Jio Bharat V2 Vs JioPhone: জেনে নিন সস্তা প্ল্যানের লড়াইয়ে কোন ফোনটি এগিয়ে

জিও তাদের লেটেস্ট জিও ভারত ভি2 ফোনটির জন্য দুটি নতুন প্ল্যান পেশ করেছে। এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 123 টাকা এবং এতে ডেটা ও কলিঙের সুবিধা পাওয়া যায়। অন্যদিকে জিওফোনের সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 125 টাকা। এবং এই প্ল্যানেও ফ্রি কলিং এবং ডেটার সুবিধা পাওয়া যায়। ইউজারদের সুবিধার জন্য এই পোস্টে উপরোক্ত দুটি প্ল্যানের তুলনা করে দেখানো হল কোন প্ল্যানে বেশি বেনিফিট পাওয়া যায়। আরও পড়ুন: Nothing Phone 2 লঞ্চের আগই লিক হল স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ডিটেইলস

জিও ভারত ভি2 এর 123 টাকা দামের প্ল্যান

  • ভ্যালিডিটি: এই প্ল্যানে ইউজারদের 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হবে।
  • ডেটা: এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 0.5 জিবি করে ডেটা অর্থাৎ মোট 14জিবি ডেটা পাওয়া যায়।
  • কলিং: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।

নোট: অন্যান্য টেলিকম কোম্পানি 179 টাকার প্ল্যানে ভয়েস কলের সঙ্গে মোট 2 জিবি ডেটা দেয়।

জিওফোনের 125 টাকা দামের প্ল্যান

  • ভ্যালিডিটি: Jio Phone এর এই প্ল্যানে 23 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
  • ডেটা: এই জিওফোন প্ল্যানে মোট 11.5GB (500MB/দিন) ডেটা দেওয়া হয়।
  • এসএমএস: এতে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 এসএমএস পাওয়া যায়।
  • কলিং: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা উপভোগ কড়া যায়।

উপসংহার

হিসাব করে দেখা যাচ্ছে জিও ভারত ভি2 ফোনের প্ল্যানে বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে। তবে এতে কোন SMS এর সুবিধা দেওয়া হচ্ছে না। এসএমএসের যদি একান্তই প্রয়োজন না হয় সেক্ষেত্রে ডেটা এবং ভ্যালিডিটি উভয় দিক থেকেই জিওফোনের প্ল্যানটির তুলনায় এই প্ল্যানটি বেশি লাভজনক। আরও পড়ুন: এই তিনটি প্ল্যানে প্রতিদিন 5GB ডেটা দিচ্ছে Jio, জেনে নিন কোন প্ল্যানে পাবেন বেশি সুবিধা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here