5000mAh।ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হলো OPPO A53s, এতে আছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

ওপ্পো আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন OPPO A53s নামে লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে কোনো ঘোষণা ছাড়া ইউরোপের শপিং সাইট আমাজনে OPPO A53s এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। প্রোডাক্ট পেজে ফোনটির ছবি ও স্পেসিফিকেশনের পাশাপাশি এর দাম সম্পর্কেও জানানো হয়েছে এবং জার্মানিতে এর প্রিবুকিং শুরু হয়ে গেছে। ইউরোপের মার্কেটে OPPO A53s ফোনটি €189 অর্থাৎ প্রায় 16,300 টাকা দামে সেল করা হবে।

আরও পড়ুন: 4230mAh ব‍্যাটারী, 3GB RAM ও 13MP ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ আসছে ওপ্পোর সস্তা স্মার্টফোন OPPO A15

OPPO A53s

কোম্পানি তাদের নতুন OPPO A53s ফোনটি বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে, এই পাঞ্চ হোল ডিসপ্লের ওপরের বাঁদিকে অবস্থিত। ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চিন পার্ট আছে।

OPPO A53s ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দেওয়া হয়েছে। ই-কমার্স সাইট আমাজনে ফোনটির র‍্যাম সম্পর্কে কিছুই বলা হয়নি, তবে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে বলে জানা গেছে।

আরও পড়ুন: Exclusive: জানা গেল সস্তা Moto E7 এর দাম, এই মাসেই হবে লঞ্চ

ফোটোগ্ৰাফির জন্য OPPO A53s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A53s এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

OPPO A53s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এতে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এক‌ইভাবে পাওয়ার ব‍্যাক‌আপের 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ইউরোপের মার্কেটে OPPO A53s ফোনটি Electric Black ও Fancy Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here