Vivo আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটযুক্ত 5জি ফোন, কড়া টক্কর পাবে Redmi K30 ও OPPO Reno 3

ভিভো সবে মাত্র ভারতীয় বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে Vivo S1 Pro লঞ্চ করেছে। 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরাওযুক্ত এই ফোনটি 19,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 4জি ক‍্যাটাগরিতে একের পর এক অসাধারণ ফোন লঞ্চের পর এবার কোম্পানি কম দামে 5জি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। Vivo এর একটি নতুন ফোন চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চ থেকে জানা গেছে Vivo একটি নতুন স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি কোয়ালকমের 5জি চিপসেট স্ন‍্যাপড্রাগন 765জি এর সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: মাত্র 3,999 টাকা দামে লঞ্চ হল আইটেলের অ্যান্ড্রয়েড গোযুক্ত 4G ফোন Itel A25

Vivo এর এই নতুন ফোনটি গীকবেঞ্চে Vivo V1963A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চে গত 3 জানুয়ারি এই লিস্টিং করা হয়েছে এবং এখানে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের কথা উল্লেখ আছে। গীকবেঞ্চে বলা হয়েছে Vivo V1963A ফোনটিতে Snapdragon 765G চিপসেট দেওয়া হবে। কোয়ালকমের এই বিশেষ চিপসেট ডুয়েল মোড 5জি (SA/NSA) সাপোর্ট করে। এই চিপসেটের সাহায্যে 5জি কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন মিড রেঞ্জে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ইতিমধ্যে Redmi K30 5G ও OPPO Reno 3 5G ফোনদুটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এবং আগামীকাল Realme X50 ফোনটিও স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটের সঙ্গে লঞ্চ হতে চলেছে।

গীকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে Vivo এর এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হবে। বেঞ্চমার্কিং সাইটে এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চে স্কোরের দিক থেকে এই ফোনটি সিঙ্গেল কোরে  2129 স্কোর এবং মাল্টি কোরে 5279 স্কোর পেয়েছে। তবে এখনও পর্যন্ত ফোনটির নাম বা লঞ্চ সম্পর্কিত অন্য কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। মিডিয়ায় সমালোচনা শোনা যাচ্ছে যে Vivo V1963A মডেল নাম্বার‌ওয়ালা ফোনটি কোম্পানির “জেড সিরিজ” বা “এস সিরিজে” লঞ্চ করা হবে।

আরও পড়ুন: কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে 9 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Realme 5i, দাম অত্যন্ত সস্তা

Vivo S1 Pro

কোম্পানি তাদের Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও আরও একটি 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। Vivo S1 Pro তে পাওয়ার ব‍্যাকআপের জন্য 4,500 এমএএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here