BenQ GS50 পোর্টেবল প্রোজেক্টার: দেখে নিন কতটা আকর্ষণীয় এন্টারটেইনমেন্টের এই ঝুড়ি

ডিজাইন

BenQ GS50-এর দুইদিকেই সবুজ রঙের রাবার প‍্যানেল লাগানো আছে। এর সাথেই একটি স্ট্র‍্যাপ হ‍্যান্ডেল‌ও দেওয়া হয়েছে। এটির মাধ্যমে প্রোজেক্টার‌টি ট্রেন্ডি ডিজাইনের দেখতে লাগে। এই প্রোজেক্টার‌টি গুড-লুকিং হ‌ওয়া‌র সাথেই কিউবিক‍্যাল শেপ ডিজাইনের হ‌ওয়া‌য় এটি সবাইকে নিজের দিকে আকৃষ্ট করে।

প্রোজেক্টারের টপে কিছু ফিজিক্যাল বাটন দেওয়া আছে, এই গুলির মধ্যে পাওয়ার বাটন, ব্লুটুথ কানেক্ট বাটন এবং সাউন্ড বাটন দেওয়া আছে। বাঁ-দিকে একটি রাবার কভারের নীচে USB-C, HDMI এবং USB পোর্ট দেওয়া হয়েছে। এর সাথেই এখানে সেটিং লক করার জন্য একটি সুইচ‌ও দেওয়া আছে। সামনে নীচের দিকে ডানদিকে প্রোজেকশন অ্যাঙ্গেল কমানো-বাড়ানোর জন্য একটি বাটন দেওয়া হয়েছে।

প্রোজেক্টার‌টি ওজনের দিক থেকে অনেক হাল্কা এবং কম্প‍্যাক্ট। এটি 6.06 ইঞ্চি চ‌ওড়া, 5.75 ইঞ্চি লম্বা এবং 7.32 ইঞ্চি লম্বা। এটির এইরকম সাইজের জন্য এটিকে ঘুরতে যাওয়ার সময় খুব সহজেই নিয়ে যাওয়া যায়।

এই প্রোজেক্টারের রিমোটটিও কম্প‍্যাক্ট। এই রিমোটে Google Assistant ছাড়া Prime এবং Youtube-এর Hot Keys আর প্রোজেক্টারের সেটিং কন্ট্রোল‌ও দেওয়া হয়েছে। রিমোটের সাহায্যে BenQ ডঙ্গেল এবং প্রোজেক্টার দুটিকেই কন্ট্রোল করা যাবে।

BenQ GS50-এ Android TV চালানো‌র জন্য QS01 ডঙ্গেল‌টিকে উপরে দেওয়া HDMI পোর্টে লাগাতে হবে। প্রোজেক্টারের টপে HDMI পোর্ট‌টিকে রাবারের ফ্ল‍্যাপের নীচে দেওয়া হয়েছে, এটিকে প্রথমে খুঁজে পাওয়া খুব‌ই মুশকিল। কিন্তু, এটি ডঙ্গেল‌কে আড়াল‌ও করে নেয়।

ফিচার এবং সফ্টওয়্যার

BenQ GS50 প্রোজেক্টার‌টিকে ওয়ারলেস অর্থাৎ ওয়াই-ফাই এর সাহায্যে‌ও ইন্টারনেটে‌র সাথে কানেক্ট করা যাবে। এতে LAN এর অপশন দেওয়া নেই। কিন্তু, আপনি যদি নিজের কম্পিউটার, ল‍্যাপটপ অথবা অন‍্য কোনো ডিভাইসে‌র সাথে কানেক্ট করতে চান, তাহলে HDMI অথবা TYPE-C পোর্টের ব‍্যবহার করতে পারবেন।

Android TV খুব সহজে এবং স্মুথ কাজ করে। কোনো অ্যাপকেই অপারেট করতে অসুবিধা হয়নি। এতে Prime, Hotstar এবং অন‍্যান‍্য সমস্ত OTT অ্যাপ ব‍্যবহার করা যাবে। কিন্তু Netflix-এর নেটিভ সাপোর্ট প্রোজেক্টারের কাছে নেই। কোম্পানির দাবি থার্ড-পার্টির মাধ্যমে Netflix ব‍্যবহার করা যাবে। কিন্তু, বহু চেষ্টা‌র পরেও আমি ব‍্যর্থ হয়েছি এবং Netflix-প্রেমীদের জন্য এটি হতাশাজনক হতে পারে।

একটি বিশেষ ফিচার হলো প্রোজেক্টার‌টি নিজের কাস্ট নেটওয়ার্ক তৈরি করে। এই ফিচারের মাধ্যমে অন‍্য কোনো ডিভাইসের থেকে কিছু কাস্ট করার জন‍্য সর্বদা অ্যাক্টিভ ইন্টারনেটে‌র প্রয়োজন হয় না।

প্রোজেক্টার‌টিকে স্মার্টফোনে উপলব্ধ ‘BenQ Smart Control’ অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যাবে।

পারফরম্যান্স এবং ব‍্যাটারি

GS50 একটি 1080p রেজল্যুশনের প্রোজেক্টার। এই প্রোজেক্টারে হাই-এন্ড হোম থিয়েটারের মতো পারফরম্যান্স পাওয়ার আশা করা বৃথা। 1080p রেজল্যুশনের সাথেই 500 ANSI লুমেন্সের ব্রাইটনেস পাওয়া যাবে। এই প্রোজেক্টার‌টি ডার্ক এবং হাল্কা আলো কন্ডিশানে ভালো কাজ করে। এই প্রোজেক্টারটিকে 30 ইঞ্চি থেকে 110 ইঞ্চি পর্যন্ত বিশাল প্রোজেকশন করা যাবে। কিন্তু কোম্পানির অনুযায়ী 80 থেকে 100 ইঞ্চির মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায়।

এটির প্রোজেকশন কোয়ালিটি খুব‌ই অসাধারণ। প্রোজেক্টারটির মাধ্যমে ইমেজ ক্রিস্প এবং ডিফাইন্ড দেখা যায়। কিন্তু, আগেই আমরা বলেছি, যে এটি একটি পোর্টেবল প্রোজেক্টার, এটি দিনের আলোর তুলনায় হাল্কা আলো এবং অন্ধকারে ভালো কাজ করে।

BenQ GS50 প্রোজেক্টারটি 2.5 ঘন্টা পর্যন্ত ব‍্যাক‌আপ প্রদান করে। অথবা বুঝে নিন যে পাওয়ার ছাড়া অধিক ফিল্ম দেখতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যে মুভি দেখার সময় ব্রাইটনেস কতটা করে রেখেছেন, সাউন্ড কতটা আছে, এই গুলি‌ও ব‍্যাটারি লাইফের উপরে প্রভাব ফেলে। লো-ব্রাইটনেস মোড, হাল্কা সাউন্ড এবং ইউটিউবে মুভি দেখার মাধ্যমে এই প্রোজেক্টারের অধিক ব‍্যাটারি ব‍্যাক‌আপ ব‍্যবহার করা যাবে।

অডিও এবং সাউন্ড

BenQ নিজের প্রোজেক্টারের সাউন্ডের প্রতি মনোযোগ সহকারে কাজ করেছে। কোম্পানি জানে, যে ভালো পিকচার কোয়ালিটি‌র সাথে ভালো সাউন্ড কোয়ালিটি‌ও প্রয়োজন। এই প্রোজেক্টারের সাথে এক্সটার্নাল স্পীকারের ব‍্যবহার করতে হবে না। কারন এতে ইন-বিল্ট স্পীকার দেওয়া হয়েছে, এই স্পীকার ইন্ডোর এবং আউটডোরে অসাধারণ এবং লাউড সাউন্ড প্রদান করে। এই স্পীকারের মাধ্যমে বেস, পরিস্কার মিড এবং হাই সাউন্ড আউটপুট পাওয়া যায়। আকর্ষণীয় বিষয় হলো এই প্রোজেক্টারটিকে একটি পোর্টেবল ব্লুটুথ স্পীকারের মতো‌ও ব‍্যবহার করা যাবে।

আমাদের সিদ্ধান্ত

BenQ GS50 একটি অসাধারণ পোর্টেবল প্রোজেক্টার। এটির ওয়াটার-স্প্ল‍্যাশ প্রুফ ডিজাইন এটিকে ভ্রমনের সময় সাথে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো। কিন্তু, দিনের বা বেশি আলোয় এই প্রোজেক্টারের কোয়ালিটি অতোটা ভালো হয় না, কিন্তু কম আলো এবং অন্ধকারে এটি অসাধারণ কোয়ালিটি প্রদান করে। যদি আপনি এক লাখ টাকার মধ্যে পোর্টেবল প্রোজেক্টারের খোঁজ করছেন, তাহলে BenQ GS50 একটি অসাধারণ অপশন।

অন‍্যান‍্য অপশনের কথা বলা হলে, পোর্টেবল প্রোজেক্টার হিসেবে বাজারে আপাতত BenQ অথবা স‍্যামসাং ফ্রি স্টাইল প্রোজেক্টারের কথাই শোনা যায়। কিন্তু স‍্যামসাঙের প্রোজেক্টারের দাম এর থেকে 10 হাজার টাকা বেশি। এমতাবস্থায় আপনার বাজেট কম থাকলে BenQ GS50 প্রোজেক্টারটি বেছে নিতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here