20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোন

যে কোনো জিনিস কেনার সময় সবার মাথায় থাকে যাতে সে বেস্ট জিনিস কিনতে পারে। অথচ মার্কেটে এত অপশন রয়েছে যে কনফিউশন হ‌ওয়া তো স্বাভাবিক আর প্রসঙ্গ যদি আসে স্মার্টফোনের তবে তো আর কথাই নেই। কারণ যে কোনো বাজেটে মার্কেটে এত স্মার্টফোন রয়েছে যে গুনেও হয়তো বলা যাবে না। ফোন কেনার আগে কারোর উপদেশ পেলে সত্যিই ভালো হয় আর তাই আমরা আজ 20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যা দেখে আপনিও খুব সহজেই বুঝে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে।

আরও পড়ুন: Samsung আনছে সস্তা Galaxy M02 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy M31s

20 হাজার টাকার কম দামে এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনটির অন‍্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এর ক‍্যামেরা সেগমেন্ট। এর বাজেটে এটিকে বেস্ট ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন বলা যেতে পারে। এছাড়াও এতে আছে 6,000mAh ব‍্যাটারী ও sAMOLED ডিসপ্লের মতো ফিচার। এই ফোনে 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এতে পাঞ্চ হোল ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম যোগ করেছে। অক্টাকোর প্রসেসরের সঙ্গে এই ফোনটি এক্সিনস 9611 চিপসেটে রান করে। এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং উভয় ভেরিয়েন্টে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

POCO X3

ক‍্যামেরা, ডিসপ্লে ও ব‍্যাটারীর দিক থেকে স‍্যামসাং এগিয়ে থাকলে গেমিঙের দিক থেকে এগিয়ে পোকো এক্স3। এই ফোনে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে এটি এমোলেড নয়। উল্লেখ্য এতে 120Hz রিফ্রেসরেট আছে। তাই যথেষ্ট স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনটি 2.3GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 6,000mAh ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 5000mAh।ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হলো OPPO A53s, এতে আছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

Redmi Note 9 Pro Max

এই বাজেটে Redmi Note 9 Pro Max ফোনটিও যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন। এই ফোনটি 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটের সঙ্গে 6 জিবি ও 8 জিবি র‍্যাম যোগ করেছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,020 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

Realme 7 Pro

Realme 7 Pro ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির সুপার AMOLED FHD+ ডিসপ্লে আছে। এই ফোনের ডিসপ্লে 90Hz রিফ্রেশরেটযুক্ত। এই বাজেটে এত উল্লেখযোগ্য কম্বিনেশন সত্যিই বিরল। এই ফোনটি 2.3GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। এছাড়াও এই ফোনে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। পাশাপাশি পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জানা গেল 6000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M31 Prime Edition এর দাম, জেনে নিন ফিচার

Motorola One Fusion+ 

20 হাজার টাকা বাজেটের ফোনের কথা হলে সেখানে Motorola One Fusion+ এর নাম থাকতে বাধ্য। এই ফোনে হাই কোয়ালিটি প্রসেসরের সঙ্গে রয়েছে অসাধারণ ক‍্যামেরা। এই ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের পপ-আপ ক‍্যামেরা মডিউল দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here