বাড়িকে গ্ৰ‍্যান্ড মুভি হল বানিয়ে তোলার জন্য বাজারে এল 75 ইঞ্চির এই স্মার্ট টিভি, জানুন বিস্তারিত

স্মার্ট টিভি কোম্পানি Blaupunkt ভারতে 75 ইঞ্চি স্ক্রিন সাইজের একটি স্মার্ট টিভি লঞ্চ করা হয়েছে। যারা নিজের বাড়িতে সিনেমা হলের আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য এই টিভিটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। কারণ এই টিভির গ্র্যান্ড সাইজের স্ক্রিন দর্শকদের মুভি থিয়েটারের এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হবে। Blaupunkt এর এই 75-inch TV-তে Dolby Vision ও ATMOS এর মতো অতুলনীয় কিছু ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই টিভির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।

দাম এবং সেল

Blaupunkt QLED স্মার্ট টিভির দাম 84,999 টাকা রাখা হয়েছে। আগামী 23 সেপ্টেম্বর 2022 থেকে এই টিভির সেল শুরু হবে। কয়েক দিন আগে লঞ্চ করা কোম্পানির 50, 55 এবং 65 ইঞ্চি স্ক্রিন সাইজের QLED TV মডেলের সেলও ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল অর্থাৎ 23 সেপ্টেম্বর 2022 থেকে শুরু হবে।

অফার

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল থেকে এই টিভি কেনার সময় Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করলে 8 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। একইভাবে ICICI ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ছাড় দেওয়া হবে। আবার Paytm থেকে কিনলে 10 শতাংশ ইসুয়ার্স সেভিংস অপশন দেওয়া হচ্ছে।

স্পেসিফিকেশন ও ফিচার

Blaupunkt এর এই 75 ইঞ্চি বেজললেস প্রিমিয়াম স্মার্ট টিভিটি 4k রেজলিউশন সাপোর্ট করে। এই টিভিতে ডিজিটাল নয়েস ক্যানসেল এবং গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই টিভিতে সিনেমেটিক এবং রিচ সাউন্ড কোয়ালিটি সাপোর্ট যোগ করা হয়েছে। এতে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ আছে।

সুন্দর সাউন্ডের জন্য এই টিভিতে 60W স্পিকার আউটপুট দেওয়া হয়েছে। এই টিভি Android 10 সাপোর্টের সঙ্গে পেশ করা হয়েছে। এতে ডলবি ভিশন, ডলবি ডিজিটাল প্লাস, ডলবি অ্যাটমস এবং DTS টু সারাউন্ড সাউন্ড টেকনোলজি আছে। এছাড়াও এতে 6000টিরও বেশি অ্যাপ এবং ওটিটি যেমন Netflix, Prime Video, Hotstar, Zee5 সাপোর্ট করে। এই টিভির পিক ব্রাইটনেস 550nits।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here