সরকারি টেলিকম কোম্পানি BSNL বর্তমানে তাদের 4G পরিষেবার পরিধি বাড়ানোর জন্য দ্রুত কাজ করে চলেছে। কোম্পানির পক্ষ থেকে 2023 সালের মে মাস থেকে 4G সার্ভিস রোলআউট করা শুরু করে দেওয়া হয়েছে। কিছু দিন আগে ইন্ডিয়ান মোবাইল কংরেসে BSNL এর চেয়ারম্যান পি কে পুরভর জানিয়েছিলেন ডিসেম্বর মাসে 4G সার্ভিস লঞ্চ শুরু করে দেওয়া হবে এবং 2025 সালের জউ মাসের মধ্যে গোটা দেশে এটি চালু করে দেওয়া হবে। তাই বর্তমানে কোম্পানি বিনামূল্যে 4G সিম আপগ্রেড করা শুরু করেছে।
BSNL এর 4G সিম আপগ্রেড অফার
4G সার্ভিস লঞ্চের আগেই কোম্পানি একটি দারুণ অফার নিয়ে এসেছে। BSNL ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি পোস্ট করে জানিয়েছে BSNL ইউজাররা বিনামূল্যে তাদের 2G ও 3G সিম 4G তে আপগ্রেড করতে পারবেন। এই সিম আপগ্রেডের জন্য গ্রাহকদের যে কোনো BSNL কাস্টোমার সার্ভিস সেন্টারে যেতে হবে এবং এর জন্য কোনো দাম দিতে হবে না।
Switch to the speed of the future with BSNL!
Upgrade your 2G/3G SIM to 4G today and get your 4G SIM absolutely FREE.
📍Visit your nearest BSNL Customer Service Center now!Don’t miss out on blazing-fast connectivity. #BSNL4G #UpgradeNow #StayConnected pic.twitter.com/ChLB0LC9YO
— BSNL India (@BSNLCorporate) November 27, 2024
কোথায় পাবেন ফ্রি 4G সিম?
কোম্পানি তাদের 4G সার্ভিসের পরিধি বাড়ানোর জন্য এই অফার পেশ করেছে বলে মনে করা হচ্ছে। এই অফার উপভোগ করার জন্য BSNL কাস্টোমার সার্ভিস সেন্টার ছাড়াও ফ্রেন্চাইসি বা রিটেইলার স্টোরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও 1503/18001801503 নাম্বারে কল করা যেতে পারে। তবে এর সঙ্গে কিছু নিয়ম ও শর্ত থাকছে, যেগুলির ডিটেইলস আপগ্রেডেশনের সময় দেওয়া হবে।
40-45mbps পর্যন্ত পাওয়া যাবে BSNL 4G স্পীড
PTI এর একটি রিপোর্ট অনুযায়ী BSNL এর আধিকারিকরা জানিয়েছেন আগস্ট মাস থেকে দেশের BSNL এর 4G সার্ভিস রোলআউট শুরু হয়ে যাবে। রিপোর্টে বলা হয়েছে BSNL 4জি নেটওয়ার্কে 40-45mbps পর্যন্ত স্পীড পাওয়া যাবে। এছাড়াও BSNL এর 4জি সার্ভিস 700 মেগাহার্টস ফ্রিকোয়েন্সিতে লঞ্চ করা হবে এবং পাইলট প্রোজেক্টের সময় 2,100Mhz ব্যান্ডে নিয়ে যাওয়া হবে।
BSNL 4G এর সঙ্গেই চলবে 5G এর কাজ
জানিয়ে রাখি 4জি এবং 5জি সার্ভিসের জন্য BSNL এর পক্ষ থেকে TCS, Tejas নেটওয়ার্ক এবং সরকারি ITI-কে 19,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে BSNL এর 4জি এবং 5জি পরিষেবার পরিধি আরও বাড়িয়ে তোলা হবে।
BSNL আনতে চলেছে 1.12 লক্ষ টাওয়ার
জানিয়ে রাখি কিছু দিন আগে একটি খবর থেকে জানা গিয়েছিল 4জি এবং 5জি নেটওয়ার্কের জন্য গোটা দেশে BSNL প্রায় 1.12 লক্ষ টাওয়ার ইনস্টল করবে। কোম্পানি এখনও পর্যন্ত 9,000 4জি টাওয়ার বসিয়েছে। এর মধ্যে 6,000 টাওয়ার পাঞ্জাব, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় অ্যাক্টিভ হয়ে গেছে।