Highlights
- Airdopes Alpha তে 13 এমএম ডায়নামিক ড্রাইভার রয়েছে।
- এতে IWP (Insta Wake N’ Pair) টেকনোলজি দেওয়া হয়েছে।
- মাত্র 10 মিনিট চার্জ করে এটি 120 মিনিট ব্যাকআপ দিতে সক্ষম।
অডিও গ্যাজেট প্রস্তত করার জন্য জনপ্রিয় ভারতীয় কোম্পানি Boat একটি নতুন ইয়ারবাডস্ লঞ্চ করেছে। এটি মার্কেটে boAt Airdopes Alpha নামে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা সুন্দর অডিও এক্সপেরিয়েন্স এবং প্রিমিয়াম ডিজাইন সহ এই ইয়ারবাডস্ অত্যন্ত কম দামে বাজারে আনা হয়েছে। নিচে এই ইয়ারবাডসের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: Nokia লঞ্চ করল দুটি নতুন ফিচার ফোন, পাওয়া যাবে UPI ফিচার
boAt Airdopes Alpha এর স্পেসিফিকেশন
- ড্রাইভার্স: এতে 13 এমএম ডায়নামিক ড্রাইভার রয়েছে জার সাহায্যে সুন্দর অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
- নতুন টেকনোলজি: এই ডিভাইসে IWP (Insta Wake N’ Pair) টেকনোলজি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউজাররা টাচ এক্সপেরিয়েন্সের সাহায্যে ভয়েস কল, ভিডিও কল, মিউজিক এবং অন্যান্য ভয়েস কন্ট্রোল করতে পারবেন।
- রেটিং: সুরক্ষার জন্য এতে IPX5 রেটিং দেওয়া হয়েছে। ফলে এটি জলের হাত থেকে সুরক্ষিত থাকবে।
- অডিও এক্সপেরিয়েন্স: জনবহুল স্থানে সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য এতে 50ms লো লেটেন্সি ল্যাগ ফ্রি অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
- ব্যাটারি: কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইসে 35 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
- চার্জিং: মাত্র 10 মিনিট চার্জ করে এই ইয়ারবাডস্ 120 মিনিট ব্যাবহার করা যায়।
boAt Airdopes Alpha এর দাম
কোম্পানি তাদের ইয়ারডোপ্স আলফা ইয়ারবাডস্ জেড ব্ল্যাক, সুইডিশ হোয়াইট এবং ডার্ক সিয়ান কালারে পেশ করেছে। এটি মাত্র 799 টাকা ইন্ট্রোডাক্টারি প্রাইসে লঞ্চ করা হয়েছে। Boat ওয়েবসাইটের পাশাপাশি এটি শপিং সাইট ফ্লিপকারতের মাধ্যমে সেল করা হবে। আরও পড়ুন: 5,000mAh ব্যাটারি এবং 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, দাম মাত্র 6,299 টাকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন