জার্মানির লাগজারি কার ব্র্যান্ড BMW ভারতে নিজের প্রথম ইলেকট্রনিক SUV BMW iX কার ভারতে লঞ্চ করেছে। BMW iX SUV গাড়িটিকে ভারতে 1,15,90,000 টাকা (এক্স-শোরুম) দামে পেশ করা হয়েছে। এই গাড়িটির ভারতে সরাসরি টক্কর Audi e-Tron, Mercedes-Benz EQC এবং Porsche Taycan গাড়ির সাথে হবে। BMW iX ইলেকট্রিক SUV গাড়িটি Euro NCAP এর সেফ্টি রেটিঙে 5 স্টার পেয়েছে।
আরও পড়ুন: আগামীকাল থেকে Amazon Prime মেম্বারশিপের জন্য দিতে হবে 50 শতাংশ বেশি টাকা
BMW iX এর এক্সটিরিয়ার ডিজাইন
BMW iX ইলেকট্রিক এসইউভির ফ্রন্ট ডিজাইন খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এই গাড়িটির ফ্রন্টে BMW এর লার্জ কিডনি গ্রিল এবং ব্ল্যাক থিম দেওয়া হয়েছে। এর সাথেই স্লিক LED হেডল্যাম্প সহ ডুয়াল বিম এপরিয়েন্স পাওয়া যাবে। এই গাড়িটির ফ্রন্টে ব্লু এসেন্ট পয়েন্টিং ওয়ার্ক দেখা যাবে। এর সাথেই বনেটে স্কাল্পটেড এবং মেস্কালিন এপারিন্স দেখা যাবে। BMW iX এর সাইড প্রোফাইলের কথা বলা হলে এতে স্পোর্টি অ্যালয় হুইল, ব্লু এসেন্ট সহ ব্ল্যাক সাইড ক্ল্যাডিং এবং ব্ল্যাক গ্লাস এরিয়া দেওয়া হয়েছে। এর সাথেই রেয়ারে স্লিক LED টেললাইট, রুফ স্পয়লার এবং ব্লু এসেন্ট সহ ব্ল্যাক বাম্পার দেওয়া হয়েছে। এই এসইউভি গাড়িটিতে স্লোপিং রুফ অসাধারণ ফুটে উঠেছে।
BMW iX এর ইন্টেরিয়ার ডিজাইন
BMW iX ইলেকট্রিক SUV এর ইন্টেরিয়ারের কথা বলা হলে এই গাড়িটিকে স্লিক স্টাইলিং সহ পেশ করা হয়েছে। ভিন্ন-ভিন্ন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোমেন্ট ডিসপ্লের বদলে এই গাড়ির ড্যাশবোর্ডে একটি লার্জ ডিসপ্লে দেখা যাবে, যার মধ্যে ড্রাইভ ডিসপ্লে এবং ইনফোমেন্ট স্ক্রিন একসাথেই দেওয়া হয়েছে। এর সাথেই মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইলে সফ্ট টাচ বাটন এবং স্ক্রলার হুইল দেওয়া হয়েছে। ডিজাইন এলিমেন্টের কথা বলা হলে এই গাড়িতে সেন্টার কন্সোল সহ টাচপ্যাড, প্রিমিয়াম লেদার সিট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Jio এর অনবদ্য চাল, Airtel এবং Vi কে টেক্কা দিয়ে 119 টাকার রিচার্জে দিতে চলেছে বিশেষ সুবিধা
BMW iX পাওয়ার এবং রেঞ্জ
BMW এর লেটেস্ট ইলেকট্রিক SUV গাড়িটিকে দুটি ভেরিয়েন্ট – xDrive 40 এবং xDrive 50 মডেলে পেশ করা হয়েছে। BMW iX xDrive 40 ভেরিয়েন্টে 326 hp এর পাওয়ার এবং 630 Nm টর্ক সহ ফুল চার্জে 414Km এর রেঞ্জ প্রদান করা হয়েছে। আবার xDrive 50 গাড়িটিতে 523 hp এর পাওয়ার এবং 765 Nm এর টর্কের সাথে 611Km রেঞ্জ পাওয়া যায়। BMW iX ইলেকট্রিক কারে দুটি ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে এবং ফ্রন্ট আর রেয়ার অ্যাক্সিস দেওয়া হয়েছে। BMW এর এই ইলেকট্রিক এসইউবিটি মাত্র 6.1 সেকেন্ডে 0 থেকে 100Kmph এর দ্রুততা ধরতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










