Amazon Great Indian Festival Sale: Smart TV কেনার সুবর্ণ সুযোগ, জেনে নিন কোন কোন টিভিতে পাওয়া যাচ্ছে বেস্ট ডিল

ইতিমধ্যে Amazon এর অ্যানুয়াল ফেস্টিভ্যাল সেল Amazon Great Indian Festival সেল শুরু হয়ে গেছে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র Amazon Prime মেম্বারদের জন্য চালু করা হয়েছে যা আগামীকাল অর্থাৎ রবিবার 3 অক্টোবর থেকে সাধারণ ইউজারদের জন‍্য‌ও কার্যকর হয়ে যাবে। এই Amazon Great Indian Festival Sale চলাকালীন শপিং প্ল‍্যাটফর্মের সমস্ত ক‍্যাটাগরির প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট এবং অফার দেওয়া হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে স্মার্ট টিভি কেনার কথা ভাবছিলেন তারা এই সেলে পেতে পারেন বেশ কিছু অসাধারণ ডিলস। এছাড়াও HDFC ব‍্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে 10 শতাংশ ইনস্ট‍্যান্ট ডিসকাউন্ট। এই পোস্টে আমরা Amazon Great Indian Festival সেলের কিছু উল্লেখ্য স্মার্ট টিভির অফার সম্পর্কে কথা বলব।

Best Smart TV deals in Amazon Great Indian Festival

1. Redmi 126 cm (50 inches) 4K Ultra HD Android Smart LED TV

Amazon Great Indian Festival সেল উপলক্ষে Xiaomi এর সাব ব্র‍্যান্ড রেডমির 50 ইঞ্চির Redmi 126 cm 4K Ultra HD Android Smart LED TV এর দামে অতুলনীয় অফার পাওয়া যাচ্ছে। সেলে এই টিভিটি আমাজনে 32,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে, সাধারণত এটি 44,999 টাকা দামে লিস্টেড রাখা হয়। অথচ আমাজন সেলে এই অসাধারণ টিভিটি মাত্র 26,500 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও এই টিভির গ্ৰাহকদের মাত্র 499 টাকার বিনিময়ে Amaon Echo Dot (3rd Gen) কেনার সুযোগ দেওয়া হচ্ছে।

  • দাম : 44,999 টাকা
  • সেলে দাম : 26,500 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

2. Sony Bravia 139 cm (55 inches) 4K Ultra HD Smart LED Google TV

আমাজনের ফেস্টিভ্যাল সেলে Sony এর 55 ইঞ্চি 4K টিভিতে সুন্দর অফার দেওয়া হচ্ছে। যদি কখনও আপনার মাথায় সোনীর প্রিমিয়াম স্মার্ট টিভি কেনার চিন্তাভাবনা এসে থাকে তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। লক্ষাধিক টাকা দামের এই টিভিটি আমাজন সেল উপলক্ষে মাত্র 77,990 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এই টিভির দামে 1500 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া ক্রেতারা ব‍্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধাও পাবেন।

  • দাম : 109,990 টাকা
  • সেলে দাম : 71,490 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

3. LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV

আমাজনে LG এর 32 ইঞ্চি স্মার্ট টিভির দামে অসাধারণ ডিল পাওয়া যাচ্ছে। এই উৎসবের মরশুমে LG এর এই স্মার্ট টিভিটি 17,499 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এই টিভির কেনাকাটায় 1,500 টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সেল ছাড়া সাধারণত এই টিভির দাম 21,990 টাকা। আমাজন সেলে এই টিভি কিনলে অতিরিক্ত ব‍্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধাও পাওয়া যাবে। LG তাদের এই স্মার্ট টিভিতে Netflix, Hotstar, Prime video এবং Youtube এর মতো দৈনন্দিন OTT অ্যাপগুলি প্রি ইনস্টল করে দেয়। 

  • দাম : 21,990 
  • সেলে দাম : 13,949 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

4. AmazonBasics 108cm 4K Ultra HD Smart LED Fire TV

ফেস্টিভ সীজনে যদি আপনি বাজেটের মধ্যে 4K স্মার্ট টিভি কেনার পরিকল্পনা করছেন তবে আমাজনের হোম ব্র‍্যান্ড AmazonBasics একটি উল্লেখযোগ্য অপশন হতে পারে। সেলে AmazonBasics এর 43 ইঞ্চি 4K টিভিতে সুন্দর অফার দেওয়া হচ্ছে। সেলে AmazonBasics 108cm 4K Ultra HD Smart LED Fire TV মাত্র 22,499 টাকা দামে কেনা যাবে।

  • দাম : 50,000 
  • সেলে দাম : 22,499 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

5. OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1

যদি কেউ কম দামে OnePlus স্মার্ট টিভি কেনার কথা ভেবে থাকেন তাদের জন্য আমাজন ফেস্টিভ‍্যাল সেল Amazon Great Indian Festival সেলে নিয়ে এসেছে দুর্দান্ত অফার। ওয়ানপ্লাসের 43 ইঞ্চি স্মার্ট টিভির দাম সাধারণত 29,999 টাকা। কিন্তু সেল উপলক্ষে এই টিভিটি 22,249 টাকার এফেক্টিভ দামে বেচা হচ্ছে। তাই সময় নষ্ট না করে এখনই বাড়ি নিয়ে আসুন ওয়ানপ্লাসের Y সিরিজের এই FHD স্মার্ট টিভি।

  • দাম : 29,999 টাকা
  • সেলে দাম : 22,249 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

6. Mi 125.7 cm (50 Inches) 4K Ultra HD Android Smart LED TV

ভারতের স্মার্ট টিভি মার্কেটে দীর্ঘদিন ধরেই শাওমি প্রথম স্থানে বসে আছে। এবার আমাজন সেলে শাওমির 50 ইঞ্চি 4K স্মার্ট টিভির দামে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। আমাজনে Mi 125.7 cm (50 Inches) 4K Ultra HD Android Smart LED TV 41,999 টাকা দামে লিস্টেড করা হয়েছিল, কিন্তু সেল উপলক্ষে এই টিভিটি মাত্র 32,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

  • দাম : 41,999 টাকা
  • সেলে দাম : 32,499 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

7. Samsung 108 cm (43 inches) The Frame Series 4K Ultra HD Smart QLED TV

আমাজন সেলে স‍্যামসাঙের মতো প্রিমিয়াম ব্র‍্যান্ডের টিভিতেও পাওয়া যাচ্ছে অভাবনীয় অফার। এই সুবর্ণ সুযোগে স‍্যামসাঙের 43 ইঞ্চির বেজল লেস 4K স্মার্ট টিভি The Frame অসাধারণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স‍্যামসাঙের এই টিভির দাম 89,900 টাকা। Amazon Great Indian Festival সেলে এই টিভিটি মাত্র 57,990 টাকা দামে কেনা যাবে।

  • দাম : 89,900 টাকা
  • সেলে দাম : 57,990 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

8. Kodak 102 cm (40 Inches) Full HD Certified Android LED TV

আমাজন সেলে বাজেটের মধ্যে ভালো স্মার্ট টিভি কিনতে চাইলে Kodak একটি সুন্দর কপশন হতে পারে। এই সুবর্ণ সুযোগে Kodak এর 40 ইঞ্চি Full HD স্মার্ট টিভি Kodak 102 cm (40 Inches) Full HD Certified Android LED TV অসাধারণ অফারে সেল করা হচ্ছে। কোড‍্যাকের এই টিভির দাম সাধারণত 20,990 টাকা, কিন্তু Amazon Great Indian Festival সেলে এর দাম পড়বে মাত্র 17,099 টাকা।

  • টাকা : 20,990 টাকা
  • সেলে দাম : 17,099 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

9. Samsung 108 cm (43 inches) Crystal 4K Series Ultra HD Smart LED TV

শাওমি, রেডমির মতো চাইনিজ ব্র‍্যান্ডের স্মার্ট টিভি কিনতে যদি আপনার আপত্তি থাকে তবে আমাজন স‍্যামসাঙের টিভি নিয়ে এসেছে যথেষ্ট অ্যাফোর্ডেবল দামে। Samsung 108 cm (43 inches) Crystal 4K Series Ultra HD Smart LED TV এর দাম 52,990 টাকা। অথচ উৎসবের মরশুমের আগে আয়োজিত এই সেলে টিভিটি মাত্র 32,990 টাকা দিয়ে কেনা যাবে।

  • দাম : 52,990 টাকা
  • সেলে দাম : 32,990 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

10. LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV

Amazon Great Indian Festival সেল উপলক্ষে স‍্যামসাং, ওয়ানপ্লাসের পাশাপাশি LG এর মতো নন চাইনিজ ব্র‍্যান্ডের স্মার্ট টিভিতেও অসাধারণ অফার চলছে। LG এর 4K স্মার্ট টিভি LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV এর মার্কেট প্রাইস 59,999 টাকা, কিন্তু সেলে এই স্মার্ট টিভি মাত্র 32,499 টাকা দামে সেল করা হচ্ছে।

  • দাম : 59,999 টাকা
  • সেলে দাম : 32,499 টাকা (ব‍্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট দিয়ে)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here