5,000mAh ব্যাটারি এবং 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, দাম মাত্র 6,299 টাকা

Highlights

  • সস্তা itel A60s প্রকাশ্যে আনা হয়েছে।
  • শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল কড়া হবে।
  • এতে 4GB virtual RAM রয়েছে।

itel তাদের প্রোডাক্টের পরিধি আরও বাড়িয়ে কম দামের ফোন itel A60s পেশ করেছে। আগামী 12 জুলাই থেকে আমাজন প্রাইম ডে সেলের মাধ্যমে এই ফোনটির সেল হবে। এতে 4GB পর্যন্ত virtual RAM, 5,000mAh ব্যাটারি, ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ বেশ কিছু সুন্দর ফিচার দেওয়া হয়েছে। এই পোস্টে itel A60s এর দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Twitter-কে টক্কর দিতে হাজির Meta-এর নতুন অ্যাপ Threads, জেনে নিন ডাউনলোড পদ্ধতি এবং ফিচার ডিটেইলস

Itel A60s এর দাম এবং সেল

কোম্পানি তাদের Itel A60s ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ 6,999 টাকা দামে পেশ করেছে। একইভাবে এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 6,299 টাকা। আগামী 12 জুলাই থেকে এই ফোনটি শপিং সাইট আমাজনের মধ্যমে সেল করা হবে। ফোনটি শ্যাডো ব্ল্যাক, মুন লাইট ভায়োলেট এবং গ্লেশিয়ার গ্রীন কালাএ পেশ করা হয়েছে।

Itel A60s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Itel A60s ফোনটিতে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ওয়াটারড্রপ নচ যোগ কড়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনের স্ক্রিনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে কোন প্রসেসর দেওয়া হয়েছে সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
  • স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4GB RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনটি 4GB virtual RAM সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: Itel A60s ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি OVGA লেন্স আছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here