স্যামসাং জানিয়ে দিয়েছে তাদের বিখ্যাত ‘গ্যালাক্সি এম’ সিরিজের আগামী স্মার্টফোন Samsung Galaxy M31 Prime Edition নামে মার্কেটে আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আসলে এই ফোনটি এই বছরই লঞ্চ করা গ্যালাক্সি এম31 এর নতুন ভার্সন। স্যামসাঙের এই আগামী ফোনটির প্রোমো পেজ আমাজন ইন্ডিয়াতে লাইভ হয়ে গেছে, যেখানে ফোনটির ফোটোর সঙ্গে সঙ্গে কিছু স্পেসিফিকেশন ডিটেইলসও জানা গেছে। ছবি দেখে এই ফোনটি আগের গ্যালাক্সি এম31 এর মতোই মনে হয়েছে। অন্যদিকে এবার আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M31 Prime Edition এর দাম জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া Samsung Galaxy M31 এবং Samsung Galaxy M31 Prime Edition এর মিল ও অমিল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: Exclusive: জানা গেল সস্তা Moto E7 এর দাম, এই মাসেই হবে লঞ্চ
বিনামূল্যে আমাজন প্রাইম মেম্বারশিপ
Samsung Galaxy M31 Prime Edition ফোনটির সঙ্গে বিনামূল্যে তিন মাসের জন্য আমাজন প্রাইম মেম্বারশিপও অফার করা হচ্ছে। আমাজনে তৈরি করা ফোনটির পেজ থেকে এই কথা জানা গেছে। তবে এই পেজে এখনও ‘Coming Soon’ লেখা আছে। আশা করা হচ্ছে আগামী 17 অক্টোবর থেকে আমাজনে আয়োজিত গ্ৰেট ইন্ডিয়ান সেলে ফোনটির সেল শুরু করা হতে পারে। তবে জানিয়ে রাখি আমাজন প্রাইম মেম্বাররা এই সেলের আর্লি অ্যাকসেস 16 অক্টোবর থেকেই পেয়ে যাবেন।
দাম
আমাজন ইন্ডিয়াতে তৈরি করা Samsung Galaxy M31 Prime Edition এর পেজ থেকে আরও জানা গেছে এই ফোনটির প্রাথমিক দাম 16,499 টাকা হবে। ফোনটির 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে এই দাম প্রযোজ্য। প্রোমো পেজ অনুযায়ী ফোনটি 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টেও পেশ করা হবে। তবে আপাতত ফোনটির এই 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম সম্পর্কে কিছু জানা যায়নি।
ক্যামেরা
Samsung Galaxy M31 Prime Edition এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের। এই সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এছাড়াও এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। Samsung Galaxy M31 এর ক্ষেত্রেও এই একই সেন্সর ছিল। এই দিক থেকে ফোনদুটি পুরো এক।
স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত Samsung Galaxy M31 Prime Edition এর স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। কিন্তু খবর পাওয়া গেছে এই ফোনে সুপার এমোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানি তাদের এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আগেই বলেছি এই ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরিসহ পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন