2025 সালে দাঁড়িয়ে যারা 7000 টাকা দামের মধ্যে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই পোস্টে বেশ কিছু দুর্দান্ত অপশনের ডিটেইলস জানানো হয়েছে। এই ফোনগুলিতে কম দামে অসাধারণ স্পেসিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 7 হাজার টাকা দামে ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে। জানিয়ে রাখি এই বাজেট রেঞ্জে নতুন লঞ্চ হওয়া ফোনগুলি লিস্টের সবার উপরে রাখা হবে।
itel Zeno 10
itel Zeno 10 এর দাম
- 3GB RAM + 64GB স্টোরেজ = 5,999 টাকা
- 4GB RAM + 64GB স্টোরেজ = 6,499 টাকা
শপিং সাইট আমাজনে itel Zeno 10 ফোনটি Opal Purple এবং Phantom Crystal কালার অপশনে সেল করা হবে। itel Zeno 10 ফোনের সম্পূর্ণ তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।
itel Zeno 10 এর স্পেসিফিকেশন
- 6.6″ HD+ IPS Screen
- Unisoc T603 Processor
- 8MP AI Rear Camera
- 5MP Front Camera
- 10W 5,000mAh Battery
ডিসপ্লে: itel Zeno 10 ফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.66 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই আইপিএস প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিনে 60হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে ডায়নেমিক বার ফিচার রয়েছে, ফলে নোটিফিকেশন মতো নচ এক্সপ্নেড করতে সাহায্য করে।
প্রসেসর: itel Zeno 10 ফোনটি অ্যান্ড্রায়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি603 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য itel Zeno 10 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
স্টোরেজ: ভারতীয় বাজারে itel Zeno 10 ফোনটি Memory Fusion ফিচার সহ পেশ করা হয়েছে। এই ফোনটি 3GB RAM ভেরিয়েন্ট এবং 5GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (3GB + 5GB) পারফরমেন্স পাওয়া যায়। একইভাবে 4GB RAM ভেরিয়েন্ট এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (4GB + 8GB) পারফরমেন্স পাওয়া যায়।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel Zeno 10 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Moto G05
Moto G05 এর দাম
- 4GB RAM + 64GB স্টোরেজ = 6,999 টাকা
শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Moto G05 ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। স্মার্টফোনটির ভেগান লেদার ফিনিশ সহ প্লাম রেড এবং ফরেস্ট গ্রিন কালার অপশন রয়েছে। Moto G05 স্মার্টফোনটির সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
Moto G05 এর স্পেসিফিকেশন
- 6.67″ HD+ 90Hz Screen
- MediaTek Helio G81 Extreme
- 18W 5,200mAh Battery
- 50MP Back Camera
- 8MP Front Camera
ডিসপ্লে: Moto G05 ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রাইটনেস, গোরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং ওয়াটার টাচ ফিচার সহ 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
প্রসেসর: Moto G05 ফোনটি Android 15 সহ কাজ করবে। ফোনটিতে দুই বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি MediaTek Helio G81 Extreme 8 কোর প্রসেসর সহ পেশ করা হয়েছে।
ক্যামেরা: Moto G05 ফোনটিতে পোট্রেট মোড এবং নাইট ভিসন সহ 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি জন্য Moto G05 ফোনে 8MP ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Moto G05 ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দুই দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
অন্যান্য ফিচার: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Moto G05 ফোনটিতে IP52 রেটিং, ডলবি অ্যাটমস, ডুয়েল স্টিরিও স্পিকার, হাই রেজ সাউন্ড এবং একটি ইউএসবি টাইপ সি-পোর্ট দেওয়া হয়েছে।
itel A80
itel A80 দাম
- 4GB RAM + 128GB স্টোরেজ = 6,999 টাকা
itel A80 ফোনটি ভারতে Sandstone Black, Glacier White এবং Wave Blue মতো কালার অপশনে সেল করা হচ্ছে। itel A80 ফোনটি ভারতে 4GB RAM + 128GB সিঙ্গেল স্টোরেজ অপশন লঞ্চ করা হয়েছে। itel A80 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
itel A80 এর স্পেসিফিকেশন
- 6.67″ 120Hz IPS Screen
- Unisoc T603 Processor
- Android 14 Go
- 50MP Rear Camera
- 8MP Front Camera
- 10W 5,000mAh Battery
ডিসপ্লে: itel A80 ফোনটি 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আইপিএস প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটি 12ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.6গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি603 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ওএস: itel A80 ফোনটি অ্যান্ড্রয়েড 14 ‘গো’ এডিশন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে Android Go থাকার ফলে Google Go অ্যাপগুলো সহজেই ইনস্টল করা হলেও কম স্টোরেজ দখল করবে এবং ইন্টারনেট ও ব্যাটারির খরচও কম হবে। এই অ্যাপের মাধ্যমে যে কোনো প্রসেসর স্মুথ কাজ করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/ অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল এইচডিআর লেন্স এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel A80 ফোনটিতে 10ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: itel A80 ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক মতো বিভিন্ন ফিচার রয়েছে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে 3 বছরের ল্যাগ-ফ্রি ফ্লুয়েন্সি পারফরমেন্স পাওয়া যাবে।
Redmi A3
Redmi A3 এর দাম
- 3GB RAM + 64GB স্টোরেজ = 7,299 টাকা
- 4GB RAM + 128GB স্টোরেজ = 8,299 টাকা
- 6GB RAM + 128GB স্টোরেজ = 9,299 টাকা
এই কম দামে রেডমি ফোনটি Olive Green, Lake Blue এবং Midnight Black কালার অপশনে সেল করা হচ্ছে। Redmi A3 ফোনটি কিনতে এবং অফার, স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Redmi A3 এর স্পেসিফিকেশন
- 6.71″ HD+ 90Hz Screen
- MediaTek Helio G35
- Android 13 Go Edition
- 10W 5,000mAh Battery
- 8MP Back + 5MP Front Camera
ডিসপ্লে: এই ফোনে 6.71-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1650 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ডুয়েল সিম ফোনটি কোম্পানি Android 13 গো এডিশনের সঙ্গে পেশ করেছে। এতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত এবং 12nm প্রসেসে তৈরি মিডিয়াটেক হেলিও G36 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং গ্রাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVR GE8320 @ 680MHz GPU দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে এই ফএ 3.5 এমএম অডিও জ্যাক, এফএম রেডিও, ডুয়েল 4G VoLTE, ব্লুটুথ 5.0 এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
LAVA O2
LAVA O2 এর দাম
- 8GB RAM + 128GB স্টোরেজ = 7,999 টাকা
7 হাজার টাকা দামে ফোনটি Majestic Purple এবং Imperial Green কালার অপশনে কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট আমাজন এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে। LAVA O2 ফোনের বর্তমান অফার এবং বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
LAVA O2 এর স্পেসিফিকেশন
- 6.5″ HD+ 90Hz Screen
- Unisoc T616 Processor
- 8GB Virtual RAM
- 18W 5,000mAh Battery
- 50MP Back + 8MP Front Camera
ডিসপ্লে: Lava O2 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 269 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ডিসপ্লের ওপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরা সহ পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
প্রসেসর: Lava O2 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। কোম্পানি তাদের Lava O2 ফোনে এন্ট্রি লেভেল ইউনিসক টি616 চিপসেট যোগ করেছে। জানিয়ে রাখি এই চিপসেটের আনটুটু স্কোর 280K। জানিয়ে রাখি Lava O2 ফোনটিতে 8GB expandable RAM সাপোর্ট করে, যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল AI ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava O2 ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
অন্যান্য: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাক, এফএম রেডিও, ডুয়েল 4G VoLTE, ফেস আনলক ফিচার এবং ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
POCO C61
POCO C61 এর দাম
- 4GB RAM + 64GB স্টোরেজ = 7,499 টাকা
- 6GB RAM + 128GB স্টোরেজ = 8,499 টাকা
এই লো বাজেট POCO ফোনটি Ethereal Blue, Diamond Dust Black এবং Mystical Green কালারে লঞ্চ করা হয়েছে। POCO C61 ফোনের অফার, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
POCO C61 এর স্পেসিফিকেশন
- 6.71″ HD+ 90Hz Screen
- MediaTek Helio G36
- Android 14 OS
- 10W 5,000mAh Battery
- 8MP Back + 5MP Front Camera
ডিসপ্লে: এই ফোনে 6.71 ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1650 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে স্ক্রিনের সুরক্ষার জন্য গোরিলা গ্লাস 3 রয়েছে।
প্রসেসর: POCO C61 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত এন্ট্রি লেভেল হেলিও জি36 অক্টাকর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে আইএমজি পাওয়ারভিআর রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে AI ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে USB-C পোর্ট এবং 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি এটি উইকেন্ড ব্যাটারি নামে পেশ করেছে, অর্থাৎ এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
অন্যান্য: POCO C61 ফোনে সিকিউরিটির জন্য 3.5mm Jack, FM Radio, Dual 4G LTE, Bluetooth 5.3, WiFi 5 এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার রয়েছে।
Moto G04
Moto G04 এর দাম
- 4GB RAM + 64GB স্টোরেজ = 7,999 টাকা
- 8GB RAM + 128GB স্টোরেজ = 8,999 টাকা
Moto G04 ফোনটি Concord black, Sea green, Satin Blue এবং Sunrise orange কালার অপশনে সেল করা হচ্ছে। Moto G04 ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
Moto G04 এর স্পেসিফিকেশন
- 6.6″ HD+ 90Hz Screen
- Unisoc T606 Processor
- 8GB RAM Booster
- 10W 5,000mAh Battery
- 16MP Back + 5MP Front Camera
ডিসপ্লে: Moto G04 ফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট এবং 269পিপিআই কাজ করে।
প্রসেসর: এই ফোনটি কোম্পানির এন্ট্রি লেভেল 1.6গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Unisoc T606 চিপসেট যোগ করেছে। গ্রাফিক্সের জন্য ফোনে মালী জি57 জিপিইউ রয়েছে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করে। এর সঙ্গে এতে 8GB RAM boost ফিচার রয়েছে।
ক্যামেরা: Moto G04 ফোনে ফটোগ্রাফির জন্য ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে এলইডি ফ্ল্যাশযুক্ত 16 মেগাপিক্সেল সিঙ্গেল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। একইভাবে সেলফি, রিল তৈরি এবং ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এক বার ফুল চার্জ করলে 40 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
অন্যান্য: Moto G04 ফোনে FM Radio, Face Unlock, Side Fingerprint, IP52 Splash Proof, Dolby Atmos Speaker, 3.5mm Jack, Bluetooth 5.0 এবং 5GHz Wi-Fi রয়েছে।
Redmi 13C
Redmi 13C এর দাম
- 4GB RAM + 128GB স্টোরেজ = 7,799 টাকা
- 6GB RAM + 128GB স্টোরেজ = 8,799 টাকা
- 8GB RAM + 256GB স্টোরেজ = 10,099 টাকা
সস্তা Redmi 13C ফোনটি Stardust Black, Starfrost White এবং Starshine Green কালার অপশনে সেল করা হচ্ছে। 7 হাজার টাকার রেঞ্জে Redmi 13C ফোনের ফিচার, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Redmi 13C এর স্পেসিফিকেশন
- 6.74″ HD+ 90Hz Screen
- MediaTek Helio G85
- 8GB Virtual RAM
- 18W 5,000mAh Battery
- 50MP Back + 5MP Front Camera
ডিসপ্লে: Redmi 13C 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের থিকনেস 8.09এনএম এবং ওজন 192গ্রাম হবে।
প্রসেসর: এই ফোনেটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এই ফোনটি 12ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হ্যালিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 8জিবি ভার্চুয়াল RAM রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার: এই ফোনে ফেস আনলক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, 5GHz Wi-Fi, Bluetooth 5.3 এবং FM radio রয়েছে।