Nokia লঞ্চ করল দুটি নতুন ফিচার ফোন, পাওয়া যাবে UPI ফিচার

Highlights

  • লঞ্চ হয়েছে Nokia 110 4G এবং Nokia 110 2G।
  • Nokia 110 2G এর দাম মাত্র 1,699 টাকা।
  • 4G ফোনটিতে 1450mAh ব্যাটারি রয়েছে।

Nokia তাদের ফিচার ফোনের রেঞ্জ আরও বাড়িয়ে Nokia 110 4G এবং Nokia 110 2G লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই দুটি ফোনেই ইউজাররা ইউপিআই পেমেন্টের অপশন পাবেন। এছাড়া ফোনের দামও 2,500 টাকার কম রাখা হয়েছে। এই পোস্টে নোকিয়ার এই দুটি লেটেস্ট ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানাও হল। আরও পড়ুন: 5,000mAh ব্যাটারি এবং 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, দাম মাত্র 6,299 টাকা

Nokia ফিচার ফোনের দাম এবং সেল

  • Nokia 110 4G (2023) এর দাম রাখা হয়েছে 2,499 টাকা।
  • Nokia 110 2G (2023) এর দাম মাত্র 1,699 টাকা রাখা হয়েছে।

কোম্পানির 110 4G ফোনটি মিডনাইট ব্লু এবং আর্কটিক পার্পল কালারে পেশ করা হয়েছে। অন্যদিকে 110 2G ফোনটি চারকোল এবং ক্লাউডী ব্লু কালারে সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন অনলাইন এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনদুটি সেল করা হবে।

Nokia ফিচার ফোনের স্পেসিফিকেশন

  • লেটেস্ট Nokia 110 4G এবং Nokia 110 2G ফিচার ফোনদুটি স্লিক ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে এবং এর বিল্ট কোয়ালিটিও যথেষ্ট মজবুত করা হয়েছে।
  • এই ফোনে বিল্ট ইন রেয়ার ক্যামেরা রয়েছে। এতে এসডি কার্ড স্লট, মিউজিক প্লেয়ার, অটো কল রেকর্ডার এবং বড় স্টোরেজ রয়েছে।
  • Nokia 110 4G ফোনটিতে 4G কানেক্টিভিটি থাকায় এইচডি ভয়েস কল করা যায়।
  • ইউজারদের সুবিধার জন্য এই ফোনে MP3 প্লেয়ার এবং এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্টোরেজ 32জিবি পর্যন্ত বাড়ানো যায়।
  • Nokia 110 4G ফোনটিতে 1450mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দীর্ঘ ব্যাকআপ দিতে সক্ষম।
  • এই ফোনের অন্যতম একটি ফিচার হল এর এফএম রেডিও। সবচেয়ে বড় কথা এটি ওয়্যারলেস কাজ করে।
  • এছাড়া এতে সুরক্ষিত স্ক্যান অ্যান্ড পে ইউপিআই এর সুবিধা পাওয়া যায়।
  • জানিয়ে রাখি Nokia 110 2G মডেলে 1000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারিও দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here