লঞ্চ হল BSNL 4G বিটা, জেনে নিন বিস্তারিত

Highlights

  • অমৃতসরে BSNL তাদের 4G বিটা ট্রায়াল শুরু করে দিয়েছে।
  • নেটওয়ার্ক স্পীড, 4G কানেক্টিভিটির মতো বিষয়গুলির ফিডব্যাক নেওয়া হবে।
  • কোম্পানি শীঘ্রই 4G প্রিপেইড সিম বেচা শুরু করবে।

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের 4G পরিষেবা চালু করে দিয়েছে। আপাতত BSNL এর পক্ষ থেকে পাঞ্জাবের অমৃতসরে 4G বিটা ট্রায়াল লাইভ করে দেওয়া হয়েছে। কোম্পানির বিটা ট্রায়াল চালু হওয়ার পর এবার আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সর্বত্র এই পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এমনকি BSNL 4G চালু হয়ে গেলে দেশের বিভিন্ন প্রাইভেট টেলিকম কোম্পানিগুলিকে চাপের মুখে পড়তে হবে বলেও মনে করা হচ্ছে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে 108MP ক্যামেরা এবং ট্রান্সপারেন্ট ডিজাইনের Infinix GT 10 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

বিতরণ করা হবে প্রিপেইড সিম

4G বিটা লঞ্চ উপলক্ষে আধিকারিকরা জানিয়েছেন বিএসএনএলের পক্ষ থেকে প্রিপেইড সিম বিতরণ করা হবে। এই বিটা ট্রায়াল চলাকালীন কোম্পানির পক্ষ থেকে 4G কানেক্টিভিটি এবং নেটওয়ার্ক স্পীডের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ফিডব্যাক নেওয়া হবে। এই ফিডব্যাকের মাধ্যমে BSNL 4G পরিষেবা আরও উন্নত করা যাবে।

BSNL এর পক্ষ থেকে পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট এবং অমৃতসরে 200টি লাইভ নেটওয়ার্ক সাইট চালু করা হয়েছে। 2023 শেষ হওয়ার আগেই কোম্পানি দেশের প্রত্যেক অংশে তাদের 4G পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। আরও পড়ুন: 5,200mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Honor Play 40C 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

শহরের পাশাপাশি গ্রামেও পাওয়া যাবে 4G কানেক্টিভিটি

BSNL জানিয়েছে তাদের 4G পরিষেবা পুরোপুরি স্বদেশি। এর আগেই BSNL ভারতে 1 লক্ষ 4G নেটওয়ার্কের জন্য টাটা এবং অন্যান্য কোম্পানিকে অর্ডার দিয়েছিল। 2023 সাল শেষ হওয়ার আগে দেশে প্রত্যেক শ্র এবং গ্রামে 4G সার্ভিস চালু করা বর্তমানে BSNL এর মূল লক্ষ্য। দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরের সঙ্গে সঙ্গে BSNL দূরদূরান্তের গ্রাম্য এলাকাতেও তাদের 4জি নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা এবং কাজ করছে।

Jio-Airtel এর দুশ্চিন্তা

BSNL এর 4G নেটওয়ার্ক গোটা দেশে চালু হয়ে গেলে জিও এবং এয়ারটেল নিশ্চিত চাপের মুখে পড়বে। BSNL এর 4G নেটওয়ার্ক সবচেয়ে কম খরচে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির 4G প্ল্যানের দাম জানা যায়নি। এখনও পর্যন্ত BSNL এর 4G নেটওয়ার্ক বিটা ফেজে রয়েছে। আগামী কয়েক সপ্তাহ এবং মাসের মধ্যে গোটা দেশে এই পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: 19 জুলাই ভারতে লঞ্চ হবে 108MP ক্যামেরা যুক্ত Realme C53 স্মার্টফোন এবং Realme Pad 2 ট্যাবলেট, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here