ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy S10 Lite, Snapdragon 855 প্রসেসরের সঙ্গে লিস্টেড হল ফ্লিপকার্টে

স‍্যামসাং গত সপ্তাহে আন্তর্জাতিক মঞ্চে তাদের লেটেস্ট স্মার্টফোন Samsung Galaxy S10 Lite স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার Samsung Galaxy S10 Lite ফোনটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টস‍্যামসাং ইন্ডিয়াতে লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হবে। তবে এই লিস্টিঙে লঞ্চ ডেট বা ফোনের দাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন: কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে 9 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Realme 5i, দাম অত্যন্ত সস্তা

এই ফোনটি ভারতে লেটেস্ট প্রসেসর, দুর্দান্ত ক‍্যামেরা ও এইচডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। ফ্লিপকার্টের লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে। সবচেয়ে বড় কথা কোম্পানি এখনও পর্যন্ত আন্তর্জাতিক স্তরেও ফোনটির দাম ঘোষণা করেনি।

লঞ্চের সময় থেকে মনে করা হচ্ছে Samsung Galaxy S10 Lite এর দাম আগামী 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে লস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক শো CES 2020 এর মঞ্চে ঘোষণা করা হবে। কিছু দিন আগেই Samsung Galaxy S10 Lite ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ আছে। Samsung Galaxy S10 Lite ফোনটি হোয়াইট, প্রিজম ব্ল‍্যাক ও প্রিজম ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে ভারতেও এই ফোনটি এক‌ই কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite, জেনে নিন ফোনটির দুর্দান্ত স্পেসিফিকেশন, প্রতিযোগিতার মুখে OnePlus

Samsung Galaxy S10 Lite স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ও সুপার এমোলেড ডিসপ্লে আছে। ফ্লিপকার্ট থেকে জানা গেছে এই ফোনে স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া হবে এবং Samsung Galaxy S10 Lite এর প্রসেসর 2.8 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy S10 Lite এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। সুন্দর ভিডিওগ্রাফির জন্য এতে সুপার স্টেডি অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যাবে। এর সঙ্গে এই সেট‌আপে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy S10 Lite এ সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here