেছে। তার ওপর Sharp 7 ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ হ‌ওয়ায় এটি আপডেট হতে থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here